৯ দিনে ৬৫১ আসামির জামিন, ৫৬ সিআর মামলা দায়ের #
নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামের আদালতে সিআর (কোর্ট রেজিস্ট্রার) মামলা দায়ের শুরু হয়েছে। পাশাপাশি চলছে ফৌজধারি মামলায় আসামিদের জামিন শুনানি। সোমবার পযন্ত মুখ্য বিচারিক হাকিম ও মুখ্য মহানগর হাকিম আদালতে ৫৬টি সিআর মামলা দায়ের হয়।
আদালত সূত্র জানায়, গত ৫ জুলাই থেকে ফৌজধারি মামলায় আসামিদের আত্মসমর্পণের বিষয়টি চালু হয়। গত ৯ দিনে চট্টগ্রামের বিভিন্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ৬ শতাধিক আসামি।
জানা গেছে, মুখ্য বিচারিক হাকিম ও মুখ্য মহানগর হাকিম আদালতে ১৩ জুলাই পযন্ত ২৬২টি মামলায় ৬৭৮ জন আসামি আত্মসমর্পণ করেছেন। এরমধ্যে জামিন পেয়েছেন ৬৫১ জন আসামি। বাকি ২৭ জন আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
প্রসঙ্গত, করোনা পরিস্থিতির কারণে গত চারমাস ধরে চট্টগ্রামসহ সারাদেশে আদালতের কার্যক্রম থমকে ছিল। সম্প্রতি সিআর মামলা দায়ের ও আসামিদের আত্মসমর্পণের প্রক্রিয়া শুরু হয়। এজন্য আদালত পাড়ায় বেড়েছে সংশ্লিষ্টদের কর্মব্যস্ততা।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়া উদ্দিন জানান, আদালতে বিচারিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে বিচারপ্রার্থীসহ সবাইকে সতর্ক করার জন্য দায়িত্ব পালন করছি।
চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নাজির আবুল কালাম আজাদ জানান, গত ৯ দিনে ১১৬ মামলায় ৩৪৬জন আসামি আত্মসমর্পণ করেছেন। এরমধ্যে ৩৩১ জনকে আদালত জামিন দিয়েছেন। বাকি ১৫ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির আবু তাহের জানান, গত ৯ দিনে এ আদালতে ১৪৬ মামলায় ৩৩২ জন আসামি আত্মসমর্পণ করলে ৩২০ জনকে জামিন দেন আদালত। বাকি ১২ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এ মুহূর্তের সংবাদ