বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদের সভা
বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২২ জুন সিডিএ কনফারেন্স হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সিডিএ চেয়ারম্যান এম. জহিরুল আলম দোভাষ। প্রধান বক্তা ছিলেন মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু।
অনুষ্ঠানের সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি প্রবন্ধ উপস্থাপন করেন এবং শুদ্ধাচার পুরস্কারে ভূষিত সিডিএ চেয়ারম্যান এম. জহিরুল আলম দোভাষকে ‘শুদ্ধাচার ও শিষ্টাচার মানবজীবনের অলংকার’ শীর্ষক সম্মাননা প্রদান করেন।
এতে বিশেষ অতিথি ছিলেন এ কে খান কোম্পানির ডিজিএম এ কে জাহেদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা এস এম লিয়াকত হোসেন, প্রীতিকন্যা ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রণব রাজ বড়–য়া, শ.ম. জিয়াউর রহমান, সজল দাশ, মহানগর ছাত্রলীগ নেতা প্রকৌশলী রিয়াতুল করিম ও মৃণাল সহ অন্যরা।
আলোচনায় প্রধান অতিথি সিডিএ চেয়ারম্যান এম. জহিরুল আলম দোভাষ বলেন, আওয়ামী লীগ বাংলার দুঃখী মানুষের প্রাণের সংগঠন। জাতির পিতা আজীবন বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতেই সংগ্রাম করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসন করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশে^র বিস্ময় ও উন্নয়নের রোল মডেল।
সভায় ‘শুদ্ধাচার’ পুরস্কারে ভূষিত হওয়ায় সিডিএ চেয়ারম্যানকে সম্মাননা ও ফুল উপহার দেয়া হয়। বিজ্ঞপ্তি