নিজস্ব প্রতিবেদক
ঈদুল আজহার ছুটি শেষে খুলেছে সরকারি ও বেসরকারি অফিস। টানা চার দিনের ছুটিতে ঈদ আনন্দ শেষে ফের চট্টগ্রামে ফিরছে মানুষ। গতকাল সকাল ও বিকেলে রেলস্টেশন ও একে খান বাসকাউন্টারে দেখা গেছে ভিড়। এছাড়াও ভিড় দেখা গেছে নতুন ব্রিজ, কাপ্তাই রাস্তার মাথা, বহদ্দারহাট, সিনেমা প্যালেস, অক্সিজেন মোড়, অলংকার মোড় এলাকায়। বাড়ি থেকে ফিরতে এবার কোথাও ঝক্কি-ঝামেলা পোহাতে হয়নি বলে দাবি করেছেন যাত্রীরা।
নগরে ফেরা যাত্রীরা জানান, রোববার (২ জুলাই) থেকে সরকারি অফিস-আদালতসহ বেসরকারি অফিস খুলেছে। তবে পোশাক-কারখানা ও স্কুল-কলেজের ছুটি শেষ হতে বাকি রয়েছে আরও দুইদিন। ফলে পালা করে নগরে ফিরছে মানুষ। এ কারণে বাসের টিকেট পেতে কোনো সমস্যা হয়নি। এছাড়া অনলাইন টিকেটিং সুবিধা থাকায় মানুষ সুবিধামতো সময়ে টিকেট কেটে নগরে ফিরছেন।
কিশোরগঞ্জ থেকে চট্টগ্রামে ফেরা বেসরকারি ব্যাংকের কর্মকর্তা জুনায়েদ বলেন, ‘রোববার ব্যাংক খোলা। তাই শনিবার রাতের বাসে চট্টগ্রামে ফিরতে হয়েছে। তবে এবার টিকেট কাটা থেকে চট্টগ্রাম আসা পর্যন্ত কোথাও কোনো ভোগান্তি দেখিনি। রাস্তাঘাটও ফাঁকা থাকায় নির্ধারিত সময়ে চলে আসতে পেরেছি। আর বাচ্চাদের স্কুল বন্ধ থাকায় ৬ জুলাই আমার স্ত্রীসহ বাচ্চাদের জন্য টিকেট কেটে দিয়েছি। তারা কয়েকটা দিন ছুটি কাটিয়ে আসবে।’
ট্রেনে করে ঢকা থেকে চট্টগ্রাম ফিরেছেন সরকারি চাকরিজীবী হাসানুজ্জামান। তিনি বলেন, ‘নির্ধারিত ছুটি শেষে সঠিক সময়ে অফিসে উপস্থিত হতে হয়। আজ (রোববার) সকাল থেকে যেহেতু সবাই আসছে তাই ট্রেনে ভিড় একটু বেশি। তবে জার্নিতে কোনো সমস্যা হয়নি।’
এ নিয়ে চট্টগ্রাম রেলস্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরী বলেন, ‘ শনিবার থেকেই মানুষ আসতে শুরু করেছে। সবাই নিজেদের সুবিধামতো সময়ে টিকেট কেটে বাড়ি থেকে ফিরে আসছেন। আগামী ৬ জুলাই পর্যন্ত এ ভিড় থাকবে বলে আশা করছি।’