দক্ষিণ জেলা শ্রমিক লীগের সমাবেশ
জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে দক্ষিণ জেলা জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল গতকাল সকাল ১০টায় অনুষ্ঠিত হয়।
সংগঠনের সহ সভাপতি মুহাম্মদ ইয়াছিন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুফিজুর রহমান। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইসলাম আহমেদ।
এতে বক্তব্য রাখেন সাইদুল ইসলাম টুটুল, জালাল উদ্দীন বাপ্পি, সাহাব উদ্দিন সিহাব, ইমরান পাটোয়ারী, মুহাম্মদ ইমরান। জাফর আহমেদ আরিফের সঞ্চালনায় সমাবেশ উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন ইরফানুল করিম আলা উদ্দিন আহাদ, আজগর আল পাপ্পু, আরিফ, মিরাজ, মেহেদি প্রমুখ। প্রধান অতিথি মফিজুর রহমান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু বাঙালি ইতিহাসের অবিচ্ছেদ্য নাম। বঙ্গবন্ধু বাঙালির হৃদয়ের মাঝে মিশে আছেন। পৃথিবী যতদিন থাকবে, বাঙালি যতদিন থাকবে বঙ্গবন্ধু ততদিন মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। তিনি ভাস্কর্য ভাংচুরকারীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ইঞ্জিনিয়ার ইসলাম আহমেদ বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা মাঠে থাকব। গণআন্দোলনের মাধ্যমে উগ্রবাদ ও জঙ্গিবাদকে প্রতিহত করা হবে। বিজ্ঞপ্তি