নিজস্ব ক্রীড়া প্রতিবেদক »
চট্টগ্রাম প্রিমিয়ার লিগের ২০২১ সালের আসরে বর্তমান চ্যাম্পিয়ন কাস্টমস স্পোর্টস ক্লাব শুভ সূচনা করেছে। এম এ আজিজ স্টেডিয়ামে গতকাল বিদ্যুৎ বিভ্রাটে বিঘিœত উদ্বোধনী খেলায় তারা কাননের হ্যাটট্রিকে ৪-০ গোলে নবাগত জেলা পুলিশ একাদশের বিরুদ্ধে জয়লাভ করে। অপর গোলটি করেন বদলি রফিকুল। ম্যাচসেরা কাননের হাতে ক্রেস্ট তুলে দেন সাবেক কৃতি ফুটবলার দিপক বড়–য়া। শুরু থেকে সমানতালে খেলতে থাকে দুই দল। তবে আক্রমণে এগিয়ে থেকে লিড নিতে সক্ষম হয় কাস্টমস ক্লাব। দুই সুযোগ হাতছাড়া হওয়ার পর ৩১ মিনিটে কাননের গোলে স্বস্তি পায় আনোয়ারের শির্ষ্যরা। বামপ্রান্ত থেকে কাননেন বা পায়ের দর্শনীয় শট পুলিশ দলের ডিফেন্ডার ও কিপারকে বোকা বানিয়ে জাল স্পর্শ করে (১-০)। এ গোলে শেষ হয় প্রথমার্ধ। এরপর দ্বিতীয়ার্ধে খেলা শুরুর সময় সন্ধ্যা হয়ে যায়। শুরুর আগেই ফ্লাডলাইটের বিভ্রাটে খেলা প্রায় ৪২ মিনিট পর মাঠে গড়ায়। কারিগরী ক্রটির কারণে এ অবস্থা হয়েছে বলে কর্মকর্তারা জানান। এসময় প্রাধান্য বিস্তার করে কাস্টমস আরো তিন গোল আদায় করে সহজতম জয় নিশ্চিত করে।
এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে একাধিক কর্মকর্তার উপস্থিতি এবং অতিথিদের দীর্ঘ সময় বক্তব্য দৃষ্টিকটু ঠেকেছে। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের যৌথ ব্যবস্থাপনায় এবং জিপিএইচ ইস্পাত লিমিটেডের পৃষ্ঠপোষকতায় জিপিএইচ ইস্পাত সিজেকেএস-সিডিএফএ প্রিমিয়ার ফুটবল লিগের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্পন্সর প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লিমিটেডের নির্বাহী পরিচালক শোভন শাহাবুদ্দিন রাজ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস ও সিডিএফএ সভাপতি এস এম শহীদুল ইসলাম। সিজেকেএস ফুটবল কমিটির সভাপতি উপ-পুলিশ কমিশনার বিজয় বসাকের সভাপতিত্বে ও সিডিএফএ সাধারণ সম্পাদক ওয়াহিদ দুলালের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠানের মিডিয়া এডভাইজার অভিক ওসমান, ডেপুটি ম্যানেজার মিডিয়া ফেরদৌস আরা, সিজেকেএস সহ-সভাপতি অ্যাডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী, দিদারুল আলম চৌধুরী, মো. হাফিজুর রহমান, সিডিএফএ সহ-সভাপতি নজরুল ইসলাম লেদু, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, মশিউর রহমান চৌধুরী, সিডিএফএ কোষাধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান, সিজেকেএস নির্বাহী সদস্য মোহাম্মদ ইউসুফ, গোলাম মহিউদ্দিন হাসান, হাসান মুরাদ বিপ্লব, নাছির মিঞা, প্রদীপ কুমার ভট্টাচার্য্য, রেখা আলম চৌধুরী, সিডিএফএ যুগ্ম সম্পাদক ইয়াসিন আরফাত, নির্বাহী সদস্য কাজী মো. জসিম উদ্দিন, সিজেকেএস-সিডিএফএ কাউন্সিলররা।
আজ দ্বিতীয় দিনের খেলায় সিটি কর্পোরেশন একাদশ ও বিসিআইসি ক্রীড়া সংসদ প্রতিদ্বন্দ্বিতা করবে।