আন্দোলনের মাধ্যমেই দাবি আদায় করতে হবে

শ্রমিক সমাবেশ নোমান

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান বলেছেন, বিশ্বের উন্নত দেশগুলো প্রতিবছর শ্রমিকদের বেতন বাড়িয়ে সমস্যার সমাধান করে। কিন্তু উন্নয়নশীল দেশগুলো শ্রমিকদের আট ঘণ্টা শ্রমের দাবি এখনো পূরণ করে নি। তাই আন্দোলনের মাধ্যমেই শ্রমিকদের ৮ ঘণ্টা শ্রমের দাবি আদায় করতে হবে। আজকে এমন এক সময়ে আমরা মে দিবস পালন করছি যখন বেগম খালেদা জিয়া গৃহবন্দি। বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ।

তিনি সোমবার বিকালে কাজীর দেউড়ির নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে নুর আহম্মেদ সড়কে মহান মে দিবস উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের কেন্দ্রঘোষিত র‍্যালি ও শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিম উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহারের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, মহানগর বিএনপির আহ্বায়ক ডা শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যরিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান।

আবদুল্লাহ আল নোমান বলেন, শ্রমজীবী মানুষ আজ পরিবার পরিজন নিয়ে দিশেহারা। যদি জনগণের স্বার্থ রক্ষা করতে হয়, তাহলে নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি আদায় করতে হবে।

গোলাম আকবর খোন্দকার বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে শ্রমিক সমাজের ভূমিকা আন্দোলনকে সফল করেছিল। বর্তমানেও শ্রমিকদের কঠিন আন্দোলনে শরিফ হতে হবে।

ডা. শাহাদাত হো‌সেন ব‌লে‌ন, আমা‌দের মৌ‌লিক অ‌ধিকার, গণতান্ত্রিক অ‌ধিকার, ভা‌তের অ‌ধিকার, ভো‌টের অ‌ধিকার প্রতিষ্ঠায় রাজপ‌থে থাক‌বো।

সমাবেশে বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির সি. যুগ্ম আহবায়ক এম এ হালিম, দক্ষিণ জেলা বিএনপির সদস্য এনামুল হক এনাম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, আবদুস সাত্তার, এস এম সাইফুল আলম, এস কে খোদা তোতন, নাজিমুর রহমান, শফিকুর রহমান স্বপন, কাজী বেলাল উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন, শাহ আলম, ইসকান্দর মির্জা, আবদুল মান্নান, অধ্যাপক ইউনুস চৌধুরী, নুরুল আমিন, নূর মোহাম্মদ, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি