কামরুল হাসান বাদল »
এ কথা আর বলার অপেক্ষা রাখে না যে বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। বাঙালির নিজস্ব রাষ্ট্র হতো না। স্বাধীনতা কাকে বলে তা অনুধাবন করতে পারত না। প্রায় প্রতিটি জাতির মধ্যে এমন কিছু ব্যক্তির জন্ম হয় যাঁরা জাতির জন্য ত্রাতা হয়ে আবির্ভূত হন। বঙ্গবন্ধু এসেছিলেন বাঙালি জাতির ত্রাতা হয়ে। মৃত্যুর পর যতই দিন যাচ্ছে ততই তিনি আবিষ্কৃত হচ্ছেন, ততই তাঁর বিশালতা পরিলক্ষিত হচ্ছে এবং এভাবেই তিনি দেশ-কাল-সীমানা পেরিয়ে বিশ্বমানবতার মুক্তির প্রবক্তা হিসেবে আবির্ভূত হচ্ছেন।
তিনি যে রাষ্ট্রটি প্রতিষ্ঠা করেছিলেন আদর্শ ও চরিত্রের দিক দিয়েও তা ছিল অনন্য ও ব্যতিক্রমধর্মী। দ্বিজাতিতত্ত্ব বা সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি থেকে ভাগ হওয়া ভারত-পাকিস্তানের মধ্যে থেকে নতুন যে দেশটি স্বাধীন করলেন বঙ্গবন্ধু তা ছিল এ উপমহাদেশের রাজনীতির বড় ব্যতিক্রম, বড় পরিবর্তন। হিন্দুদের জন্য ভারত আর মুসলমানদের জন্য পাকিস্তান এমন ধারণা ও রাষ্ট্রব্যবস্থার বাইরে তিনি একটি সম্পূর্ণ আলাদা রাষ্ট্রব্যবস্থা চালু করলেন যা সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ। যে রাষ্ট্রটির জন্মই হলো ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের সম্মিলিত আন্দোলন-সংগ্রামে এবং সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে।
সদ্য স্বাধীন রাষ্ট্রটির জন্য বঙ্গবন্ধু চারটি মৌলিক নীতি গ্রহণ করেন। গণতন্ত্র, সমাজতন্ত্র, বাঙালি জাতীয়তাবাদ ও ধর্মনিরপেক্ষতা। রাষ্ট্রে জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে বঙ্গবন্ধু সংবিধানের শুরুতে উৎকীর্ণ করেন ‘জনগণই হইবে প্রজাতন্ত্রের মালিক’। এই চার মূলনীতির মধ্যে সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার কারণেই বঙ্গবন্ধুকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল মনে করা হয়।
পাকিস্তানের ২৩ বছরে দেশে কখনো প্রকৃত গণতন্ত্রের চর্চা ছিল না। তিনি স্বাধীন বাংলার মূলনীতিতে গণতন্ত্রকে প্রথমে স্থান দিয়েছিলেন। অসাম্যের দেশ। শোষক ও লুটেরা পুঁজিপতিদের দেশ। সম্পদের সুষম বণ্টন এবং ধনী-দরিদ্রের বৈষম্য বিলুপ্ত করা এবং দেশের সম্পদের মালিক জনগণকে করার লক্ষ্যে সমাজতন্ত্রকে দ্বিতীয় নীতি হিসেবে গ্রহণ করেন।
দেশভাগের আগে ও পরে তিনি এই উপমহাদেশে সাম্প্রদায়িকতাকে খুব কাছ থেকে প্রত্যক্ষ করেছিলেন। ফলে তিনি এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন যার চেতনায় থাকবে অসাম্প্রদায়িকতা। সব ধর্মের মানুষের রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যেই তিনি ধর্মনিরপেক্ষতাকে অন্যতম নীতি হিসেবে গ্রহণ করেছিলেন। আর বাঙালির প্রথম স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বাঙালি জাতীয়তাবাদের জাগরণ বা রেনেসাঁর যে প্রয়োজন তা তিনি অনুধাবন করেই এই জাতীয়তাবাদকে উজ্জীবিত করেছেন এবং জাতিগত ঐক্যের লক্ষ্যে বাঙালি জাতীয়তাবাদকে রাষ্ট্রের মূলনীতি হিসেবে গ্রহণ করেছিলেন।
বঙ্গবন্ধুর এই নীতিগুলো ছিল বৈপ্লবিক এবং সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশের জন্য অনেকটা দুঃসাহসিক। কারণ তখন তো বটেই বর্তমানেও পূর্ণ গণতান্ত্রিক এবং এ ধরনের আদর্শ ও নীতিভিত্তিক আদর্শে পরিচালিত কোনো মুসলিম রাষ্ট্র নেই বিশ্বে। ফলে একদিকে তিনি কট্টর মুসলিমদের বিরাগভাজন অন্যদিকে সাম্রাজ্যবাদী রাষ্ট্র এবং দেশীয় পুঁজিপতিদের চক্ষুশূলে পরিণত হয়েছিলেন। এই দুই অপশক্তির অভিন্ন ষড়যন্ত্রের কারণে তাকে নিহত হতে হয়। তাঁর হত্যাকা-ের মধ্যেই ঘাতকদের সেই উদ্দেশ্য আমরা লক্ষ্য করি। তারা সেদিন শুধু তাঁকে এবং পরিবারের সবাইকে হত্যা করে নিবৃত্ত হয়নি। তাঁর ঘনিষ্ঠ আত্মীয় আবদুর রব সেরনিয়াবাত ও অন্তঃসত্ত্বা স্ত্রীসহ শেখ ফজলুল হক মনিকে হত্যা করেছিল। শেখ হাসিনা এবং শেখ রেহানা দেশে থাকলে তাদেরও হত্যা করতো ঘাতকরা। কারণ বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার এমন কাউকে তারা বাঁচতে দিতে চায়নি। তাদের লক্ষ্যই ছিল দেশটির খোল-নলচে সম্পূর্ণ পাল্টে দিতে।
আমাদের বিস্মৃত হলে চলবে না যে, এই হত্যাকা-টি স্রেফ কোনো সামরিক অভ্যুত্থান নয়। কিংবা শুধু রাষ্ট্রক্ষমতার বদলও নয়। নিষ্ঠুরতার দিক থেকে তো বটেই, হত্যাকা-ের সুদূরপ্রসারী লক্ষ্য ও ষড়যন্ত্রের দিক থেকেও এই হত্যাকা- ইতিহাসে গুরুত্বপূর্ণ আলোচনার দাবি রাখে। অনেকটা একটি বিপ্লবের পর আরেকটি প্রতিবিপ্লবের মতো। সুন্দর ও শোভনের বিরুদ্ধে অসুন্দর, অসুরের অভ্যুত্থানের মতো। মানবতার বিরুদ্ধে দানবের উত্থানের মতো। ফলে বঙ্গবন্ধু হত্যাকা- স্রেফ একজন রাষ্ট্রনায়ক হত্যা করে ক্ষমতার রদবদল করার মতো বিষয়ও ছিল না। বঙ্গবন্ধুকে হত্যার মধ্যদিয়ে ঘাতকরা অনেক কিছুকেই হত্যা করেছিল সেদিন।
তাঁর রাজনৈতিক আদর্শ শুধু আজ বাংলাদেশের জন্যই নয়, বিশ্বের দেশে দেশে যেখানেই মানুষ নিগৃহীত হচ্ছে, শোষিত হচ্ছে, সাম্প্রদায়িকতার শিকার হচ্ছে সেখানেই মুক্তির বারতা নিয়ে আসবে। কারণ মানুষের সার্বিক মুক্তিই ছিল তাঁর মূল লক্ষ্য।
বিশ্বের অনেক নেতাই স্বাধীনতার ডাক দিয়েছেন। কিন্তু মুক্তির ডাক দিয়েছিলেন একমাত্র নেতা, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কাজেই যতদিন বিশ্ব জুড়ে মানুষের মুক্তির আন্দোলন থাকবে, মুক্তির লড়াই থাকবে ততদিন বঙ্গবন্ধু প্রাসঙ্গিক হয়ে থাকবেন, অনুপ্রেরণা হয়ে থাকবেন।