সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »
মে মাস শুরু হয়ে গেছে, আকাশে এতটুকু মেঘের দেখা নেই। তাপমাত্রা অস্বাভাবিক। ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। রোদের ঝাঁঝ যেন আগুনের লেলিহান শিখা। এই গরমে জীবন ওষ্ঠাগত। তার মধ্যে নেই বৃষ্টি। মাটি শুকিয়ে চৌচির। কাজেই উইকেটের ওপর এবং নিচের স্তর সবই শুকনো। এখানে মাটি নরম থাকার কোনই সুযোগ নেই। তাই ধরেই নেওয়া যায়, জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজে উইকেট হবে একদম শুকনো এবং শক্ত। পাটা উইকেটও হওয়ার কথা। ফলে টি-টোয়েন্টি সিরিজে ব্যাটাররা সুবিধা পেতে পারেন। খেলা হতে পারে ‘বিগ স্কোরিং।’ সিরিজ শুরুর আগে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর মাথায় তাই উইকেট নিয়ে দুশ্চিন্তা নেই। ঢাকার প্রিমিয়ার লিগ চলবে শেরে বাংলা, ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম আর বিকেএসপিতে। সব মাঠেই উইকেট ভালো। ব্যাটাররা রান পাচ্ছেন। বিগ স্কোর হচ্ছে প্রায় ম্যাচেই। আর সেখানে চট্টগ্রামের উইকেট তো সব সময়ই ব্যাটিং ফ্রেন্ডলি। তাই উইকেট নিয়ে তেমন চিন্তা নেই টাইগার অধিনায়ক শান্তর, ‘উইকেট নিয়ে আমরা অনেক বেশি কথা বলছিলাম না। আমরা অন্য বিষয় নিয়ে কথা বলছিলাম। উইকেট নিয়ে যতটুকু কথা বলার বলেছি। কিন্তু চট্টগ্রামে সাধারণত ভালো উইকেট থাকে, অনেক রান হয়। এটা একটা ধারণা বা আগেও হয়ে আসছে।’
এই পিচে কত রান নিরাপদ আর কত স্কোর ডিফেন্ড করার মত? প্রশ্ন করা হলে শান্তর জবাব, ‘নির্দিষ্ট দিনে কত রান হবে বা কী ধরনের স্কোর চেজ করা যাবে বা ডিফেন্ড করা যাবে; এটা ওইদিন খেলা শুরু হলে বোঝা যাবে। আশা করছি যে হাইস্কোরিং ম্যাচই হবে।’ খবর জাগোনিউজ’র