সুপ্রভাত বিনোদন ডেস্ক »
প্রথমবারের মতো সরকারি অনুদানের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন শীর্ষ নায়ক শাকিব খান। প্রযোজক খোরশেদ আলম খসরু প্রযোজিত ও পরিচালক এস এ হক অলিকের ‘গলুই’ সিনেমাতে এবার নতুনরূপে পর্দায় হাজির হবেন এই তারকা। বিষয়টি নিশ্চিত হওয়া গেছে ছবি-সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে।
শাকিব অভিনয় করছেন কিনা- এমন প্রশ্নে পরিচালক এসএ হক অলিক বলেন, ‘ছবির নায়ককে নিয়ে আমরা সংবাদ সম্মেলন করতে চেয়েছিলাম। কিন্তু তার আগেই শাকিবের নামটি ছড়িয়ে পড়ছে। তিনি চুক্তিবদ্ধ বা অভিনয় করছেন কিনা, এ উত্তর আমি সরাসরি দিতে চাই না।’
প্রযোজক খোরশেদ আলম খসরু জানান, শাকিব প্রথমবার অনুদানের সিনেমা করছেন।
তিনি বলেন, ‘অনুদানের সিনেমা বলতে এতদিন যে ধারণা ছিল, আমরা সেটা পরিবর্তন করতে চাচ্ছি। এতদিন মনে হতো কম বাজেটের সিনেমা, টেলিভিশনে মুক্তিই হলো অনুদানের চলচ্চিত্র। আমরা এই সিনেমায় সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া শাকিবকে যুক্ত করেছি। বেশ বড় বাজেটের সিনেমা হবে এটি।’
গুঞ্জন আছে, সিনেমাটিতে শাকিবের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়িকা শবনম বুবলী।
অন্যদিকে, পরিচালক অলিক জানান, সেপ্টেম্বরে জামালপুরে এর দৃশ্যধারণ হবে। স্থান নির্বাচনের জন্য তারা দ্রুতই এই জেলায় যাবেন।
সিনেমাটিতে ইতোমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন আজিজুল হাকিম ও ফজলুর রহমান বাবু। গান করছেন কুমার বিশ্বজিৎ, হাবিব ওয়াহিদসহ অনেকেই।



















































