নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামে টিকা গ্রহণের সংখ্যা আড়াই লাখ ছাড়িয়ে গেল। প্রতিদিন টিকা নেওয়ার সংখ্যা বাড়ছে। টিকাদান কর্মসূচির চতুর্থ সপ্তাহে গতকাল শনিবার টিকা নিয়েছেন ১৪ হাজার ১১৯ জন। এতে টিকা গ্রহীতার সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৬ হাজার ৫১ জন। এর মধ্যে নগরীতে ১ লাখ ২৭ হাজার ২৩২ জন এবং উপজেলায় ১ লাখ ২৮ হাজার ৮১৯ জন।
শনিবার পর্যন্ত চট্টগ্রামে টিকার জন্য নিবন্ধন করেছে ৩ লাখ ৮৪ হাজার ৭৫০ জন। এর মধ্যে নগরীতে ২ লাখ ৯ হাজার ৩৩১ জন এবং উপজেলায় ১ লাখ ৭৫ হাজার ৪১৯ জন। শনিবার চট্টগ্রামে টিকা নেওয়া ১৪ হাজার ১১৯ জনের মধ্যে নগরীতে ৭ হাজার ৯৫৩ জন এবং ১৪ উপজেলায় ৬ হাজার ১৬৬ জন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে চট্টগ্রামের ১৪টি উপজেলার ৬ হাজার ১৬৬ জনের মধ্যে লোহাগাড়ায় ১৭০ জন, রাঙ্গুনিয়ায় ৩৩০ জন, ফটিকছড়িতে ১৬০ জন, বাঁশখালীতে ২৫০ জন, আনোয়ারায় ৩৮৫ জন, সীতাকুণ্ডে ৮০২ জন, সাতকানিয়ায় ৩২০ জন, রাউজানে ৭৯৫ জন, মিরসরাইয়ে ৫৮৬ জন, চন্দনাইশে ৩৩৬ জন, বোয়ালখালীতে ৩৬৬ জন, হাটহাজারীতে ৭২০ জন, সন্দ্বীপে ২০৬ জন এবং পটিয়ায় ৭৪০ জন টিকা গ্রহণ করেন।