কক্সবাজার
নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার >>
কক্সবাজার পৌরসভার সমিতি পাড়ায় অভিযান চালিয়ে অস্ত্র-গুলি ও ইয়াবা মাদকসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে দুজন রোহিঙ্গা নাগরিক।
গতকাল শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে সদর মডেল থানা পুলিশের একটি দল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সমিতি পাড়ায় অভিযান চালিয়ে বাজারের উত্তর মাথায় সুমি স্টোরের সামনে থেকে ওই ৪ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে। পরে তাদের কাছ থেকে পিস্তল, ৪ রাউন্ড গুলিসহ একটি ম্যাগাজিন সংযুক্ত ও একটি খালি ম্যাগাজিন, ৫০ রাইন্ড গুলির বক্স এবং ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, সাং-চৌফলদণ্ডী দক্ষিণ রাখাইনপাড়ার উছাচিং এর পুত্র কিউবা (৪৫), কক্সবাজারের সাং-চৌফলদণ্ডী মধ্যম রাখাইনপাড়ার মংথেইচার পুত্র সুইম্রা (৪০), মায়ানমারের অকিয়াব জেলার মংক্যচিং এর পুত্র ওয়ামংলা (৩৫) ও একই এলাকার সরু হোসেনের পুত্র মো. রহিম উল্লাহ (২৫)।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মনির উল গিয়াস নিশ্চিত করেছেন।