জিইসি সিপিআরসিতে গ্রাম ডাক্তার কল্যাণ সমবায় সমিতি খুলশী থানার সম্মেলন ও বৈজ্ঞানিক সেমিনার গ্রাম ডা. আর হোসেন সাগারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের নিউরো ডিস্যাবিলিটি রিহ্যাব ও স্পোর্টস ফিজিওথেরাপি বিশেষজ্ঞ কামরুজামান (পিটি)।
তিনি বলেন চট্টগ্রামের সিপিআরসি ফিজিওথেরাপি ও রিহ্যাব সেন্টার জিইসি শাখায় সংযোজন হলো অত্যাধুনিক শক ওয়েব থেরাপি। এই চিকিৎসার ফলে রোগীরা জটিল ব্যাথা ও খেলাধুলার আঘাত জনিত সমস্যা থেকে অতি অল্প সময়ে সমাধান পাবেন। প্রধান বক্তা ছিলেন গ্রাম ডাক্তার কল্যাণ সমবায় সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গ্রাম ডা. রতন কুমার নাথ। বিশেষ অতিথি ছিলেন খুলশী থানার সভাপতি গ্রাম ডাক্তার কিশোর লাল কুরী, অনুপ কুমার নন্দি, ইয়াছিন আরাফাত।
বক্তব্য রাখেন গ্রাম ডাক্তার শিটন দাশ, মোফাজ্জল হোসেন, শীবু কুমার শর্মা, মো. শহিদুল ইসলাম, বিশ্বজিৎ ভট্টচার্য্য, হরিতোষ নাথ, মো. আবুল হাশেম প্রমুখ। বিজ্ঞপ্তি