
প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ভিসি হিসেবে ২৮ মার্চ কার্যভার গ্রহণ করেছেন। ২৯ মার্চ সকাল ১১ টায় নতুন ভিসি প্রফেসর আনোয়ারুল আজিম আরিফকে ফুল দিয়ে বরণ করে নেন আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি) এর চেয়ারম্যান, সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর নেতৃত্বে বিওটি সদস্যগণ। সীতাকুণ্ড কুমিরা আইআইইউসি’র ভিসি কার্যালয়ে এ বরণ অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য রিজিয়া রেজা চৌধুরী, প্রফেসর ড. মো. ফসিউল আলম, প্রফেসর ড. মো. সালেহ জহুর, প্রফেসর ড. কাজী দীন মোহাম্মদ, ট্রেজারার ড. মুহাম্মদ হুমায়ুন কবির, রেজিস্ট্রার মুহাম্মদ শফীউর রহমান, বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্রর পরিচালক অধ্যাপক সারোয়ার আলম, সেন্টার ফর রিচার্স অ্যান্ড পাবলিকেশনের পরিচালক ড. আখতারুজ্জামান খানসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান ও সিনিয়র শিক্ষক এবং কর্মকর্তাগণ।
উল্লেখ্য, প্রখ্যাত শিক্ষাবিদ প্রফেসর আনোয়ারুল আজিম এর আগে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও প্রিমিয়ার বিশ্বিবদ্যালয়ের ভিসি হিসেবে সর্বমহলে সুনাম অর্জন করেন। বিজ্ঞপ্তি
















































