কক্সবাজার কুমিল্লা ও ফেনীর শুভ সূচনা

বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট শুরু

শেখ আহমদ ও অপুর হ্যাটট্রিক

 

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক »

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) বিভাগীয় পর্যায়ের উদ্বোধনী দিনকে আনন্দে রাঙিয়েছে কুমিল্লা জেলা। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে গতকাল প্রতিযোগিতা প্রথম দিনে বালক-বালিকা উভয় গ্রুপে জয় পেয়েছে কুমিল্লা জেলা। সকালে বঙ্গবন্ধু গোল্ডকাপে কক্সবাজার জেলা শেখ আহমদের হ্যাটট্রিকে ৪-০ গোলে ফেনী জেলার বিরুদ্ধে জয় পেয়ে শুভ সূচনা করে। অপর গোলটি আসে সালাউদ্দিনের পা থেকে। বঙ্গমাতা গোল্ডকাপে ফেনী জেলা ২-০ গোলে পরাজিত করে কক্সবাজার জেলাকে। গোল করেন আয়েশা ও জান্নাতুল। এদিকে দুপুরে বঙ্গমাতা গোল্ডকাপে দাপটে খেলে কুমিল্লার মেয়েরা ৩-০ গোলে লক্ষীপুর জেলাকে হারায়। তাদের পক্ষে আকলিমা, লাবণ্য ও নুসরাত গোল করেন। বিকেলে বঙ্গবন্ধু গোল্ডকাপেও কুমিল্লার ছেলেরা প্রভাব বিস্তার করে ৪-০ গোলে লক্ষীপুর জেলাকে পরাস্ত করে। এ খেলায় বিজয়ী দলের অপু একাই ৩ গোল করে হ্যাটট্রিক করেন। ১ গোল করেন হাসান। বঙ্গবন্ধু গোল্ডকাপের দলগুলোতে অধিক বয়সের বেশ কয়েকজন খেলোয়াড় খেলতে দেখা গেছে। তাদের বয়স ন্যুনতম ২৫ এর মত হবে। আজ সকালে (৯টা ৩০) বঙ্গবন্ধু বিভাগে  খাগড়াছড়ি-রাঙামাটি, চট্টগ্রাম সিটি কর্পোরেশন-নোয়াখালী জেলা (বিকেল ৪টা ৩০) এবং বঙ্গমাতা গোল্ডকাপে খাগড়াছড়ি-রাঙামাটি (সকাল ১১টায়), চট্টগ্রাম সিটি কর্পোরেশন-নোয়াখালী জেলা (বিকেল ৩টায়) প্রতিদ্বন্দ্বিতা করবে।

এর আগে বিকেল চারটায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি মো. কামরুল হাসান প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ওয়াহিদ দুলালের সঞ্চালনায় ও টুর্নামেন্ট কমিটির আহবায়ক অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন  ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) প্রকাশ কান্তি চৌধুরী বিশেষ অতিথি ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন মিডিয়া কমিটির প্রধান ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ সভাপতি আলী আব্বাস। উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. দোলোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নাজমুল হাসান, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস এম রশিদুল হক, বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মো. আলমগীর, সিজেকেএস সহ-সভাপতি দিদারুল আলম, মো. হাফিজুর রহমান, সিডিএফএ সভাপতি এস এম শহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মোজাফর আহমদ, বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শমিষ্ঠা রায়, সিজেকেএস যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম, মশিউর রহমান, টুর্র্নামেন্ট কমিটির সদস্য সচিব মনোরঞ্জন দে, সিডিএসএ নির্বাহী সদস্য আবু সামা বিপ্লব, আরিফুর রহমান, সিজেকেএস নির্বাহী সদস্য মো. ইউসুফ, মো. শাহজাহান, রেখা আলম, রেজিয়া বেগম ছবি, মহিউদ্দিন হাসান, হাসান মুরাদ বিপ্লব, নাছির মিয়া প্রমুখ।