নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম জেনারেল হাসপাতালে মারা গেলেন আরো দুইজন। হালিশহর ও আকবরশাহ এলাকার এই দুই বাসিন্দা করোনা চিকিৎসায় ভর্তি ছিলেন হাসপাতালে। তাদের একজন মঙ্গলবার মধ্যরাতের পর ও অপরজন বুধবার ভোরে মারা গেছেন।
জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আবদুর রব বলেন, ‘মারা যাওয়া দুই জনই করোনা পজিটিভ ছিল। এদের মধ্যে একজন করোনা ও ডেঙ্গু উভয় রোগে আক্রান্ত ছিল।’
কোন ব্যক্তি উভয় রোগে আক্রান্ত ছিলেন জানতে চাইলে ডা. আব্দুর রব বলেন, ‘আকবরশাহ এলাকার উত্তম বড়–য়া নামক রোগীটি দুই দিন আগে আমাদের এখানে ভর্তি হন। এর আগে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। করোনা পজিটিভ হওয়ার পর সেখান থেকে এখানে পাঠানো হয়। ডেঙ্গু ও করোনা উভয় রোগে আক্রান্ত হলে টিকে থাকা কঠিন হয়ে যায়। আর এক্ষেত্রে তাই হয়েছে।’
উল্লেখ্য, চট্টগ্রামে এপর্যন্ত ৯৭৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এরমধ্যে বেশিরভাগ রোগী বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছে। অপরদিকে এপর্যন্ত ১২৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং মারা গেছেন ৪৪ জন।
এ মুহূর্তের সংবাদ


















































