নিজস্ব প্রতিবেদক »
নগরীর কোতোয়ালী থানার জহুর হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের ১০টি গাড়ি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত গতকাল রাত ১১টায় আগুন নেভানোর কাজ করছিল ফায়ার সার্ভিস। রাত সাড়ে ৯টায় মার্কেটে আগুন লেগেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি স্টেশন থেকে ১০টি গাড়ি দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। আগুনের সূত্রপাত তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
তবে জহুর হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মো. ফজলুল আমিন জানিয়েছেন, শুক্রবার মার্কেট বন্ধ ছিল। দারোয়ানেরা জানিয়েছেন, হঠাৎ করে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন জানিয়েছেন, লালদীঘির পাড় থেকে জুবিলি রোড পর্যন্ত প্রায় আধা কিলোমিটার দীর্ঘ হকার্স মার্কেটের মাঝামাঝিতে আদালত ভবনের পাহাড়সংলগ্ন দোকান ও গুদামে আগুন লেগেছে। দোকান ও গুদামগুলোর প্রায় সবই সেমিপাকা।