চট্টগ্রাম জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সোমবার ডিজএ্যাবল রিহ্যাবিলিটেশন অ্যান্ড রিসার্চ অ্যাসাসিয়েশন (ডিআরআরএ) এর প্রতিবন্ধী ব্যক্তিদের জীবন মানোন্নয়ন এবং
ডিপিওদের সক্ষমতা বৃদ্ধির জন্য নতুন প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. মোমিনুর রহমান, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এস এম জাকারিয়া ও সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম।
এতে সঞ্চালনা ও প্রকল্প বিষয়ে আলোচনা করেন প্রজেক্ট (আইডিআইকিউপিডি) ম্যানেজার রুবিনা নাজ।
এ অনুষ্ঠানে মহিলা বিষয়ক দপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরসহ সরকারি সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধি, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এনজিও ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ডিসি মো. মোমিনুর রহমান প্রতিবন্ধীদের জন্য চট্টগ্রামে সহায়ক প্রকল্প গ্রহণ ডিআরআরএ-কে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রকল্পটি একটি মহৎ উদ্যোগ।
এটি যথাযথ বাস্তবায়ন হলে প্রতিবন্ধী ব্যক্তি ও এলাকার জন্য উপকার বয়ে আনবে।
তিনি এ ধরনের ভালো উদ্যোগকে সবসময় সাধুবাদ জানাবেন এবং সহযোগিতা করবেন বলে জানান। বিজ্ঞপ্তি
মহানগর