প্রতিবাদ সমাবেশে শহীদুল আলম শহীদ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪০ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে পথ শিশুদের মাঝে খাবার বিতরণকালে ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকনসহ নেতৃবৃন্দের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মো. শহীদুল আলম শহীদের নেতৃত্বে নতুন ব্রিজ সংযোগ সড়কে এক বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মো. শহীদুল আলম শহীদ বলেন, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের শীর্ষ নেতা ফজলুর রহমান খোকনের উপর হামলায় প্রমাণ হয় ছাত্রলীগ ক্যাম্পাসে কেউকে সম্মান কিংবা কোন সংগঠনের সহ অবস্থান চায় না। প্রতিটি শিক্ষা ক্যাম্পাসে সহ-অবস্থানই ছাত্ররাজনীতির মূল পাঠশালা। প্রতিটি ক্যাম্পাসে সন্ত্রাস বাদ দিয়ে সহ অবস্থান নিশ্চিত করতে হবে। এ ধরনের বর্বোরচিত হামলায় সারা দেশে ছাত্র সমাজ লজ্জিত ও বিস্মিত।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মতিউর রহমান রাসেল, শহীদুল ইসলাম সায়েম, এরশাদ উল্লাহ, মো. রায়হান, মো. মনজুর আলম, তারেকুল ইসলাম, উপজেলা ও পৌরসভা ছাত্রদল নেতা আরেফিন রিয়াদ, আব্দুস সবুর, মো. ইসমাইল, মো. তৈয়ব, আনিসুর রহমান আনাস, কামরুদ্দীন সবুজ, আমান উল্লাহ বাবু, মো, জোবায়ের, ফরহাদ হোসেন আসিফ, আতিকুর রহমান ইমন, বাহাদুর আলম, হাবিবুর রহমান, মাঈনুদ্দীন, মাহমুুদুল ইসলাম রহিত, এসএম হাসনাত, মো. সেকান্দর, মো. সাজ্জাদ, মাসুদুল ইসলাম, রিয়াজুল হাসান, জাবেদুল ইসলাম ফারুক, মো. সায়েম, আনোয়ারা কলেজ ছাত্রদল নেতা বোরহান উদ্দিন, শফিউল আলম, মোফাসেল হোসেন জুয়েল, এজে চৌধুরী কলেজ ছাত্রদল নেতা মো. হারুন উর রশিদ, ফরহাদুল ইসলাম হৃদয় প্রমুখ। বিজ্ঞপ্তি