স্বেচ্ছাসেবী সংগঠন ‘অনন্য বাংলাদেশ’ এর উদ্যোগে গতকাল বিকাল সাড়ে পাঁচটায় প্যারেড কর্নারস্থ হযরত টাকশাহ মিঞা (র.) এতিমখানায় এতিমদের মাঝে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘অনন্য বাংলাদেশ’ এর প্রতিষ্ঠাতা সভাপতি, সাতকানিয়া পৌরসভার মেয়র কবি মোহাম্মদ জোবায়ের, ‘অনন্য বাংলাদেশ’ এর নির্বাহী সভাপতি বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি’র রেজিস্ট্রার এ. এফ. এম. আখতারুজ্জামান কায়সার, সাধারণ সম্পাদক মোস্তফা হাকিম বিশ^বিদ্যালয় কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ নাজিম উদ্দীন, সহ-সভাপতি এডভোকেট রাশেদুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি মোহাম্মদ সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রশিদুল হাসান চঞ্চল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এনামুল হক, প্রচার সম্পাদক খাইরুল আবেদীন রনি, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মিনহাজ উদ্দিন চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক রিয়াদ হোসেন, সহ-সাহিত্য বিষয়ক সম্পাদক ফাহমিদ সিদ্দিকী, সহ-প্রচার সম্পাদক মাকসুদুর রহমান, সহ-পরিবেশ বিষয়ক সম্পাদক ইনতিসির চৌধুরী ইভান, সহ-শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাফকাতুর রহমান প্রমুখ।
করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, করোনা মহামারীকে নিয়ন্ত্রণের জন্য জনসচেতনতা খুবই গুরুত্বপূর্ণ। তাই সকলকে সুরক্ষা সামগ্রী ব্যবহারের মাধ্যমে করোনা থেকে দূরে থাকার জন্য সচেতন থাকতে হবে। বক্তারা আরো বলেন, এতিমরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদেরকেও প্রয়োজনীয় সহায়তা প্রদানের মাধ্যমে নিজ নিজ ক্ষেত্রে দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি করতে হবে। বক্তারা ‘অনন্য বাংলাদেশ’ এর মানবিক উদ্যোগে সকলের সহযোগিতা কামনা করেন। বিজ্ঞপ্তি
মহানগর