সংবাদদাতা, আনোয়ারা »
আনোয়ারা উপজেলায় কৈখাইন নোয়া রাস্তার মাথা এলাকায় ইসহাক নামের এক কৃষকের বাঁশের ফাঁদে একটি মেছো বাঘ আটকা পড়েছে। গতকাল বুধবার মেছো বাঘটি উদ্ধার করে উপজেলা প্রশাসনের কাছে নিয়ে আসে স্থানীয়রা।
স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে হাঁস-মুরগি নিখোঁজ হতে থাকায় মোহাম্মদ ইসহাক নামের এক কৃষক তার বাড়ির পাশে বাঁশ দিয়ে ফাঁদ তৈরি করেন। মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় মেছো বাঘটি ওই ফাঁদে আটকা পড়ে। পরে এটি উপজেলায় নিয়ে আসলে সেখান থেকে বন বিভাগের কর্মকর্তারা মেছো বাঘটিকে নিয়ে যায়।
বাঁশখালীর জলদির রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান বলেন, আনোয়ারা থেকে স্থানীয়দের সহায়তায় শাবকসহ মেছো বাঘটিকে উদ্ধার করা হয়েছে। মেছো বাঘটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সংরক্ষিত বনে অবমুক্ত করা হবে বলে জানান তিনি।