দক্ষিণ জেলা আওয়ামী লীগ
থিয়েটার ইনস্টিটিউট হলে গতকাল জেলহত্যা দিবস উপলক্ষে দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ মোছলেমউদ্দিন আহমদের সভাপতিত্বে এবং বোরহান উদ্দিন এমরানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, আবুল কালাম চৌধুরী, সহ-সভাপতি মোহাম্মদ ইদ্রিস, চট্টগ্রাম প্রেসক্লাব সাবেক সভাপতি আবু সুফিয়ান, অ্যাডভোকেট মির্জা কছির উদ্দিন, অ্যাডভোকেট জহির উদ্দিন, প্রদীপ কুমার দাশ, শ্রম সম্পাদক খোরশেদ আলম, দপ্তর সম্পাদক আবু জাফর, ডা. তিমির বরণ চৌধুরী, অ্যাডভোকেট আবদুর রশিদ, এড. মুজিবুল হক, আবদুল কাদের সুজন, নুরুল আবছার চৌধুরী, আবদুল হান্নান চৌধুরী মঞ্জু প্রমুখ।
মহিলা আওয়ামী লীগ
চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন বলেছেন, জাতীয় চার নেতা প্রমাণ করেছেন আর্দশিক রাজনীতির মৃত্যু নেই। গতকাল বিকেলে আলহাজ এবিএম মহিউদ্দিন চৌধুরীর বাসভবনে অনুষ্ঠিত হয়। মহানগর মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাউন্সিলর নীলু নাগের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মহানগর মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মালেকা চৌধুরী, হাসিনা আকতার টুনু, শারমিন ফারুক, আঞ্জুমান আরা বেগম, আয়েশা আক্তার পান্না, শিরিন আক্তার, জেনিফার, পারভিন সুলতানা, চেমন আরা, শিরীন আক্তার শিল্পী, কান্তা ইসলাম মিনু, মেহেরুন নেছা, তপতী দাশ, আফরোজা খানম, তহমিনা আক্তার, শাহীন ফেরদৌস, শবনম ফেরদৌস, হোসনেআরা সোমা, মুনমুন সেন প্রমুখ।
নাসিরাবাদ ওয়ার্ড আওয়ামী লীগ
নাসিরাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় জেল হত্যা দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা ওয়ার্ড আ’লীগের সিনিয়র সহ-সভাপতি এ কে এম জাফরুলাহ চৌধুরীর সভাপতিত্বে ও কৌশিক দেব বাপ্পির সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা আলহাজ মো. আলী আকবর। বক্তব্য রাখেন পলিটেকনিকেল কলেজের সাবেক অধ্যক্ষ মো. নুরুল কবির, মো. আলমগীর, ওয়ার্ড আ’লীগ নেতা যথাক্রমে মাবুদ সদাগর, বজল আহমদ, নটরাজ গুপ্ত, সঞ্জয় দেব, রানা দেব, মোহাম্মদ বেলাল, মো. শাহাবুদ্দিন, মো. সিরাজ, মো. জামিল, বাবুল দাস, সুধীর দাস, সাগর, আফছার, মোহাম্মদ মানিক, লিটন দাস, মোহাম্মদ মেহেদী, মোহাম্মদ আরিফ, মো. ফারুক, মো. খোকন, মো. সাগর, মোহাম্মদ আরিফ প্রমুখ।
পটিয়া
পটিয়ায় জেল হত্যা দিবস পালিত হয়েছে বুধবার। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুসুমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাধাই চন্দ্র নাথ। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল রশীদ চৌধুরী এজাজ। বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা এম বেলাল চৌধুরী, আবু সুফিয়ান টিপু, নাছির উদ্দীন, জসিম উদ্দীন, মোহাম্মদ কোরবান আলী, নুরুল ইসলাম চৌধুরী, কামাল উদ্দীন, ঈসা খান, আসহাব উদ্দীন, আলী চৌধুরী, মোহাম্মদ মহসিন প্রমুখ।
ফিরিঙ্গীবাজার ওয়ার্ড
ফিরিঙ্গীবাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবের উদ্যোগে জাতীয় চার নেতার স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনা সভা ও প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব। মহানগর যুবলীগ সদস্য খোরশেদ আলম রহমানের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা তাজউদ্দিন রিজভীর সঞ্চালনায় বক্তব্য রাখেন তানভীর আহমেদ রিংকু, এনামুল হক, অনিন্দ্য দেব। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. মহিউদ্দিন।
বঙ্গবন্ধু এতিমখানা মাদ্রাসা
৩রা নভেম্বর জাতীয় জেল হত্যা দিবস উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক সাইফুল আলম লিমনের উদ্যোগে বঙ্গবন্ধু এতিমখানা মাদ্রাসা ও টাইগারপাস মামা ভাগিনা মাজার মাদ্রাসার ছাত্রছাত্রীদের মাঝে জায়নামাজ বিতরণ ও দোয়া মাহফিল শেষে জাতীয় চারনেতার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য, সহ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবলীগের সংগঠক সাইফুল আলম লিমন, চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেবক লীগের সংগঠক শেখ ফরিদ আহমেদ, চট্টগ্রাম মহানগর কৃষক লীগ নেতা নজরুল ইসলাম, চট্টগ্রাম সেচ্ছাসেবক লীগ নেতা সুজয়মান বড়ুয়া জিতু, মোসলেহ উদ্দিন সহ চট্টগ্রাম মহানগর বিভিন্ন থানা ও ওয়ার্ড যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি
আদর্শিক রাজনীতির মৃত্যু নেই
জেল হত্যা দিবস পালন