সায়েমের হ্যাটট্রিক
নিজস্ব ক্রীড়া প্রতিবেদক »
চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে এলিট পেইন্ট এন্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় রাবেয়া সিরাজ কিশোর ফুটবল লিগের (অনূর্ধ্ব-১৫) দ্বিতীয় দিনের খেলায় জয় পেয়েছে ফিরিঙ্গীবাজার লাকী স্টার ক্লাব ও কিষোয়াণ স্পোর্টস ক্লাব। গতকাল (২৯ আগস্ট) এম এ আজিজ স্টেডিয়ামে বিকেলে দুপুরে দিনের প্রথম খেলায় লাকী স্টার আবু সায়েমের হ্যাটট্রিকের সুবাদে ৭-০ গোলে চট্টগ্রাম বন্দর ক্রীড়া সমিতিকে (সাদা) পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে সাগর, রনি, নাকিবুর ও তাহা মাহমুদ ১টি করে গোল করেন। মাদারবাড়ী শোভনীয়া ক্লাব ও কিষোয়ান স্পোর্টস ক্লাবের মধ্যকার বিকেলের প্রতিদ্বন্দ্বিতাপূর্ন খেলায় নির্ধারিত ৭০ মিনিটে দুই দলই গোলের সুযোগ করেও জালের ঠিকানা খুঁজে পায়নি। শেষ পর্যন্ত টাইব্রেকারে গড়ালে কিষোয়াণ স্পোর্টস ৪-২ গোলে জয়লাভ করে। এতে তারা ’খ’ গ্রুপে দুই পয়েন্ট পেয়েছে। আর ড্র করায় শোভনীয়া ১ পয়েন্ট লাভ করে। টাইব্রেকারে কিষোয়াণ স্পোর্টসের জাশেদ, সাঈদ, সাদমান ও রবিউল আউয়াল এবং শোভনীয়ার মাহিদুল ও ইমন গোল করেন। আর ইয়াসিনের শট কিাশোয়াণ বদলি কিপার আনাসুল প্রতিহত করেন এবং শাহাদাতের শট সাইডবারের নিচের লেগে প্রতিহত হয়। আজ তৃতীয় দিনও দুটি খেলা অনুষ্ঠিত হবে। এতে সাউথ এন্ড ক্লাব-পটিয়া আবদুস সোবহান ফুটবল ক্লাব (দুপুর ২টা ৩০) এবং চান্দগাঁও স্পোটিং ক্লাব-আগ্রাবাদ নওজোয়ান গ্রিন (বিকেল ৪টায়) প্রতিদ্বন্দ্বিতা করবে।