সুপ্রভাত ক্রীড়া ডেস্ক
গত রোববার সন্ধ্যায় বাংলাদেশি গণমাধ্যমর্কীদের মোবাইলে জাতীয়দলের সাবেক কোচ জেমি ডে’র বিশাল বার্তা। যার সারমর্ম-তার পাওনা পরিশোধ না করায় ফিফা বাংলাদেশকে ডেভেলপমেন্ট খাতে যে অনুদান দিয়ে থাকে তা স্থগিত করে দিয়েছে। জেমি বিষয়টি নিয়ে সংবাদ প্রচারের জন্যও অনুরোধ করেছেন। তবে বাফুফে বলেছে, জেমির পাওনা পরিশোধের বিষয়টি প্রক্রিয়াধীন। ফিফা কোনো ফান্ড স্থগিত করেনি। খবর জাগোনিউজ’র
জেমি ডে জানিয়েছেন, ‘২০২২ সালের ২৭ ডিসেম্বরের মধ্যে আমার পাওনা দেওয়ার জন্য বাফুফেকে সময় বেঁধে দিয়েছিল ফিফা। কিন্তু বাফুফে ফিফার বেঁধে সময়ে আমাকে অর্থ দেয়নি। যার ফলে যতদিন পর্যন্ত না ফিফার সিদ্ধানুযায়ী আমার বকেয়া না দেবে, ততদিন পর্যন্ত ফুটবল উন্নয়নের জন্য যে অর্থ পেতো, তা পাবে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন।’
২০২১ সালের অক্টোবরে মালদ্বীপে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপের আগে জেমি ডে’কে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছিল বাফুফে। তখন তার বকেয়া পাওনা পরিশোধ করেনি ফেডারেশন। আলোচনার মাধ্যমে সফল না হওয়ায় ফিফার দ্বারস্থ হয়েছেন এই ইংলিশ কোচ।
ফিফা থেকে চূড়ান্ত রায় জেমির পক্ষে যায় এবং ফিফা জরিমানাসহ জেমির পাওনা পরিশোধের জন্য বাফুফেকে সময় বেঁধে দেয়। এ বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ বলেছেন, ‘জাতীয় ফুটবল দলের প্রাক্তন কোচ জেমি ডে’র বেতনভাতা প্রদানের বিষয়ে ফিফার যে নির্দেশনা আছে তা পালনের বিষয়টি প্রক্রিয়াধীন। আমরা যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের অনুমতি পেলেই জেমির সমুদয় পাওনা পাঠিয়ে দেবো।’
ফিফা বাংলাদেশের ডেভেলপমেন্ট খাতের অনুদান বন্ধ করে দিয়েছে বলে জেমি ডে বাংলাদেশের গণমাধ্যমে যে বার্তা পাঠিয়েছেন সেটাকে অসত্য বলেছেন বাফুফে সাধারণ সম্পাদক ‘আমরা ফিফা থেকে যেসব ফান্ড পাচ্ছি তা অব্যাহত আছে। সব ফান্ডই আমরা সময়মতো পাচ্ছি। জানুয়ারি মাসের ফান্ডও পেয়ে গেছি।’