নগরীর সদরঘাটস্থ হল ৭১ এ বাংলাদেশ মেরিন ফিসারিজ এসোসিয়েশন এর উদ্যোগে সপ্তাহব্যাপী গরীব অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ মেরিন ফিসারিজ অ্যাসোসিয়েশনের
মহাসচিব ও বাংলাদেশ আওয়ামী লীগ চট্টগ্রাম মহানগর কমিটির বন ও পরিবেশ সম্পাদক মসিউর রহমান চৌধুরী করোনাকালীন লকডাউন সময়ে প্রয়োজনীয় সাহায্য নিয়ে গরীব অসহায় মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, সরকার দেশের মানুষের জীবন রক্ষার্থে লক ডাউন দিতে বাধ্য হচ্ছে। সকলের উচিত সরকারি বিধি নিষেধ মেনে চলা। এ অবস্থায় সকলকে মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। উদ্বোধনী বক্তব্য শেষে স্থানীয় আলকরণ ওয়ার্ডের বসবাসকারী হকার,
সিএনজি ড্রাইভার ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিলি করেন প্রধান অতিথি মসিউর রহমান চৌধুরী, অ্যাসোসিয়েশন সদস্য ব্যবসায়ী জাকির আহম্মদ, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সাইদুর রহমান চৌধুরী, রুহুল আমিন তপন, আলকরন ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সালাম মাসুম, স্থানীয় মহিলা কাউন্সিলর নীলু নাগ নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি
অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে আসতে হবে
মেরিন ফিসারিজ এসোসিয়েশনের খাদ্যসামগ্রী বিতরণ