Blog Page 2775

অনলাইনে চলছে বেসরকারি স্কুল

করোনায় শিক্ষা ব্যবস্থা

ভূঁইয়া নজরুল :

দেবমাল্য চক্রবর্তী সেন্ট প্লাসিডের ফাদার ফ্রেবিয়ান স্কুলের কেজি শ্রেণীর শিক্ষার্থী। করোনাকালে স্কুলবিহীন বাসায় বন্দিজীবন কাটছে। আর এরই মধ্যে চলতি সপ্তাহ থেকে শুরু হওয়া স্কুলের অনলাইন ভিডিও ক্লাস করতে পেরে সে খুব আনন্দিত। দীর্ঘদিন পর ক্লাস শিক্ষকদের দেখতে পেয়ে যেনো নতুন প্রাণ ফিরে পেয়েছে। বিকল্প উপায়ে ক্লাসে ফিরতে পেরে ওর মতো এধরনের অনেক শিক্ষার্থীর ঝিমিয়ে পড়া পড়ালেখায় যেনো গতির সঞ্চার হয়েছে।

শিক্ষকরাও নতুন নতুন পদ্ধতি নিয়ে হাজির হচ্ছেন। কেউবা বাসায় হোয়াইট বোর্ড স্থাপন করে ক্লাসের আদলে ক্লাস নিয়ে তা ভিডিও করে ফেইসবুকে আপলোড করে পাঠাচ্ছে শিক্ষার্থীদের দিচ্ছে। আবার কেউবা জুম ভিডিও অ্যাপসের মাধ্যমে সরাসরি ক্লাস করছেন, আবার কেউবা ক্লাসের বিষয়াদি শিক্ষার্থীদের কাছে অনলাইনে পৌঁছে দিচ্ছে। দূর শিক্ষণের মাধ্যমে কিভাবে শিক্ষার্থীদের পাঠদান করা যায় সেই চেন্তায় মত্ত শিক্ষকরা।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রাজীব চৌধুরী। তিনি বলেন, আমাদের স্কুল থেকে জুম ভিডিও’র মাধ্যমে আমরা শিক্ষার্থীদের সাথে প্রতিদিন রুটিন অনুযায়ী ক্লাস নিচ্ছি। এতে শিক্ষার্থীরা ক্লাসের মাঝখানে আমাদের প্রশ্ন যেমন করতে পারছে, তেমনিভাবে আমরা উত্তরও দিচ্ছি। নতুন এই পদ্ধতিতে শিক্ষার্থী ও শিক্ষক উভয়ে অভ্যস্ত হয়ে যাচ্ছে।

শুধু চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বালিকা উচ্চ বিদ্যালয় নয়, নগরীর সরকারি স্কুলগুলো ছাড়া বেসরকারি প্রায় সব স্কুলেই চলছে অনলাইন শিক্ষা কার্যক্রম। এদের মধ্যে কেউবা ভিডিও আপলোড করছে, আবার কেউবা লাইভ ক্লাস নিচ্ছে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত একটি কলেজে শিক্ষকতা করেন মিসেস তানিয়া পিয়া। তিনি বলেন, ‘আমার ছেলে জারিফ ইয়াছার এলিমেন্টারি স্কুলে ক্লাস ফাইভে পড়ে। লকডাউন শুরু হওয়ার কিছুদিন পর থেকেই অনলাইনে বিষয় ভত্তিক শিক্ষকরা লাইভ ক্লাস নিচ্ছেন। আমাদেরকে সেই রুটিনও স্কুল থেকে দিয়ে দেয়া হয়েছে। রুটিন অনুযায়ী শিক্ষার্থীরা ক্লাস পাচ্ছে। এতে শিক্ষার্থীদের মনোযোগ আরো বাড়ছে বলে মনে হয়।’

দীর্ঘদিন বন্ধ থাকায় এমনও অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যারা কোনোদিন ডিজিটাল প্রযুক্তির সহায়তা নেয়নি তারাও এবার প্রতিষ্ঠানের নামে ফেইসবুক খুলে শিক্ষার্থীদের পড়া দিচ্ছে। এবিষয়ে কথা হয় ছোটোদের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান সেন্ট মেরিসের অধ্যক্ষ মেরি সঙ্গীতা বলেন, ‘আমরা প্রতিষ্ঠানের নামে একটি ফেইসবুক একাউন্ট খুলেছি। সেই পেইজে শ্রেণীভিত্তিক শিক্ষকদের ক্লাসের ভিডিও আপলোড করে দেয়া হচ্ছে। এতে শিক্ষার্থীরা বাসায় বসে পড়ালেখার সুযোগ পাচ্ছে।’

অর্ধ-বার্ষিক পরীক্ষা কি হবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা শিক্ষার্থীদের সিলেবাস অনুযায়ী পড়া শেষ করার চেষ্টা করছি। ঈদের ছুটির পর স্কুল খুললে পরীক্ষা নেয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে। যদি পরীক্ষা নেয়ার কোনো সুযোগ না হয় তাহলে পড়ালেখা যাতে চালিয়ে নেয়া যায় আমরা সেই চেষ্টা করছি।

অপরদিকে নগরীর অন্যতম প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ মহিলা সমিতি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জয়শ্রী সেন বলেন, আমাদের কিছু শিক্ষক ব্যক্তিগত উদ্যোগে অনলাইনে ক্লাস নিলেও প্রাতিষ্ঠানিকভাবে আমরা এখনো শ্রেণী কার্যক্রম শুরু করিনি।

তবে এগিয়ে রয়েছে ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজ। নগরীর অন্যতম এই শিক্ষা প্রতিষ্ঠান ইতিমধ্যে প্রতিটি শ্রেণীর শিক্ষার্থী ও শ্রেণী শিক্ষক দিয়ে একেকটি ওয়াটসঅ্যাপ গ্রুপ করা হয়েছে। এই গ্রুপের মাধ্যমে শিক্ষার্থীদের নির্দেশনা দেয়া হয়েছে। প্রতিটি শিক্ষার্থীর নিজস্ব একটি অনলাইন আইডি রয়েছে। সেই আইডিতে কি কি পড়তে হবে তা জানিয়ে দেয়া হচ্ছে। এবিষয়ে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ মঈনুল ইসলাম বলেন, ‘আমরা জুম ভিডিওর মাধ্যমে অনলাইনে লাইভ ক্লাসের ব্যবস্থা করেছি। এছাড়া ওয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে শিক্ষার্থীদের মাধ্যমে শ্রেণী শিক্ষার্থীদের যোগাযোগ রাখা হয়েছে এবং বিভিন্ন সমস্যার সমাধান করা হচ্ছে।’

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনলাইন শিক্ষায় এগিয়ে এলেও নগরীর সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো সংসদ টেলিভিশনের ‘আমার ঘরে আমার স্কুল’ শীর্ষক অনুষ্ঠানের উপর নির্ভরশীল। এবিষয়ে সরকারি মুসলিম হাই স্কুলের প্রধান শিক্ষক জিয়াউল হায়দার হেনরি বলেন, ‘মূলত আমরা সংসদ টেলিভিশন ফলো করতে বলেছি শিক্ষার্থীদের। তারপরও বিষয়ভিত্তিক কিছু ক্লাস আপলোড করা হচ্ছে প্রতিষ্ঠানের নামে চালু করা ফেইসবুক পেইজে।’

তারপরও সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো সংসদ টেলিভিশনের বাইরে যাচ্ছে না জানিয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক দেবব্রত দাশ বলেন, ‘আমরা সব প্রতিষ্ঠানকে সংসদ টেলিভিশনের অনুষ্ঠান ফলো করতে বলেছি। পরবর্তীতে স্কুল খুললে অর্ধবার্ষিক পরীক্ষা নেয়া হবে কিংবা সরকারের নির্দেশনা অনুযায়ী পরবর্তী কর্মপরিকল্পনা ঠিক করা হবে।’

উল্লেখ্য, করোনার কারণে মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এতে ল-ভ- হয়ে যাচ্ছে দেশের শিক্ষা ক্যালেন্ডার। এই অবস্থায় যে যার অবস্থান থেকে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে কাজ করছে।

ভার্চুয়াল কোর্ট : হালদায় ডলফিন হত্যা বন্ধে রিট

নিজস্ব প্রতিবেদক

হালদা নদীতে ডলফিন হত্যা বন্ধের নির্দেশনা চেয়ে সোমবার হাইকোর্টে রিট দায়ের করেছেন সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার আব্দুল কাইয়ুম। বিচারপতি ওবায়দুল হাসানের ভার্চুয়াল কোর্টে শুনানির জন্য রিটটি দায়ের করা করা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ব্যারিস্টার আব্দুল কাইয়ুম। তিনি জানান, রিটে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ সচিব, স্থানীয় নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের বিবাদি করা হয়েছে। আদালত তারিখ ঠিক করলে রিটের শুনানিও হবে বলে জানান তিনি।

জানা গেছে, হালদায় নির্বিচারে ডলফিন হত্যা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনার পাশাপাশি ডলফিন হত্যা বন্ধে কর্তৃপক্ষের ব্যর্থতাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না জানাতে রুল জারির আর্জি জানানো হয়েছে ওই রিটে।

‘বন্যপ্রাণী আইন ২০১২ অনুযায়ী নির্বিচারে কোনো প্রাণী হত্যা করা যাবে না। এটা অপরাধ। কিছু অসাধু লোক নিষ্ঠুরভাবে এসব নিরহী প্রাণীকে হত্যা করেছে বলেন,আইনজীবী ব্যারিস্টার আব্দুল কাইয়ুম।

তিনি বলেন, ‘লকডাউনের এ সময় যখন প্রকৃতি তার নিজস্ব রূপে ফিরে আসছে, কক্সবাজার সমুদ্র  সৈকতেও ফিরে আসছে ডলফিন; এ অবস্থায় প্রাণীগুলোকে হত্যা করে পরিবেশের জন্য ক্ষতি করছে তারা। লকডাউনের এই সময়ে বিষয়টি জরুরি উল্লেখ করে আবেদন করেছি।’

করোনাকে হার মানালো আরো একজন

3D illustration of Coronavirus, virus which causes SARS and MERS, Middle East Respiratory Syndrome

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম জেনারেল হাসপাতাল থেকে করোনাকে হার মানিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন আরো একজন। তার নাম রিজিয়া বেগম (৫০)। তিনি নগরীর বায়েজিদ এলাকার বাসিন্দা। আজ  শুক্রবার রাত ৮ টায় তাকে করোনামুক্ত ঘোষণা করে বাড়ি পাঠানো হয়।

এ তথ্যটি নিশ্চিত করেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আইসোলেশন বিভাগের সমন্বয়ক ডা. আব্দুর রব। তিনি বলেন, ‘আজকে আমরা দুইজনকে রিলিজ দেয়ার কথা ছিল। কিন্তু শুধু রিজিয়া বেগমকে রিলিজ দিয়েছি। অন্যজনের অবস্থা বিবেচনা করে কাল পরশু রিলিজ দিয়ে দিব। রিজিয়া বেগম এখন সম্পূর্ণভাবে সুস্থ। তার একটা রিপোর্ট নেগেটিভ এসেছে। আমরা তাকে বাসায় পাঠিয়ে দিয়েছি এবং বলেছি, ১৪ দিন কোয়ারেন্টাইন মেনে চলতে।’

আইসোলেশন ইউনিটের বর্তমান অবস্থা জানতে চাইলে তিনি বলেন, ‘এখনতো আক্রান্তের সংখ্যা বাড়ছে। তাই আইসোলেশন ইউনিটেও রোগীর সংখ্যা বেশি। বর্তমানে শুধু পজেটিভ রোগী আছে ৪০ জন। তারমধ্যে ২৯ জন পুরুষ ও ১৪ জন মহিলা। এছাড়া সাসপেক্ট রোগী আছে ১৮ জন। তারমধ্যে ১৪ জন পুরুষ ও ৪ জন মহিলা। আক্রান্তের সংখ্যা বাড়ার কারণে আমরা সিরিয়াস রোগীদের রাখার সিদ্ধান্ত নিয়েছি। এছাড়া অন্যান্য রোগীদের বাসায় রেখে প্রদান করছি।’

চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা ১৯৭ জন হলো। গত ৬ মে ১১ জন করোনা পজিটিভ হওয়ার আগে ৫ মে সোমবারের ভেটেরিনারি রিপোর্টের ১৩ জন, ৫ মে বিআইটিআইডি এর রিপোর্টে ৯ জন (ঢাকা, কুমিল্লা ও কক্সবাজার থেকে আসা তিনজন রোগী সহ), ৪মে ১৬ জন, ৩ মে ১৩ জন, ২ মে তিনজন, ১ মে তিনজন, ৩০ এপ্রিল একজন, ২৯ এপ্রিল ৪ জন, ২৮ এপ্রিল তিনজন, ২৭ এপ্রিল নয়জন, ২৬ এপ্রিল সাতজন ( রাজবাড়ী থেকে আসে একজন), ২৫ এপ্রিল দুই জন ( ঢাকা থেকে আসে একজন), ২৪ এপ্রিল একজন, ২২ এপ্রিল তিনজন, ২১ এপ্রিল একজন, ১৩ এপ্রিল চারজন, ১৮ এপ্রিল একজন, ১৭ এপ্রিল একজন, ১৬ এপ্রিল একজন, ১৫ এপ্রিল পাঁচজন, ১৪ এপ্রিল ১১ জন, ১৩ এপ্রিল দুইজন, ১২ এপ্রিল পাঁচজন, ১১ এপ্রিল দুইজন, ১০ এপ্রিল দুই জন, ৭ এপ্রিল তিনজন, ৫ এপ্রিল একজন ও ৩ এপ্রিল একজন আক্রান্ত হয়েছিল। এরমধ্যে সাতকানিয়ার এক বৃদ্ধ একজন মারা যাওয়ার পর করোনা শনাক্ত হয়েছেন, পটিয়ায় ৬ বছরের এক শিশু মারা গেছে হাসপাতালে ভর্তি হওয়ার দেড় ঘন্টার মধ্যে, সরাইপাড়া লোহারপুল এলাকার এক নারী মারা যাওয়ার পর করোনায় শনাক্ত হয়েছেন, নিমতলা এলাকার এক নারী মারা যাওয়ার পর করোনা শনাক্ত হয়েছেন, সরাইপাড়া লোহারপুল এলাকায় এক ব্যক্তি মারা যাওয়ার পর করোনা শনাক্ত হয়েছেন, সাগরিকার এক নাইটগার্ড মারা যাওয়ার পর করোনা শনাক্ত হয়েছেন, মোহরার এক নারী মারা যাওয়ার পর করোনা শনাক্ত হয়েছেন এবং সর্বশেষ এনায়েত বাজারের লোকটি মারা যাওয়ার পর করোনা শনাক্ত হলো। এছাড়া ৬ মে পাহাড়তলী লাকী হোটেল মোড় এলাকার বাসিন্দা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া গত ৬ মে মারা যাওয়ার পর নমুনা রিপোর্টে করোনা শনাক্ত হয়েছেন তিনজন, ৭ মে বৃহস্পতিবার সাগরিকা এলাকার এক ব্যক্তি মারা যাওয়ার পর করোনা শনাক্ত হয়েছেন। এনিয়ে চট্টগ্রামে করোনায় মৃতের সংখ্যা ১৩ জনে দাঁড়ালো। এছাড়া সর্বশেষ সুস্থ হয়ে বাড়ি গেছেন ৪৯ জন।

এ মুহূর্তের সংবাদ

বিএনপি নেতার গলায় মালা পড়ালেন ওসি

ফজলে করিমকে আরও এক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ

এনবিআরের ৫ যুগ্ম কমিশনারসহ ৮ কর কর্মকর্তা সাময়িক বরখাস্ত

আগস্ট থেকে ১৫ টাকা দরে চাল পাবে ৫৫ লাখ পরিবার

আগস্ট থেকে ১৫ টাকা দরে চাল পাবে ৫৫ লাখ পরিবার

মিটফোর্ডে সোহাগ হত্যার আসামি নান্নু না.গঞ্জ থেকে গ্রেপ্তার

সর্বশেষ

বিএনপি নেতার গলায় মালা পড়ালেন ওসি

ফজলে করিমকে আরও এক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ

এনবিআরের ৫ যুগ্ম কমিশনারসহ ৮ কর কর্মকর্তা সাময়িক বরখাস্ত

আগস্ট থেকে ১৫ টাকা দরে চাল পাবে ৫৫ লাখ পরিবার

আগস্ট থেকে ১৫ টাকা দরে চাল পাবে ৫৫ লাখ পরিবার

মিটফোর্ডে সোহাগ হত্যার আসামি নান্নু না.গঞ্জ থেকে গ্রেপ্তার