সুপ্রভাত ক্রীড়া ডেস্ক
অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা দলটা ছিল সাবেক অধিনায়ক রিকি পন্টিংয়ের অধীনে। সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন মাইক হাসি। যিনি ২০০৭ সালের ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের সদস্যও ছিলেন। হাসির মতে, এবার আরেকটি বিশ্বকাপ জিততে যাচ্ছে অস্ট্রেলিয়া। হাসি মনে করেন, ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপে শিরোপা জেতার মতো সকল খেলোয়াড়ই অজিদের রয়েছে। হাসি বলেন, ‘আমি মনে করি অস্ট্রেলিয়ার জন্য এবার দুর্দান্ত সুযোগ রয়েছে। কারণ দলে কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড় একসঙ্গে রয়েছে। কি করতে হবে সেটা তারা সকলেই ভালো করে জানে। তাদের জন্য দল ধারাবাহিকভাবে ভালো করছে।’
এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে। উপমহাদেশের কন্ডিশন বিবেচনায় অজিদের জন্য বিশ্বকাপ জেতা বেশ কঠিনই হবে। তবে সেটা মানতে নারাজ হাসি। কারণও ব্যাখ্যা করেছেন তিনি, ‘অস্ট্রেলিয়া মার্চে ভারতের বিরুদ্ধে সিরিজে ভারতীয় কন্ডিশনে ভালো পারফর্ম করেছে। এটি তাদেরকে বিশ্বকাপে ভালো করার জন্য প্রচুর আত্মবিশ্বাস যোগাবে।’
এছাড়াও স্পিনার অ্যাডাম জাম্পা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে হাসির বিশ্বাস। মিচেল মার্শকে নিয়েও বাজি ধরেছেন তিনি। হাসি বলেন, ‘পুরো টুর্নামেন্টে জাম্পা বড় ভূমিকা রাখতে পারে। গত কয়েক বছর ধরে সে সত্যিই ভালো করছে। মার্শও বড় প্রভাব ফেলতে পারে।’
একই সঙ্গে হাসি মনে করিয়ে দিলেন, বড় আসরে ভালো করতে হলে দলের সবাইকে একসঙ্গে জ্বলে উঠতে হবে। তিনি আরো বলেন, ‘বিশ্বকাপ জেতার জন্য আপনি কেবল দু’জনের উপর নির্ভর করতে পারবেন না। কেবল সম্মিলিত প্রচেষ্টাই সফলতা এনে দিতে পারে।’
অস্ট্রেলিয়ার বিশ্বকাপ মিশন শুরু হবে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। ৮ অক্টোবর চেন্নাইতে মুখোমুখি হবে দুই দল। পরের ম্যাচে ১৩ অক্টোবর লক্ষ্ণৌতে দক্ষিণ আফ্রিকাকে মোকাবেলা করবে প্যাট কামিন্সের দল। ১৬ অক্টোবর একই ভেন্যুতে বাছাই পর্বে দ্বিতীয় হওয়া দলকে মোকাবেলা করবে তারা। এরপর ২০ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে অজিরা।