সিপিবি’র সমাবেশ
‘বর্তমানে চালের দাম বৃদ্ধি অতীতের সমস্ত রেকর্ডকে ছাড়িয়ে গেছে। পেঁয়াজের দামও প্রতিনিয়ত উঠা নামা করছে। বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থ। তাই অবিলম্বে চাল, পেঁয়াজ ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো, মজুতদার, চোরাকারবারি, কালোবাজারি ও মূল্যবৃদ্ধির হোতাদের বিচার এবং খোলাবাজারে ন্যায্যমূল্যে সরকারি উদ্যোগে চাল ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করতে হবে। নগরীর সিনেমা প্যালেস মোড়ে গতকাল মঙ্গলবার বিকাল ৪ টায় সিপিবি চট্টগ্রাম জেলার উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা এসব কথা বলেন। সিপিবি সম্পাদকম-লীর সদস্য অধ্যাপক কানাই লাল দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক অশোক সাহা, সম্পাদকম-লীর সদস্য নুরুচ্ছাফা ভূঁইয়া, অমৃত বড়ুয়া, রেখা চৌধুরী, প্রদীপ ভট্টাচার্য, অমিতাভ সেন প্রমুখ। বক্তারা বলেন, ‘চালের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে মেহনতি ও নিম্ন আয়ের মানুষ আজ চরম দুর্ভোগে। নেতৃবৃন্দ বলেন, চালকলের মালিক এবং পাইকারি ব্যবসায়ীরা যোগসাজশে চালের দাম বাড়িয়েছে। এদের সহযোগিতা করেছে দুর্নীতিবাজ একটি চক্র। অসৎ সিন্ডিকেট চালের দাম বাড়িয়ে দেশের মানুষের কাছ থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে’।
চালের দাম নিয়ন্ত্রণে ব্যর্থতায় ক্ষোভ প্রকাশ করে নেতৃবৃন্দ কৃত্রিমভাবে চালের দাম বৃদ্ধির জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সেই সাথে কোনো দুষ্টচক্র যাতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ে কারসাজি করতে না পারে সেজন্য চালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার নিয়ন্ত্রণে সরকার এবং টিসিবিকে মূখ্য ভূমিকা নেয়ার দাবি জানান। বিজ্ঞপ্তি