সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »
সাকিব আল হাসানের নজর দাবার বোর্ডের দিকে। প্রতিপক্ষ তারই তুরুপের তাস মেহেদি হাসান মিরাজ। হিমাচল প্রদেশ থেকে চেন্নাইয়ের ফ্লাইটে এমন একটি ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইংল্যান্ডের রান পাহাড়ে পিষ্ট হওয়ার পরদিন এমন একটি ছবি যেন বার্তা দিচ্ছে, ‘হারে ভেগে পড়া নয়, ঘুরে দাঁড়াতে প্রস্তুত বাংলাদেশ!’
গতকাল বুধবার হিমাচল থেকে চাটার্ড ফ্লাইটে চেন্নাই পৌঁছায় সাকিবের দল। ইংল্যান্ডের বিপক্ষে ১৩৭ রানে হারের পর এবার লাল সবুজের দলের সামনে নিউ জিল্যান্ড পরীক্ষা। আগামীকাল (১৩ অক্টোবর) দুপুর আড়াইটায় চিপকে কেন উইলিয়ামসনের দলের মুখোমুখি হবে বাংলাদেশ। খবর রাইজিংবিডি’র।
ধর্মশালায় বাংলাদেশের শুরুটা হয়েছিল আফগানিস্তানের বিপক্ষে দারুণ এক জয়ে। একই মাঠে দ্বিতীয় ম্যাচ ছিল ইংলিশদের বিপক্ষে। সেই ম্যাচে ব্যাটিং-বোলিংয়ে ছিল শুধু ব্যর্থতার মিছিল। তবে লিটন দাসের রানে ফেরা টিমের জন্য ছিল স্বস্তির বিষয়।
হিমাচল থেকে চেন্নাইয়ের কন্ডিশন ভিন্ন। গরমের সঙ্গে মন্থর উইকেট। বলা যায় বাংলাদেশের জন্য আদর্শ। হোম অব ক্রিকেটে এমন কন্ডিশন-উইকেটে বহু জয়ের সাক্ষী বাংলাদেশ। তবে নিউ জিল্যান্ড ছেড়ে কথা বলবে না। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে পথচলা শুরু হয়েছিল তাদের, এরপর উড়িয়ে দিয়েছে নেদারল্যান্ডসকেও। এবার সামনে বাংলাদেশ।
তাইতো বাংলাদেশ অধিনায়ক সতর্ক। কিউইদের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় দেখিয়ে জানিয়েছেন চেন্নাইয়ে কঠিন খেলা, ‘এটা লম্বা একটা টুর্নামেন্ট, চেন্নাইয়ে আমাদের কঠিন খেলা। নিউজিল্যান্ড বেশ ভালো খেলছে। আমাদের আসলে সামনে এগিয়ে যেতে হবে, সঠিক কাজ করতে হবে এবং ম্যাচ বাই ম্যাচ এগোতে হবে।’