চট্টগ্রাম মহানগরের প্রধান জনসমাগমস্থল শতবর্ষী বৃক্ষ, পাহাড়-উপত্যকা বেষ্টিত ও প্রাণি বৈচিত্র্যের কেন্দ্র সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং (সিআরবি) এলাকায় হাসপাতাল নির্মাণ এখানকার ঐতিহ্য ও প্রাকৃতিক বৈশিষ্ট্য ধ্বংস করবে। গতকাল বিকেল চারটায় সিআরবি সাত রাস্তার মোড়ে চট্টগ্রাম সাংস্কৃতিক পরিষদের মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।
বক্তারা বলেন, সিআরবির শিরীষ তলায় বাঙালি সংস্কৃতির চিয়ায়ত অনুষঙ্গ পহেলা বৈশাখের বর্ষবরণ উৎসব আয়োজিত হয়। পাশাপাশি শিরীষ তলায় অন্যান্য সাংস্কৃতিক আয়োজনও হয়ে থাকে। সিআরবি এলাকায় বাণিজ্যিক হাসপাতালসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ হলে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনও হুমকির মুখে পড়বে। তাই সিআরবি এলাকা নয় বরং এমন কোনো স্থানে হাসপাতাল নির্মাণ করা হোক যেখানে প্রকৃতি ও পরিবেশের কোন রূপ ক্ষতি সাধন হবে না। পরিষদের কর্মকর্তা ও ইকো ফ্রেন্ডস’র সভাপতি উত্তম কুমার আচার্য্য’র সভাপতিত্বে এবং পরিষদের সাধারণ সম্পাদক শহীদ ফারুকীর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, জার্মান ইন্সিটিউট অব অল্টারনেটিভ এনার্জি’র বাংলাদেশ প্রতিনিধি করোনা যোদ্ধা প্রকৌশলী জ্যোতির্ময় ধর, নাট্যকার আব্দুর রহিম, সহ-সাধারণ সম্পাদক সাইফ আজাদ, সাংবাদিক বিশ্বজিৎ পাল, সাংবাদিক সরোজ আহামেদ, বিপ্লব চক্রবর্তী তুহিন, শিল্পী জুলেখা বেগম জুলি, শিল্পী সৈয়দ শাকিল আরাফাত প্রমুখ। বিজ্ঞপ্তি
মহানগর