চট্টগ্রাম জেলার ৩০৪ বীর মুক্তিযোদ্ধা পেলেন ঈদ উপহার

নিজস্ব প্রতিবেদক »

নগরীতে জেলা প্রশাসনের উদ্যোগে কোভিড-১৯ জনিত উদ্ভূত পরিস্থিতিতে লকডাউন চলাকালীন সময়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিটের অধীন ১৪টি উপজেলার ৩০৪ জন বীর মুক্তিযোদ্ধার মাঝে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। গতকাল সোমবার বিকেল ৩টায় নগরীর রউফাবাদস্থ নতুন মুক্তিযোদ্ধা ভবনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপহার সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।
উপহার সামগ্রীর মধ্যে ছিল ১টি লুঙ্গি, ২০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ ও ১ লিটার সয়াবিন তেল।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস.এম জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্টাফ অফিসার টু ডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক, এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিটের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা একেএম সরোয়ার কামাল দুলু, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আহমেদ হোসেন, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বদিউজ্জামান, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন, সাংস্কৃতিক কমান্ডের আহ্বায়ক আবদুস সালাম সওদাগর, সাতকানিয়া কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, রাঙ্গুনিয়া কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খায়রুল বশর, হাটহাজারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম, এম.এ ফাউন্ডেশনের সভাপতি নাইমর আশরাফ অভি প্রমুখ।
উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সম্পদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোভিড পরিস্থিতিতেও বীর মুক্তিযোদ্ধাদের সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছেন। তাদের মাঝে প্রধানমন্ত্রী প্রদত্ত উপহার সামগ্রী প্রদান করা হচ্ছে। কোন বীর মুক্তিযোদ্ধা সমস্যায় আছে কি না, তা নজরদারি করার জন্য তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন। সমাজের অবহেলিত ও কর্মহীন অস্বচ্ছল মানুষকে সরকারি সহায়তার আওতায় আনা হয়েছে। লকডাউনে একেবারে কর্মহীন হয়ে পড়া মানুষের সহায়তায় সরকারের পাশাপাশি সমাজের ধনার্ঢ্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।