চট্টগ্রামে ব্যান্ড ‘ট্রাফিক সিগন্যাল’র দ্বিতীয় একক মোড়ক ‘আলোর ওপাড়ে’ উন্মোচন হয়েছে আজ ২৭ নভেম্বর।
গানটি ওয়ার্ল্ডওয়াইড ডিস্ট্রিবিউট করতে যাচ্ছে ME লেবেল ও গানটি বাংলাদেশের প্রত্যেক অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাবে।
‘ট্রাফিক সিগন্যাল’র ভোকালিস্ট পিজু’র বলেন, গত কয়েকমাস যাবৎ ঢাকার ‘স্টুডিও সাউন্ড হ্যাকারে’ গানটি তৈরির কাজ চলছিলো। গানটির সিনেম্যাটোগ্রাফ ভিডিও তৈরি করা হয়েছে চট্টগ্রামের ‘ফোকাস’ থেকে। গানটির ভিডিও কনসেপ্ট এবং গানের কথা, সুর ও কম্পোজিশনে জীবন ধারার একটি বৈচিত্র্য তুলে আনার চেষ্টা করা হয়েছে। ‘ট্রাফিক সিগন্যাল’র জন্মদিনে ১৭ ডিসেম্বর এটির ভিডিও টি-ব্যান্ড সবার সামনে আনার প্ল্যান রয়েছে। গানটির প্রমোশোনাল পার্টনার হয়েছে ‘BBMFC’। যেটি বাংলাদেশের ব্যান্ড মিউজিকের সবচেয়ে বড় অনলাইন গ্রুপ।
পিজু আরো বলেন, আমাদের ব্যান্ডে ‘ট্রাফিক সিগন্যাল’র একটাই চাওয়া- গানের মাধ্যমে যেন আমরা দেশ ও মানুষের জন্য কিছু করতে পারি। আর শ্রোতাদের বলতে চাই, নিজস্ব গান নিয়ে যারা কাজ করে যাচ্ছেন তাদের সর্বোচ্চ সাপোর্ট করবেন। প্রতিটি ব্যান্ড তাদের প্রতিটা গান নিয়ে অনেক পরিশ্রম করেন, গানের অনেক দিক বিবেচনা করেই একটি গান সবার সামনে আনেন। বিজ্ঞপ্তি
বিনোদন