নিজস্ব ক্রীড়া প্রতিবেদক »
চট্টগ্রাম প্রিমিয়ার লিগের ২০২১ সালের আসরে ড্র দিয়ে সূচনা করেছে মোহামেডান ব্লুজ ও চট্টগ্রাম বন্দর ক্রীড়া সমিতি। এম এ আজিজ স্টেডিয়ামে গতকাল তৃতীয় দিনের খেলায় তারা গোলবিহীন ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে। ম্যাচসেরা বন্দর ক্রীড়া সমিতির জাহিদের হাতে ক্রেস্ট তুলে দেন সিজেকেএস যুগ্ম সম্পাদক মো. আমিনুল ইসলাম।
শুরু থেকে দুই সম শক্তির দল গুছিয়ে আক্রমণে থাকলেও গোলের দেখা পায়নি। তবে সুযোগ তৈরি করার ক্ষেত্রে বন্দর কিছুটা এগিয়ে ছিল। কিন্তু ব্লুজের কিপার উত্তম বড়–য়ার দৃঢ়তায় সফল হয়নি এজহারুল হক টিপুর শির্ষ্যরা। খেলার প্রথমার্ধে একমাত্র সুযোগ পায় বন্দর ক্রীড়া সমিতি। মামুনের বা পায়ের জোরালো শট জালের ঠিকানা খুঁজে পায়নি। দ্বিতীয়ার্ধে ১০ মিনিটে আবারো মামুনের বিপজ্জনক শট কিপার উত্তমের আয়ত্বে গেলে স্বস্তি পায় নাছিরের শিষ্যরা। আরেকবার ২৮ মিনিটে সুযোগ পায় ব্লুজরা। বক্সের বাইরে ডানপ্রান্ত থেকে জাফর ইকবালের দুর্দান্ত শট সাইডবার ঘেষে বাইরে যায়।
আজ চতুর্থ দিনের খেলায় মাদারবাড়ী উদয়ন সংঘ ও কোয়ালিটি স্পোর্টস ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করবে। খেলা শুরু হবে বিকেল ৪টায়।