সুপ্রভাত ডেস্ক »
আবারও বলিউডে পড়ছে করোনার থাবা। আক্রান্ত হয়েছেন বলিউড স্টার কারিনা কাপুর খান। একই সঙ্গে পজিটিভ ফল এসেছে তার প্রিয় বান্ধবী-অভিনেত্রী অমৃতা অরোরারও।
ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, আপাতত নিভৃতবাসেই থাকবেন তারা। বিগত কয়েক দিনে তাদের সংস্পর্শে যারা এসেছেন, তাদেরও করোনা পরীক্ষা করানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
দিন কয়েক আগেই কারিশমা কাপুর ও মালাইকা অরোরার সঙ্গে ঘরোয়া পার্টিতে দেখা গিয়েছিল আক্রান্ত দুজনকে। এছাড়াও গত সপ্তাহে সোনম কাপুর ও রিয়া কাপুরের সঙ্গে নৈশভোজ সেরেছিলেন কারিনা ও অমৃতা।
তাই তারাও টেস্ট করবেন বলে জানা গেছে। এদিকে, কারিনা কাপুর খানের করোনায় আক্রান্ত হওয়ার খবরের পরই মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে যে, যারা অভিনেত্রীর সংস্পর্শে এসেছেন, তারা যেন দ্রুত করোনা পরীক্ষা করান।