চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন নগরীর ফুসফুস খ্যাত সিআরবিতে রেলওয়ে ও ইউনাইটেডের যৌথ অংশীদারিত্বে প্রস্তাবিত হাসপাতাল বিষয়ে চট্টগ্রামের সর্বস্তরের মানুষ বিরোধিতা করলেও ক্ষমতাসীন দল আওয়ামী লীগের অবস্থান এখনো সুস্পষ্ট নয় বলে দাবি করেছেন।
তিনি ৪ আগস্ট বিকাল ৩ টায় সিআরবিতে হাসপাতাল নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
জেলা প্রশাসক স্মারকলিপি গ্রহন করে প্রধানমন্ত্রীর কাছে পৌছে দিয়ে এ বিষয়ে অবহিত করার আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব এম.এ আজিজ, আহবায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলাম, সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম চৌধুরী, সাবেক সহ-দপ্তর সম্পাদক মো. ইদ্রিস আলী, মৎস্যজীবি দলের আহবায়ক হাজ্বী নুরুল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক আসাদুর রহমান টিপু প্রমুখ। বিজ্ঞপ্তি
আওয়ামী লীগের অবস্থান সুস্পষ্ট নয় : শাহাদাত
সিআরবি ইস্যুতে