৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে বিভিন্ন অঙ্গসংগঠন আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন আওয়ামী লীগের ইতিহাস গৌরবোজ্জ্বল।
নাসিরাবাদ ওয়ার্ড আওয়ামী লীগ
আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে নাসিরাবাদ ওয়ার্ড আওয়ামী লীগ। এ উপলক্ষে বুধবার সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বৃক্ষরোপণ, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কে এম জাফরুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা মো. আলী আকবর।
ফজল আহমদের পরিচালনায় আলোচনায় অংশ নেন ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মাবুদ সওদাগর, মোহাম্মদ রফিক, বাবুল দাস, শের মোহাম্মদ, নটরাজ গুপ্ত, মোহাম্মদ বেলাল, মোহাম্মদ আরিফ, বাপ্পি দাস, মোহাম্মদ মানিক, আরিফ হোসেন, সাকিব হাসান, সুমন দাস, লিটন দাস প্রমূখ। প্রধান অতিথি বলেন, আওয়ামী লীগের ইতিহাস গৌরবোজ্জ্বল।
পতেঙ্গা থানা মৎস্যজীবী লীগ
আওয়ামী মৎস্যজীবী লীগ পতেঙ্গা থানার উদ্যোগে কাটগড় মোড়ে আজিজ উদ্যানে দলীয় কার্যালয়ে বুধবার রাত ৮টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
এতে অতিথি ছিলেন ৪০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী, সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হাসান, ৪০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. নেজাম উদ্দীন, ৪০ নম্বর ওয়ার্ড আওয়ামী যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক মো. মোস্তফা কামাল, আওয়ামী মৎস্যজীবী লীগ মহানগরের আহ্বায়ক কমিটির সদস্য ও পতেঙ্গা থানার সভাপতি সোনা বাবু জলদাশ।
এ সময় আরো উপস্থিত ছিলেন মৎস্যজীবী লীগের পতেঙ্গা থানার সাংগঠনিক সম্পাদক পান্না দাশ, সদস্য কাঞ্চন দাশ, হিরন দাশ, শান্টু দাশসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদ
আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার বেলা ১১টায় জেলা শিল্প একাডেমিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মুহাম্মদ শফর আলী, মহিলা শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুবা আহসান চৌধুরী, শফি বাঙালী, মুহাম্মদ এয়াকুব, মিরন হোসেন মিলন, মো. আলমগীর, উজ্জ্বল বিশ্বাস, বেলাল উদ্দিন চৌধুরী, কামাল উদ্দিন চৌধুরী, নুরুল আলম লেদু, ওসমান গনি, শাহআলম ভুইয়া, হারুন রশীদ রনি, মো. বখতিয়ার, আবদুল মতিন কাসেম, মোল্লা সবুজ. মো. আলমগীর, শেখ মোহাম্মদ মহিউদ্দিন, আমির হোসেন বাচ্ছু, ওমর ফারুক মো. বেলাল হোসেন, মোহাম্মদ দোলেয়ার, মোহাম্মদ মহিউদ্দিন মো. ইসহাক মো. আলী আকবর, মো লোকমান হাকিম, রবিউল, সুনীল দেবনাথ, নুর মোহাম্মদ, মানিক মিয়া, মো আলী, মো আহম্মদ উল্ল্যাহ কালু, আ জ ম লিংকন, মো গোলাম রাব্বানী, মাহমুদুল হক, মো দেলোয়ার, মো দিদার, এস, এম ফারুখ, মো আহম্মদ উল্ল্যাহ, মো. আনোয়ার হোসেন, প্রমুখ।
পুস্প অর্পণ শেষে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদ আহ্বায়ক মুহাম্মদ এয়াকুবের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রমিক লীগ নেতা শফর আলী। বিজ্ঞপ্তি