নিজস্ব প্রতিনিধি, পটিয়া :
জাতীয় মহিলা সংস্থার নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রামের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও পটিয়ার বাসিন্দা চেমন আরা তৈয়ব। তাকে দুই বছরের জন্য এ নিয়োগ দিয়ে মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এক আদেশ জারি করে।
‘জাতীয় মহিলা সংস্থা আইন, ১৯৯১’ অনুসারে তাকে এই নিয়োগ দিয়ে আদেশে বলা হয়, মেয়াদ শেষ হওয়ার আগে সরকার ইচ্ছা করলে যেকোনো সময়ে এ মনোনয়ন বাতিল করতে পারবে। তিনি নিজেও পদত্যাগ করতে পারবেন।
চেমন আরা তৈয়ব ২০০৮ সালে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০১৭ সালে চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। গত ১৬ মে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মমতাজ বেগম মারা যান। তার স্থলাভিষিক্ত হলেন চেমন আরা তৈয়ব।
সাবেক সংসদ সদস্য চেমন আরা তৈয়ব জানিয়েছেন, জাতীয় মহিলা সংস্থা চট্টগ্রাম জেলার চেয়ারম্যানের দায়িত্বে থাকাকালীন দুই মাসের মাথায় সংস্থার চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নির্বাচিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্টদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।