স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রস্তুতি সভায় আমির খসরু
‘চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের একটি বড় স্তম্ভ। এই স্থ’ানের গুরুত্ব দেশের মানুষের কাছে অনেক বেশি। কারণ শহীদ জিয়া এখান থেকেই বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছিলেন। জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দেশে ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আওয়ামী লীগ বা বিএনপি কেউ চাইলেই ইতিহাস পরিবর্তন করতে পারবে না। ইতিহাস লিখেন ইতিহাসবিদরা। রাজনীতিবিদরা ইতিহাস রচনা করলে সেটা হয় প্রোপাগান্ডা।’
গতকাল বৃহস্পতিবার দুপুরে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে মাঠে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বিভাগীয় সমন্বয় কমিটির উদ্যোগে কালুরঘাট বেতার কেন্দ্রে শ্রদ্ধা জ্ঞাপন কর্মসূচি সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বিভাগীয় সমন্বয় কমিটির আহ্বায়ক আমির খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি সব সময় জনগণের কথা চিন্তা করে। তাই করোনার কারণে শান্তিপূর্ণভাবে ২৭ মার্চ শহীদ জিয়ার স্মৃতিবিজড়িত কালুরঘাট বেতার কেন্দ্রে বিএনপি শ্রদ্ধা জ্ঞাপন কর্মসূচি পালন করবে।
বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন, চট্টগ্রাম বিভাগীয় সমন্বয় কমিটির সদস্য সচিব মাহবুবের রহমান শামীম’র পরিচালনায় বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, ড. সুকোমল বড়–য়া, এস এম ফজলুল হক, নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, শাহজাহান চৌধুরী, এ এম নাজিম উদ্দিন, জালাল উদ্দিন মজুমদার, হারুন উর রশিদ, বেলাল আহমদ, আবদুল ওয়াদুদ ভূঁইয়া, শাহাব উদ্দিন শাবু, আবুল হাশেম বক্কর, আবু সুফিয়ান, উদয় কুসুম বড়–য়া, কাজী মফিজুর রহমান, মশিউর রহমান বিপ্লব, শেখ ফরিদ বাহার, মো. শাহ আলম, জাবেদ রেজা, মোস্তাক আহমদ খান, আলাল উদ্দিন আলাল, দিপন তালুকদার, এম এন আবছার, এম এ আজিজ, এস এম সাইফুল আলম, এস কে খোদা তোতন, নাজিমুর রহমান, কাজী বেলাল উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন, মো. শাহ আলম, ইসকান্দর মীর্জা, আবদুল মান্নান, সংসদ সদস্য পদপ্রার্থী এনামুল হক এনাম, নুরুল আমিন চেয়ারম্যান, শহীদুল হক ভূঁইয়া ফরহাদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা ও মহানগরের সভাপতি-সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি