Blog Page 2773

তিনমাস পর খুললো সাংহাইয়ের ডিজনিল্যান্ড

সুপ্রভাত ডেস্ক

করোনাকে হারিয়ে ছন্দে ফিরছে চীন। বিধিনিষেধ থাকলেও বাড়ি থেকে বেরনোর অনুমতি পেয়েছেন চীনের বাসিন্দারা। তাদের স্বাভাবিক জীবনযাত্রায় পুরনো ছন্দে ফেরাতে সোমবার থেকে খুলে গেল সাংহাইয়ের ডিজনিল্যান্ড। তবে অবশ্যই বেশকিছু নিয়মকানুন মেনে তবে মিলছে সেই পার্কে ঢোকার অনুমতি।

২০১৯ সালের ডিসেম্বর মাস থেকেই করোনার করাল গ্রাসে ছারখার হয়েছে চীন। সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছিল কোভিড-১৯ এর কেন্দ্র ইউহান-সহ একাধিক শহর। এরপর ¯্রফে মৃত্যুমিছিল দেখেছে চীন। ঘরে ঘরে আক্রান্ত হয়েছে মানুষ। অবশেষে সেই কালো সময় পেরিয়ে নতুন ভোর দেখছে জিংপিংয়ের দেশ। এবার সেদেশের কচিকাঁচাদের জন্য বিনোদন পার্ক খুলে দিন ওয়ালর্ট ডিজনি। সাংহাইয়ের এই বিনোদন পার্ক দেশ-বিদেশের মানুষের কাছে অন্যতম আকর্ষণ।

প্রথমদিনের টিকিট বুকিং শুরু হতেই নিমেষে বিক্রি হয়ে গিয়েছিল টিকিট। মূলত ওয়েবসাইটের মাধ্যমে প্রি-বুকিং হয়েছে। বিনোদন পার্কের মোট পর্যটকের মাত্র ৩০ শতাংশকে পার্কে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে। মানতে হচ্ছে বিবিধ নিয়মকানুন। নতুন বসানো লাউড স্পিকারে ঘনঘন ঘোষণা করা হচ্ছে। বিনোদনমূলক রাইড হোক কিংবা লাইন, সর্বত্রই কড়াভাবে সামাজিক দূরত্ব কার্যকর করা হয়ছে। মাস্কে মুখ ঢাকা বাধ্যতামূলক। পার্কে

ঢোকার আগে শারীরিক পরীক্ষা করা হচ্ছে। মাপা হচ্ছে তাপমাত্রা। তারপরই মিলে পার্কে ঢোকার ছাড়পত্র।

খবর সংবাদপ্রতিদিন’র।

করোনা : মাইকোব্যাকটেরিয়াম কী?

সুপ্রভাত ডেস্ক

সারা পৃথিবী যখন কোভিডের ওষুধ ও প্রতিষেধক খুঁজে চলেছে, মাইকোব্যাকটেরিয়াম-ডব্লিউ নামের ওষুধ সেখানে আর একটু আশার আলো দেখাল। মাইকোব্যাকটেরিয়াম-ডব্লিউ মূলত কুষ্ঠের ওষুধ। প্রথমে কুষ্ঠের জন্য ব্যবহার হলেও পরবর্তীতে ব্যবহার হতে লাগল টিবি রোগের প্রতিষেধক হিসেবে। তার পর এই ওষুধ ব্যবহার করা হয় ক্যানসারে। ব্লাডার ক্যানসারে মৃতপ্রায় রোগীরা প্রাণ ফিরে পেলেন এই ওষুধের ছোঁয়ায়। এ বার এল কোভিডের পালা।

পিজিআই চ-ীগড়ের চিকিৎসক-বিজ্ঞানীরা চার জন গুরুতর অসুস্থ কোভিড রোগীর উপর পর পর তিন দিন ০.৩ মিলি মাত্রায় এই ওষুধ ইঞ্জেকশনের মাধ্যমে প্রয়োগ করেন। দেখা যায়, রক্তে যে সংক্রমণের বিষ মারাত্মক ভাবে ছড়িয়েছিল, তার মাত্রা কমতে শুরু করেছে। শরীরের আভ্যন্তরীণ প্রত্যঙ্গদের অকেজো হওয়ার হারও কমেছে কিছুটা। ওষুধের বিরূপ প্রতিক্রিয়াও হয়নি। ফলে কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাসট্রিয়াল রিসার্চের তত্ত্বাবধানে ‘ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া’-র অনুমতিক্রমে শুরু হয়ে গেল মাইকোব্যাকটেরিয়াম-ডব্লিউ নিয়ে ক্লিনিকাল ট্রায়ালের প্রস্তুতি পর্ব। তাতে সীলমোহর পড়ল এফডিএ এবং আইসিএমআর-এর।

কী ভাবে হবে এই ক্লিনিকাল ট্রায়াল

আপাতত ঠিক করা হয়েছে, মোট তিনটি পর্যায়ে এই ট্রায়াল হবে। চলবে তিনটি আলাদা সেন্টারে। পিজিআই চ-ীগড়ে, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স, ভোপাল ও দিল্লিতে।

প্রথম পর্যায়ে ট্রায়াল হবে পিজিআই চ-ীগড়ে। আইসিইউ-তে ভর্তি ৫০ জন জটিল কোভিড রোগীর উপর। তার মধ্যে অর্ধেক রোগীকে দেওয়া হবে এই ওষুধ ও অর্ধেক রোগীকে প্ল্যাসিবো অর্থাৎ ওষুধের মতো দেখতে কিন্তু ওষুধ নয় এমন কিছু। এ ক্ষেত্রে তা নুন-জল। অন্যান্য চিকিৎসা যেমন চলছিল তেমনই চলবে। ৩-৪ সপ্তাহ রোগীদের খুব ভাল ভাবে নজরে রাখা হবে। তারা কতটা সেরে উঠছেন, অক্সিজেনের চাহিদা কমছে কি না, ভেন্টিলেটরের প্রয়োজন কমছে কি না,  প্রত্যঙ্গেরা হারানো কার্যকারিতা কতটা ফিরে পাচ্ছে, মৃত্যুহার কতটা কমছে ইত্যাদি।

দ্বিতীয় পর্যায়ের ট্রায়ালে যোগ দেওয়ার জন্য ৫০০ জন এমন মানুষকে বেছে নেওয়া হবে যারা কোভিড রোগীর ঘনিষ্ঠ সাহচর্যে রয়েছেন, অথচ এখনও কোনও উপসর্গ হয়নি। কোভিড রোগীর আত্মীয় ও হাসপাতালের কর্মীদের মধ্যে থেকেই বাছা হবে এদের। ওষুধ দিয়ে দেখা হবে রোগের বিরুদ্ধে তাদের পুরোদস্তুর বা আংশিক প্রতিরোধ গড়ে উঠল কি না।

তৃতীয় পর্যায়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অথচ রোগ তত জটিল নয়, এমন রোগীদের দিয়ে দেখা হবে কত তাড়াতাড়ি তারা সেরে উঠলেন, কত জনের অবস্থা খারাপ হল, কত জনের আইসিইউ-এর প্রয়োজন হল কত জনের হল না ইত্যাদি খুঁটিনাটি।

সিএসআইআর-এর কোভিড-১৯ কার্যক্রমের কোঅর্ডিনেটর রাম বিশ্বকর্মা জানিয়েছেন, ‘প্রথম ট্রায়ালটির ফলাফল বুঝতে ৩৫-৪০ দিনের মতো সময় লাগবে। তাতে আশানুরূপ ফল পেলে দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু হবে।’ অর্থাৎ মাইকোব্যাকটেরিয়াম-ডব্লিউ ওষুধ হিসেবে কাজ করবে কি না বা কতটা করবে তা যেমন দেখা হবে, প্রতিষেধক হিসেবে তার ভূমিকাও দেখা হবে খতিয়ে।

মাইকোব্যাকটেরিয়াম-ডব্লিউ নিয়ে চলছে গবেষণা।

ওষুধ ও প্রতিষেধক : মাইকোব্যাকটেরিয়াম-ডব্লিউ

যে কারণটির জন্য মাইকোব্যাকটেরিয়াম ওষুধ এবং প্রতিষেধক দুই হিসেবেই কাজ করার ক্ষমতা রাখে, তা হল ইমিউনোমডিউলেশন। এটি ইমিউনোমডিউলেটরি ড্রাগ। অর্থাৎ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে সে প্রয়োজনমতো বাড়াতে-কমাতে পারে। ফলে গুরুতর রোগীর শরীরে যখন জীবাণুকে হারানোর চেষ্টায় প্রতিরোধ ক্ষমতা মারাত্মক বেড়ে যায়, নানা রকম রাসায়নিক হু হু করে বেরিয়ে শরীর জুড়ে বিরূপ প্রভাব ফেলে, যাকে বলে ‘সাইটোকাইন স্টর্ম’, সেই বেড়ে যাওয়া প্রতিরোধ ক্ষমতাকে এই ওষুধ কমিয়ে এমন মাত্রায় নিয়ে আসতে পারে যাতে জীবাণুও মরে, সঙ্গে কমে শরীর জুড়ে এই ক্ষতির হার। এই কারণের জন্য গুরুতর কোভিড রোগীর চিকিৎসায় এই ওষুধের ভূমিকা থাকতে পারে বলে ভাবছেন বিজ্ঞানীরা।

অন্য দিকে আবার প্রয়োজনে প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও পারে সে। ফলে যে সব মানুষের রোগের আশঙ্কা রয়েছে, অথচ রোগ এখনও হয়নি, তাদের শরীরে প্রয়োগ করলে সে জীবাণুর বিরুদ্ধে লড়াই করার জন্য যতটা প্রতিরোধ শক্তি দরকার, ততটার জোগান দিতে পারে। হালকা ও মাঝারি অসুস্থ রোগীদের ক্ষেত্রেও তার এই একই কাজ। জীবাণুর পরিমাণের সঙ্গে পাল্লা দিয়ে প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, যাতে রোগ বাড়াবাড়ি পর্যায়ে যেতে না পারে, রোগী সুস্থ হতে পারেন চটপট।

চিকিৎসকদের মতে, যে সব দেশে জন্মের পরই টিবি ঠেকাতে এই ওষুধ ভ্যাকসিন হিসেবে দেওয়া হয় (বিসিজি ভ্যাকসিন) কিছু দেশে। যেমন, ভারত, বাংলাদেশ, পাকিস্থান, ইথিওপিয়া, ইজিপ্ট, সাউথ কোরিয়া ও সাউথ ইস্টের অন্যান্য দেশ। এই সব দেশে কোভিডের ভয়াবহতা বিসিজি না নেওয়া দেসের তুলনায় অনেক কম। কাজেই রোগ প্রতিরোধ, এমনকি, ওষুধ হিসেবেও মাইকোব্যাকটেরিয়াম-ডব্লিউ-এর ভূমিকা থাকা অসম্ভব কিছু নয়। তবে প্রথম ট্রায়াল শেষ না হওয়া অবধি ঘটনার গতিপ্রকৃতি বোঝা সম্ভব নয়।

হৃদরোগীদের জন্য কোভিড কতটা ঝুঁকির?

সুপ্রভাত ডেস্ক

হৃদরোগ থাকলে কোভিডের আশঙ্কা বেশি থাকে এমন নয়। রোগ প্রতিরোধ ক্ষমতা মোটামুটি ঠিক থাকলে আর পাঁচ জনের যতটুকু ভয়, হৃদরোগীদের ভয়ও প্রায় ততটুকুই। তবে রোগ হলে বিপদ আছে। যে মাত্রার সংক্রমণ এক জন কমবয়সী ও ফিট মানুষ অবলীলায় সামলে নিতে পারেন, সেই একই সংক্রমণ জটিল হৃদরোগীর ক্ষেত্রে বাড়াবাড়ি রূপ নিতে পারে।

কতটা বাড়াবাড়ি

আমেরিকান কলেজ অব কার্ডিওলজির রিপোর্ট থেকে জানা গিয়েছে, সাধারণ কোভিড রোগীদের মধ্যে যেখানে মৃত্যুহার ২.৩ শতাংশ, হৃদরোগ আছে এমন কোভিড রোগীর ক্ষেত্রে তা পৌঁছে যায় ১০.৫ শতাংশে। এ নিয়ে গবেষণা হয়েছে সারা বিশ্ব জুড়ে। সবারই মতামত মোটের উপর এক। আমেরিকা, ইউরোপ ও এশিয়ার ১১টি দেশের ১৬৯টি হাসপাতালে ভর্তি ৮৯১০ জন রোগীর উপর সমীক্ষা চালিয়ে বস্টনের ব্রিগহাম ও ওমেনস হাসপাতালের চিকিৎসকেরা দেখেন, এদের মধ্যে যে ৫১৫ জন মারা গিয়েছেন, তার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যায় আছেন বয়স্ক ও হৃদরোগীরা। ৬৫-র চেয়ে বেশি বয়সী মানুষের মধ্যে মৃত্যুহার ১০ শতাংশ, বয়স বেশি নয় কিন্তু করোনারি আর্টারি ডিজিজ আছে এমন রোগীদের মধ্যে মৃত্যুহার ১০.২ শতাংশ, হার্ট ফেলিয়োরের রোগীদের ১৫.৩ শতাংশ, অ্যারিদমিয়ার রোগীদের মধ্যে ১১.৫ শতাংশ।

আরও বিশদ খবর পাওয়া যায় জার্নাল অব আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশন, কার্ডিওলজিতে প্রকাশিত এক প্রবন্ধে। চিনের একটি হাসপাতালে সমীক্ষা চালিয়ে বিজ্ঞানীরা দেখেছেন, হৃদরোগ আছে এমন কোভিড রোগী, যাদের রক্তে ট্রোপোনিন লেভেল বাড়েনি, তাদের মৃত্যুহার যেখানে ১৩ শতাংশ, যাদের ট্রোপোনিন বেড়েছে তাদের মৃত্যুহার হয়ে গিয়েছে ৬৯ শতাংশ। ট্রোপোনিন হল সেই কার্ডিয়াক এনজাইম, যার মাত্রা হার্টের পেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে।

জার্নাল অব আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশন, কার্ডিওলজিতে প্রকাশিত আর একটি প্রবন্ধে বিজ্ঞানীরা জানালেন, কোভিডের প্রভাবে হার্ট সরাসরি জখম হয়। হৃদরোগ ও তার কোনও রিস্ক ফ্যাক্টর, যেমন ডায়াবিটিস, বেশি বয়স ইত্যাদি থাকলে তার মাত্রা খুব বেশি হয় ঠিকই, কিন্তু না থাকলে একেবারে হবে না, এমন কিন্তু মোটেও নয়।

হার্টের কী ধরনের ক্ষতি হয়

কোভিডের জটিল পর্যায়ে হার্টের নানা রকম ক্ষতি হয়। যেমন-

– ভাইরাস যদি সরাসরি হার্টের পেশিতে সংক্রমণ ছড়ায়, যাকে বলে ভাইরাল মায়োকার্ডাইটিস, হার্টের পাম্প করার ক্ষমতা কমে যায়। তখন তিন রকম পরিস্থিতি হতে পারে।

– পাম্প করার ক্ষমতা খুব কমে গেলে হার্ট ফেলিওর হতে পারে। যাদের বয়স ৬৫-র বেশি, আগে থেকে হার্ট ফেলিওর আছে বা কোনও কারণে হার্ট দুর্বল, তাদের চট করে হয়। অন্যদেরও হতে পারে। বাড়াবাড়ি হলে মারা যেতে পারেন রোগী।

– কিছু রোগীর অ্যারিদমিয়া হয়, অর্থাৎ হৃদস্পন্দনের স্বাভাবিক ছন্দ এলোমেলো হয়ে পড়ে। কারও হৃদস্পন্দন খুব কমে যায়, যাকে বলে ব্র্যাডিকার্ডিয়া, কারও খুব বেড়ে যায়, যার নাম ট্যাকিকার্ডিয়া। দু-ক্ষেত্রেই চটজলদি ব্যবস্থা না নিলে প্রাণ নিয়ে টানাটানি পড়ে।

– যাদের ইসকিমিক হৃদরোগ আছে, অর্থাৎ হার্টের পেশিতে রক্ত যোগান দেয় যে সমস্ত সূক্ষ্ম সূক্ষ্ম রক্তবাহী নালী তাদের এক বা একাধিকের মধ্যে চর্বি জমে রক্ত চলাচলের পথ আংশিক বন্ধ থাকা, ভাইরাল মায়োকার্ডাইটিসের কারণে এই চর্বির ডেলা যদি তার নির্দিষ্ট জায়গা ছেড়ে ধমনীর অন্য কোথাও গিয়ে রক্ত চলাচলের পথ পুরোপুরি আটকে দেয়, হার্ট অ্যাটাক অনিবার্য।

অনেক সময় আবার ঠিক হার্ট অ্যাটাকের মতো উপসর্গ হলেও পরীক্ষা-নিরীক্ষায় তার কোনও চিহ্ন দেখতে পাওয়া যায় না। ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ সৌতিক পান্ডা জানিয়েছেন, ‘এর মূলে রয়েছে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার অতি সক্রিয়তা, যার হাত ধরে শরীরে প্রদাহ সৃষ্টিকারী রাসায়নিকের পরিমাণ বেড়ে যায়, বাড়ে রক্ত জমাট বাঁধার প্রবণতা। সবে মিলে এমন পরিস্থিতি হয় যে হার্টের ধমনীর পথ অবরূদ্ধ না হলেও, সে রকম উপসর্গই হয় অনেকটা।’

ক্ষতির পরিমাপ

সৌতিক পান্ডা বলেন, ‘কার ক্ষেত্রে কোন উপসর্গ হবে, কতটা ক্ষতি হবে, রোগীকে বাঁচানো যাবে কি যাবে না, সে সব নির্ভর করে রক্তে ট্রোপোনিন নামে এক কার্ডিয়াক এনজাইমের মাত্রার উপর। ভাইরাল মায়োকার্ডাইটিস হয়ে হার্টের পেশিতে যখন প্রদাহ শুরু হয়, রক্তে এর মাত্রা বাড়তে থাকে। হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর, অ্যারিদমিয়া, সবেরই আশঙ্কা বাড়ে। এর সঙ্গে যদি আবার নিউমোনিয়া বাড়তে থাকে, ফুসফুস ঠিক ভাবে অক্সিজেনের যোগান দিতে পারে না।’ তিনি জানান, বিভিন্ন স্টাডি থেকে জানা গিয়েছে, হার্টে জটিল সমস্যা হওয়ার পাশাপাশি ফুসফুসের কার্যকারিতা তলানিতে চলে এলে, যাকে বলে অ্যাকিউট রেসপিরেটরি ডিসট্রেস সিনড্রোম, ৬০-৭০ শতাংশ ক্ষেত্রে চিকিৎসায় কোনও ফল হয় না।

হৃদরোগের ওষুধ কি ক্ষতিকর

করোনা ভাইরাস শরীরে ঢোকে যে রিসেপটরে ভর করে, এসিই-২ রিসেপটর, সেই রিসেপটরের উপর কাজ করে রক্তচাপ ও হৃদরোগের দুটি ওষুধ। একটি হল এসিই ইনহিবিটার এবং অন্যটি অ্যাঞ্জিওটেনসিন রিসেপটর ব্লকার। কারও কারও মতে, এই সব ওষুধ খেলে এসিই-২ রিসেপটরের সংখ্যা বেড়ে যায় বলে ভাইরাসের শরীরে ঢোকা সহজ হয়। আবার কেউ মনে করেন এসিই-২ রিসেপটরের সংখ্যা বাড়া মানে হার্টের কার্যকারিতা বাড়া, ফলে রোগ হলেও তাকে সামলানো সহজ হয়। এর কোনটা ঠিক তা এখনও নিশ্চিত করে জানা নেই। সাম্প্রতিক কিছু গবেষণার সূত্রে জানা গিয়েছে, সম্ভবত এই ওষুধ দু’টি ভূমিকাই পালন করে। সংক্রমণের আশঙ্কা বাড়লেও রোগের কারণে হার্ট ও ফুসফুসের ক্ষতি কম হয়। কাজেই বিশ্বের তাবড় তাবড় বিজ্ঞানীর মত হল, ক্ষতি হচ্ছে এ রকম প্রত্যক্ষ প্রমাণ যত ক্ষণ হাতে না আসে, এই ওষুধ খাওয়া বন্ধ করা যাবে না।

চোখ লাল হওয়াও করোনার কি লক্ষণ?

সুপ্রভাত ডেস্ক

হ্যাঁ, শুধু নাকে, মুখে ঢাকা দিলেই যদি ভেবে থাকেন করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়া যাবে, ভুল হবে। গবেষকরা বলছেন, চোখের মধ্যে দিয়েও শরীরে প্রবেশ করতে পারে করোনা ভাইরাস। আর তাতেই নতুন করে চিন্তা বেড়েছে সকলের।

জন হপকিন্স ইউনিভার্সিটির গবেষকরা দেখিয়েছেন, করোনা ভাইরাসের বন্ধু প্রোটিন এসিই-২ শরীরে ভাইরাসকে ছড়িয়ে পড়তে সাহায্য করছে। আর সেই প্রোটিন পাওয়া গিয়েছে চোখের মধ্যে। ফলে ভাইরাস চোখ দিয়েও ছড়িয়ে পড়তে পারে বলে মনে করছেন গবেষকরা।

এর মানে হল, কোনও আক্রান্ত যদি হাঁচি বা কাশেন, তাহলে সামনে থাকা মানুষটি শুধু চোখ মুখ ঢাকলেই যে করোনা সংক্রমণ হবে না, তা নয়। কারণ চোখের এসিই-২ প্রোটিনের সাহায্যেও শরীরে প্রবেশ করতে পারে করোনা ভাইরাস। সেই কারণেই কয়েকজন করোনা আক্রান্তের চোখে কনজাংটিভাইটিস বা অন্য সমস্যা দেখা দিয়েছে। লাল হয়ে গিয়েছে চোখ।

গবেষণায় নেতৃত্ব দিয়েছেন লিংগলি ঝাও, জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষক। তিনি জানিয়েছেন, ঝঅজঝ-ঈড়ঠ-২ চোখের মধ্যে বন্ধু প্রোটিনের সন্ধান পেয়েছে। যার ফলে চোখের মাধ্যমে এটি সংক্রমিত করছে মানুষকে।

গবেষকরা বলেছেন, তাই করোনা সংক্রমণ রুখতে যে স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছিল, তাতে আরও বদল আনা দরকার। নিজেকে নিরাপদে রাখতে চোখ ঢেকে রাখাটাও একান্তই প্রয়োজনীয়। ব্রিটেনের এক্সপ্রেস নিউজে প্রকাশিত একটি খবরে এমনই দাবি করা হয়েছে।

খবর নিউজ১৮’র।

ইরফানের নামেই মহারাষ্ট্রের গ্রাম

সুপ্রভাত ডেস্ক

চলচ্চিত্র জগতকে অপূর্ণ রেখে গত ২৯ এপ্রিল চলে গিয়েছেন অন্যতম অভিনেতা ইরফান খান। শুধু বলিউড নয় হলিউডেও তিনি বিশেষ জায়গা করে নিয়েছিলেন। তাই তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশ-বিদেশের বহু তারকারা।

এবার এই অন্যতম অভিনেতা কে সম্মান জানাতে এক অভিনব উদ্যোগ মহারাষ্ট্রের এক গ্রামে। মহারাষ্ট্রের সেই গ্রামের নামকরণ করা হলো প্রয়াত অভিনেতার নামেই।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, মহারাষ্ট্রের এই গ্রামের নাম হল ইগতপুরি। সেই গ্রামের নাম বদলে এবার নামকরণ করা হলো প্রয়াত অভিনেতা নামে। কারণ ওই গ্রামের সঙ্গে বিশেষ যোগ ছিল ইরফানের।

সেখানে একটি বাগান বাড়ি তৈরি করার পরিকল্পনা ছিল বলে জমি কিনেছিলেন ইরফান। এছাড়াও সেই গ্রামের জন্য বেশ কিছু কাজ করেছিলেন প্রয়াত অভিনেতা।

জানা যাচ্ছে, এই গ্রামটির দুস্থ পরিবারের বাচ্চাদের পড়াশোনার দায়িত্ব নিয়েছিলেন ইরফানদায়িত্ব নিয়েছিলেন ইরফান খান। বাচ্চাদের নিয়মিত বইপত্র কিনে দিয়েছেন। এছাড়াও গ্রামে একটি স্কুল খোলার উদ্যোগ নিয়েছিলেন তিনি। সেই স্কুলের যাবতীয় খরচের বেশ কিছুটা বহন করেছিলেন অভিনেতা নিজেই।

এখানেই শেষ নয়। ইগতপুর গ্রামের মানুষের স্বাস্থ্যের কথাও তিনি ভেবেছিলেন। কিনে দিয়েছিলেন বেশ কয়েকটি অ্যাম্বুলান্স। যাতে অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে মানুষ দ্রুত হাসপাতালে পৌঁছতে পারেন। আর এ জন্যই ইরফান খানকে শ্রদ্ধা জানাতে জেলা পরিষদ সিদ্ধান্ত নিয়েছে গ্রামের নতুন নামকরণ করার। খবর কলকাতাটোয়েন্টিফোর’র।

আমিরের পরামর্শ

সুপ্রভাত ডেস্ক

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। চিত্রনাট্য থেকে শুরু করে ছবির সব খুঁটিনাটি বিষয়ে তার মনযোগ থাকে। সব সময় নিখুঁত সিনেমা করতে চান তিনি। যেকোনো সিনেমা নির্মাণের আগে চিত্রনাট্যর গুরুত্ব সবচেয়ে বেশি। সেকারণে লকডাউনের এই অবসরে চিত্রনাট্যকারদের আহ্বান করেছেন ভালো চিত্রনাট্য লেখার জন্য। আমির বলেন, ‘ইন্ডাস্ট্রিতে পরিচালকদের ভালো চিত্রনাট্যকার দরকার। নবাগত স্ক্রিপ্ট রাইটারদের আরও বেশি বেশি করে চিত্রনাট্য লেখায় মন দেওয়া উচিত। লেখা ছেড়ে দিলে চলবে না। আরও প্র্যাকটিস করতে হবে।’ সম্প্রতি বলিউডের ‘সিনেস্তান’ সংস্থার পক্ষ থেকে এক অভিনব উদ্যোগ নেওয়া হয়েছিল। গৃহবন্দি জীবনের একঘেয়েমি কাটাতে স্ক্রিপ্ট রাইটারদের জন্য এক প্রতিযোগিতার আয়োজন করেছিল। সেই প্রতিযোগিতারই বিচারক প্যানেলে ছিলেন আমির খান। ‘সিনেস্তান’-এর চিত্রনাট্য লেখার প্রতিযোগিতায় মোট পাঁচ জনকে বেছে নেওয়া হয়েছে বিজেতা হিসেবে।

খবর আরটিভিঅনলাইন’র।

রাতে আসছে আয়নাবাজি’র প্রথম পর্ব

সুপ্রভাত ডেস্ক

‘আয়নাবাজি’ সিনেমার পর এবার করোনায় মানুষকে সচেতন করতে নির্মিত হয়েছে ওয়েব সিরিজ ‘ঘরে বসে আয়নাবাজি’। মঙ্গলবার রাত সাড়ে ১০টা থেকে দেখা যাবে সচেতনতামূলক এ ধারাবাহিক। ‘ঘরে বসে আয়নাবাজি’র প্রথম পর্ব প্রচার হবে লাইভ স্ট্রিমিং অ্যাপস ‘র‌্যাবিটহোল’ ও ব্র্যাকের ফেসবুক পেজে। অমিতাভ রেজা পরিচালিত সিনেমা ‘আয়নাবাজি’র চরিত্র আয়না, হৃদি ও সাংবাদিক সাবের করোনা সংকটকালে কী করছে, সেটা নিয়েই এবারের গল্প। ঘরে বসেই নির্মাতা ও কলাকুশলীরা এই সিরিজের কাজ করেছেন। অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মাসুমা রহমান নাবিলা ও পার্থ বড়ুয়া। ব্র্যাক ও অস্ট্রেলিয়ান এইডের সহায়তায় নির্মিত হয়েছে এটি। আয়নাবাজি সিরিজটির প্রসঙ্গে অমিতাভ রেজা বলেন, অনেক দিন থেকে ‘আয়নাবাজি’ ছবিটি মানুষের মনে গেঁথে রয়েছে। সেই চরিত্রগুলো যেন এবার মানুষকে সচেতন করতে পারে এই লক্ষ্য নিয়েই সিরিজটি নির্মাণ করেছি। এদিকে এরই মধ্যে প্রকাশিত হয়েছে সিরিজের টিজার ও একটি গান। সিরিজের জন্য গল্প লিখেছেন নাসিফ ফারুক। তিনটি পর্বের সিরিজের প্রতিটির দৈর্ঘ্য ৭ থেকে ৮ মিনিট।

খবর ডেইলিবাংলাদেশ’র।

পরিযায়ী শ্রমিকদের জন্য বাসের ব্যবস্থা করলেন সোনু সুদ

সুপ্রভাত ডেস্ক

ভিন রাজ্যের শ্রমিকরা আটকে রয়েছেন মুম্বইতে। লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন সাধারণ মানুষ থেকে প্রশাসনও। এমন দুঃসময়ে পরিযায়ী শ্রমিকদের উদ্দেশে এগিয়ে এলেন সোনু সুদ। বাড়ি কর্তাটকে হলেও কর্মসূত্রে যারা আটকে রয়েছেন মুম্বইতে, এমন শ্রমিকদের বাড়ি ফেরাতে ১০টি বাসের ব্যবস্থা করলেন বলিউড অভিনেতা। যাবতীয় ব্যয়ভার বহন করবেন সোনু নিজেই। অভিনেতার কথায়, ‘মাইলের পর মাইল বাচ্চা কাঁধে কিংবা বৃদ্ধ মা-বাবাকে নিয়ে এভাবে হেঁটে যাওয়ার দৃশ্য আমার কাছে খুবই কষ্টকর।’

সোমবারই কর্তাটকের পরিযায়ী শ্রমিকদের নিয়ে মহারাষ্ট্রের থানে থেকে সেই ১০টি বাস রওনা হয়েছে গুলবর্গার উদ্দেশে। যাতায়াতের খরচই শুধু নয়, দীর্ঘ পথে কাউকেই যেন অভুক্ত না থাকতে হয়, সেই জন্য খাবারের ব্যবস্থাও করেছেন সোনু সুদ। সোমবার থানের বাসস্ট্যান্ডে এসে সশরীরে শ্রমিকদের বিদায় জানিয়েছেন। যে মুহূর্ত ইতিমধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল। উল্লেখ্য, মহারাষ্ট্র এবং কর্তাটক সরকারের অনুমতি নিয়েই শ্রমিকদের বাড়ি ফেরাতে বাসের আয়োজন করেছেন সোনু। পরবর্তীতে প্রয়োজনে অন্যান্য রাজ্যের শ্রমিকদের জন্যও এমন আয়োজন করতে প্রস্তুত সোনু, জানালেন নিজেই।

এ প্রসঙ্গে বলিউড অভিনেতার মন্তব্য, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি অতিমারীতে এই বিশ্বব্যাপী স্বাস্থ্য সঙ্কট, বিপর্যয়ের সময় সকলেই চান নিজেদের পরিবার, প্রিয়জনের পাশে থাকতে। বাড়ি ফেরার আশায় বৃদ্ধ মা-বাবা, ছোট্ট সন্তানদের নিয়ে ওদের মাইলের পর মাইল হাঁটার দৃশ্য আমার কাছে খুবই কষ্টের। তাই মহারাষ্ট্র এবং কর্নাটক সরকারের সঙ্গে কথা বলে বাসের বন্দোবস্ত করার অনুমতি জোগাড় করেছি। যাতে এই পরিযায়ী শ্রমিকদের দশটি বাসে করে বাড়ি পাঠানো যায়। মহারাষ্ট্র সরকারের আধিকারিকরা প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করতে দারুণ সহযোগিতা করেছেন। অন্যদিকে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার অনুমতি দেওয়ার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাব কর্নাটক সরকারকে।’

খবর সংবাদপ্রতিদিন’র।

জোড়া লাগছে হৃতিক-সুজানের সম্পর্ক?

সুপ্রভাত ডেস্ক

একসঙ্গে বসে ডিনার সারছেন, সপরিবারে ইনডোর গেম খেলছেন আবার কখনও বা একের পর এক হৃতিকের ছবি তুলে দিচ্ছেন তিনি। ছেলে, স্বামী, সংসার! সুজান…? রোশন পরিবারের ছবিটা লকডাউনের প্রায় দু’মাস ধরে খানিকটা এ রকমই। অথচ লকডাউনের কয়েক দিন আগেও সুজান-হৃতিক নিজেরাও এই দৃশ্য বদল আন্দাজ করতে পারেননি।

হৃতিকই প্রস্তাবটা দিয়েছিলেন সুজানকে। অস্থির অবস্থায় তাদের দুই ছেলে রেহান এবং হৃদান যেন বাবা-মা দু’জনকেই কাছে পায়, সেই চেষ্টাই করেছিলেন তিনি।তাই সুজানকে বাড়িতে আসতে বলেছিলেন। সুজানও রাজি হয়ে গিয়েছিলেন। তল্পিতল্পা গুটিয়ে চলে এসেছিলেন প্রাক্তনের বাড়ি। নিন্দুকেরাও পরিস্থিতি বুঝে সরব! কী হতে চলেছে সে নিয়ে তাদের বিস্ময়ের অন্ত ছিল না। কিন্তু ঠিক কী বলেছিলেন সুজান?

বুঝেছিলাম এই সাংঘাতিক সময়ে আমাদের প্রত্যকেরই প্রত্যেককে দরকার। সেই চিন্তা মাথায় নিয়ে, ভালবাসার জন্যই আমাদের ‘লকডাউন অ্যাডভেঞ্চার’ শুরু হয়, বলেছিলেন সুজান।

খবর আনন্দবাজার’র।

বল-বিকৃতি বৈধ করতে বললেন ইয়ান চ্যাপেল

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক

করোনা ভাইরাসের জেরে নিষিদ্ধ হয়ে যেতে পারে থুতু ও ঘাম দিয়ে বল পালিশের প্রক্রিয়া। যে কারণে প্রশ্ন উঠতে শুরু করেছে, বোলাররা বলের এক দিকে পালিশ ঠিক রেখে সুইং করাবেন কী করে? অনেকেই অনেক রাস্তার কথা বলেছেন। কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্নের পরামর্শ, ‘বলের ওজন এক দিকে বাড়িয়ে দেওয়া হোক।’ অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ইয়ান চ্যাপেল মনে করেন, এই সমস্যার সমাধান করতে বল-বিকৃতিকে বৈধ ঘোষণা করা উচিত আইসিসি’র।

এর আগে শোনা গিয়েছিল, আইসিসিও বল-বিকৃতি করার ব্যাপারে ছাড় দিতে পারে। চ্যাপেল একটি ক্রিকেট ওয়েবসাইটে তার কলামে লিখেছেন, ‘এখন ক্রিকেট বন্ধ। তাই এটাই হল পরীক্ষা-নিরীক্ষা করার আদর্শ সময়। থুতু বা ঘাম দিয়ে বল পালিশ করাটা স্বাস্থ্যের পক্ষে বিপজ্জনক হবে। তাই বোলারদের অন্য ভাবে বলের পালিশ ধরে রাখার চেষ্টা করতে হবে।’ এর আগে চ্যাপেল সুপারিশ করেছিলেন, অধিনায়কদের থেকে জানতে চাওয়া হোক বোলাররা কী ব্যবহার করে বলের পালিশ ঠিক রাখতে চায়।

খবর আনন্দবাজার’র।

এ মুহূর্তের সংবাদ

সামাজিক উন্নয়ন সূচকে মা ও শিশুমৃত্যুর হার একটি বড় ইস্যু

বিএনপি নেতার গলায় মালা পড়ালেন ওসি

ফজলে করিমকে আরও এক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ

এনবিআরের ৫ যুগ্ম কমিশনারসহ ৮ কর কর্মকর্তা সাময়িক বরখাস্ত

আগস্ট থেকে ১৫ টাকা দরে চাল পাবে ৫৫ লাখ পরিবার

আগস্ট থেকে ১৫ টাকা দরে চাল পাবে ৫৫ লাখ পরিবার

সর্বশেষ

সামাজিক উন্নয়ন সূচকে মা ও শিশুমৃত্যুর হার একটি বড় ইস্যু

‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষ্যে আজ রাষ্ট্রীয় শোক

বিএনপি নেতার গলায় মালা পড়ালেন ওসি

ফজলে করিমকে আরও এক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ

এনবিআরের ৫ যুগ্ম কমিশনারসহ ৮ কর কর্মকর্তা সাময়িক বরখাস্ত

আগস্ট থেকে ১৫ টাকা দরে চাল পাবে ৫৫ লাখ পরিবার

আগস্ট থেকে ১৫ টাকা দরে চাল পাবে ৫৫ লাখ পরিবার