মিরসরাই প্রতিনিধি »
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে স্বতন্ত্রপ্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিনের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন।
আজ রোববার (৩ ডিসেম্বর) মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে তার মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করা হয়।
মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা মাহফুজা জেরিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্বতন্ত্রপ্রার্থীর ক্ষেত্রে মোট ভোটারের এক শতাংশের স্বাক্ষর নির্বাচন কমিশনে জমা দিতে হয়। এ আসনে ৩ লাখ ৬৬ হাজার ৫২৫জন ভোটারের মধ্যে এক শতাংশ ৩ হাজার ৬৬৫ জন ভোটারের স্বাক্ষর স্বতন্ত্রপ্রার্থী নির্বাচন কমিশনে জমা দিয়েছেন। কমিশনের নির্দেশনা অনুযায়ী, স্বাক্ষর দেওয়া ভোটারের মধ্যে ১০ জন ভোটার সম্পর্কে যাচাই বাচাই করে ৩ জন ভোটার দেশের বাইরে থাকার প্রমাণ পাওয়ায় ওনার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা মাহফুজা জেরিন বলেন, মোট ৮জন প্রার্থীর মনোনয়পত্র যাচাই বাচাই করা হয়। তারমধ্যে ৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। শুধুমাত্র একজনের মনোনয়ন বাতিল হয়েছে।