ইফতার সামগ্রী বিতরণ
নগরীতে বিভিন্ন সংগঠনের ইফতারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেছেন বিত্তবানদের মানবিক দায়িত্ববোধ থেকে কর্মহীন মানুষের পাশে দাঁড়াতে হবে।
নগর স্বেচ্ছাসেবক লীগ ও বক্সিরহাট
ওয়ার্ড আওয়ামী লীগ
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দিন বলেছেন, বিত্তবানদের মানবিক দায়িত্ববোধ থেকে কর্মহীন মানুষের পাশে দাঁড়াতে হবে।
তিনি মহানগর স্বেচ্ছাসেবক লীগ ও বক্সিরহাট ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত পৃথক পৃথক ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। পৃথক পৃথক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী শান্তি সওদাগর ও চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবকলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আপ্যায়ন সম্পাদক হেলাল উদ্দিন।
অনুষ্ঠানে কেন্দ্রীয় শ্রমিক লীগ সহসভাপতি শফর আলী, বেলাল আহমেদ, কাউন্সিলর হাজী নুরুল হক, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, বক্সিরহাট ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি এস.এম হারুনুর রশীদ, নগর স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক এড.এএইচ এম জিয়াউদ্দিন, যুগ্ম আহবায়ক সালাউদ্দিন আহমেদ, আশীষ কুমার সিংহ, তারেক মাহমুদ পাপ্পু,সাদেক হোসেন পাপ্পু, আনোয়ারুল ইসলাম বাপ্পী,সুুিজত দাশ, আবছার উদ্দীন, সুমন দেবনাথ, ওয়াহিদুল আলম শিমুল, আনিসুর রহমান, লিটন চৌধুরী, এস.এম মামুনুর রশীদ,শান্ত দাশ গুপ্ত,জাবেদুল আলম সুমন, আব্দুল মতিন, আবু বক্কর, শামশুল আলম, এস.এম মোর্শেদ, ওমর ফারুক বাবুল, মো. পারভেজ, মো. সালাউদ্দিন, তসলিম উদ্দিন, আজাদ খান অভি, মনোয়ার হাসান মনি, ওসমান গণি মানিক, হায়দার আলী, সাধন দাশ, নূর আহমদ, মহিউদ্দিন আলী নূর, আবদুল্লাহ আল মামুন, মকসুদ আলী,আমিরুল আলম, সাইফুল ইসলাম মামুন, ওমর ফারুক, রুবেল আহমেদ বাবু, রাহুল দত্ত, মো. সালাউদ্দিন, নাজিম উদ্দিন, ফয়সাল, সোহেল খান,আরমান হোসেন নয়ন,অরুণ রশ্মি দত্তসহ রাজনৈতিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী স্মৃতি সংসদ
আলহাজ্ব এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী স্মৃতি সংসদের উদ্যোগে মাসব্যাপী ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে নগরীর ৪নম্বর চান্দগাঁও ওয়ার্ডের আওতাধীন গোলাম আলী নাজিরপাড়া, জালাল আহমদ চৌধুরী বাড়ী, পুরাতন চান্দগাঁও সহ বিভিন্ন পাড়া মহল্লায় কর্মহীন, অসহায়, দুস্থ, দরিদ্র, রোজাদারদের হাতে প্যাকেটজাত ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নগর ছাত্রলীগের সাবেক সভাপতি চউক বোর্ড সদস্য এম.আর.আজিম, সাইফুল ইসলাম ভুইয়া রাসেল, আলমগীর চৌধুরী, আলী রেজা পিন্টু, আবু সাঈদ সুমন, সাজ্জাদ হোসেন, একরামুল হক রাসেল, আবুল মনসুর টিটু, দেলোয়ার হোসেন, চৌধুরী শোয়েব হোসেন প্রমুখ।
প্রিয় বাংলাদেশ’র ইফতার সামগ্রী বিতরণ
সামাজিক ও মানবিক সংগঠন প্রিয় বাংলাদেশ’র উদ্যোগে নগর আবাসিক এলাকায় দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনের উপদেষ্টা ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক জাফর ইকবালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নম্বর শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর মোরশেদুল আলম চৌধুরী।
লায়ন আনোয়ারুল আজিম চৌধুরী সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন হাজী আব্দুল মান্নান, আব্দুল আলিম রানা, ব্যাংকার মহসিন উল কাদের, ওসমান আবেদীন, প্রয়াস সভাপতি হাসান মুরাদ চৌধুরী মামুন, সাংবাদিক আবছার উদ্দিন অলি। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. শাহ আলম, জামশেদুল আলম, মোস্তাফিজুর রহমান রাসেলসহ প্রমুখ।বক্তারা বলেন, করোনাকালীন এ সময়ে দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে প্রিয় বাংলাদেশ তাদের মানবিক কর্মকা-ের পরিচয় দিয়েছেন। বিজ্ঞপ্তি