জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার দুপুর ২টার দিকে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল নগরীর চকবাজারস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
নগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এয়াকুব হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও নগর জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব সোলায়মান আলম শেঠ। বিশেষ অতিথি ছিলেন নগর জাতীয় পার্টির সহ-সভাপতি আবু জাফর মাহমুদ কামাল, মো. সালামত আলী।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নগর জাতীয় পার্টির সহ-সভাপতি মো. আলী, ছগির আহমদ সোহেল উত্তর জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মেজবাহ উদ্দীন আকবর নগর জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আলী ইমরান চৌধুরী, শেখ আখতার সাংগঠনিক সম্পাদক মো. জহুর উদ্দীন জহির যুগ্ম সাংগঠনিক সম্পাদক আবদুল কাদের, ইঞ্জি. ইরশাদুল হক সিদ্দিকী, রাশেদুল হক খোকন দপ্তর সম্পাদক ছবির আহমদ, প্রচার সম্পাদক ফজলে হাসান শাহিন, যুগ্ম প্রচার সম্পাদক মো. ফারুক হোসেন আপন যুবসংহতি প্রস্তাবিত কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম মহিলা পার্টির আহ্বায়ক সুলতানা রহমান সদস্য সচিব রোকেয়া সুলতানা কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আতা-ই-রাব্বী তানভীর, যুবনেতা আক্কাছ উদ্দীন, সমীর সরকার, সাকির হোসেন, গোলাম কিবরিয়া, নুরুল হুদা জুজু, মাইনউদ্দীন জসিম, আব্দুর রব, আশিকুর রহমান, মো. হাসান, মাহাথির মো. সেলিম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে সোলায়মান আলম শেঠ বলেন, আজকের এই আধুনিক বাংলার রূপকার পল্লীবন্ধু এরশাদ। এরশাদের অসংখ্য উন্নয়ন ও উন্নয়নমূলক কার্যক্রমের সুফল জনগণ এখনো ভোগ করছে। দেশের নাগরীকদের সত্যিকারের গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠায় পল্লীবন্ধুর হাতে গড়া জাতীয় পার্টিকে আবারো ক্ষমতায় আনতে হবে। অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা এহসানুল হক।
উত্তর জেলা জাতীয় পার্টি
জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু এরশাদের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা জাতীয় পার্টির উদ্যোগে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল গতকাল অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও উত্তর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সফিক উল আলম চৌধুরী।
কদম মোবারক জামে মসজিদে বাদে জোহর থেকে কোরআন খতম ও বাদে আসর অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে ভিডিও কনফারেন্সে অংশ নেন উত্তর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর জেলা জাতীয় পাটির সাবেক আহ্বায়ক শায়েস্তা খান চৌধুরী, উত্তর জেলা আহ্বায়ক কমিটির সদস্য মেজবাহ উদ্দিন আকবর, ফটিকছড়ি উপজেলার আহ্বায়ক এম এ হাশেম, সাবেক সহ-সভাপতি মো. ফারুক, সীতাকু-’র সদস্য ওমর ফারুক ও কাজী বোরহান, যুব সংহতির আহ্বায়ক আবুল কালাম আজাদ, স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক একে চৌধুরী লিটন, ছাত্র সমাজের আহ্বায়ক মাসুদ অর রশিদ, যুব নেতা রবিউল হোসেন রাফাত, মেহেরাব হোসেন মিসকাত প্রমুখ। বিজ্ঞপ্তি
জাতীয় পার্টিকে আবারো ক্ষমতায় আনতে হবে
স্মরণসভায় সোলায়মান আলম শেঠ