নিজস্ব প্রতিনিধি, টেকনাফ »
টেকনাফের হ্নীলা ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা অফিস থেকে ইনচার্জ আমান ওয়াহিদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের সিকদার প্লাজার ২য় তলায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং হ্নীলা শাখা অফিসের তালা ভেঙে অফিসের ইনচার্জ আমান ওয়াহিদ (৩০) এর অচেতন দেহ উদ্ধার করা হয়। এরপর তাকে হ্নীলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমান ওয়াহিদ সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল পাড়া এলাকার মৌলভী ছৈয়দ আহমদের তৃতীয় পুত্র। মৃত্যুকালে স্ত্রী, মা-বাবা, ৪ ভাই, ৫ বোনসহ আত্নীয় স্বজন রেখে যান।
জুন ক্লোজিং, করোনা আতঙ্ক ও যানবাহন সংকটের কারণে তিনি গত ২/৩দিন ধরে বাড়িতে যাননি। ওই রাতে তিনি হ্নীলা স্টেশনের বৈশাখী হোটেল থেকে খাবার খাওয়ার সময় হঠাৎ মাথাব্যথা অনুভব করেন। তিনি দ্রুত এজেন্ট ব্যাংকিং হ্নীলা শাখা অফিসে অবস্থান নেন। সকাল পৌনে ১০টায় অফিস না খোলায় হোটেলের লোকজন ডাকাডাকি শুরু করে। এতে কোন ধরনের সাড়া শব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষ তালা ভেঙে অফিসের ভেতরে ঢুকে দেওয়ালে ঠেস দেওয়া অবস্থায় দেখতে পায়। স্থানীয়রা ধারণা করছেন, হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।
এ মুহূর্তের সংবাদ