সুপ্রভাত ডেস্ক »
ড. মো. এনামুল হক, উচ্চ ফলনশীল বোরো ধান ব্রি ৮৯ এর উদ্ভাবনের জন্য গবেষণায় (দলগত হিসেবে, তিনি দলনেতা) ২০২২ সালে একুশে পদক এর জন্য মনোনীত হয়েছেন। তাঁর সাথে ড. সাহানাজ সুলতানা (দলগত), ড. জান্নাতুল ফেরদৌস (দলগত) এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। তিনি বাংলাদেশ রাইস রিসার্চ ইন্সটিটিউটে (BRRI) বিজ্ঞানী (প্রধান, বায়োটেকনোলজি বিভাগ) হিসেবে কর্মরত আছেন।
ড. মো. এনামুল হক ইম্পেরিয়াল কলেজ লন্ডন থেকে প্ল্যান্ট বায়োটেকনোলজিতে পিএইচডি করেছেন। ইতিপূর্বে তিনি ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইন্সটিটিউট (IRRI) হতে প্রফেশনাল ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছিলেন।