Blog Page 2767

বান্দরবানে রাস্তার পাশে পড়ে থাকা বৃদ্ধের লাশ উদ্ধার

সংবাদদাতা, বান্দরবান :

বান্দরবানে অধীর সেন (৭০) নামে রাস্তার পাশে পড়ে থাকা এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে শহরের ডনবস্কো স্কুল এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শহরের ৫ নম্বরের ওয়ার্ডের উজানি পাড়া মারমা স্টুডেন্টস কাউন্সিল (বিএমএসসি) লাইব্রেরির সামনে সকালে একটি অজ্ঞাত লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ও স্বাস্থ্য বিভাগের কর্মীরা তার লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।

এসময় ওই লাশের করোনা পরীড়্গার জন্য নমুনাও সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ।

পুলিশের ধারণা অতিরিক্ত মদপানে বিষক্রিয়া হয়ে রাতের  কোনো সময় তিনি মারা গেছেন। তার বাড়ি কক্সবাজার জেলার খুরুসকুল এলাকায়।  তিনি শহরের একটি চা  দোকানে চাকরি করতেন বলে জানায় পুলিশ।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

 

 

দেশে করোনা আক্রান্তের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে : ডা. শাহাদাত

হালিশহরে খাদ্যসামগ্রী দিচ্ছেন ডা, শাহাদাত হোসেন

মহানগর বিএনপির সভাপতি ও বিএনপি’র মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিদের দায়িত্বহীন উক্তির কারণে দেশে করোনা আক্রান্তের পরিমাণ খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। জনগণের পাঁচটি মৌলিক অধিকারের বর্তমান সবচেয়ে খারাপ অবস্থা স্বাস্থ্যসেবা ব্যবস্থার। বর্তমান স্বাস্থ্যমন্ত্রী যখন বলেন, করোনা ভাইরাসের কারণে দেশে তেমন মৃত্যু ঘটছে না। স্বাভাবিকভাবে সাধারণ মানুষ উৎসাহিত হয়ে সমস্ত লকডাউন ভেঙ্গে রাস্তায় নামার জন্য সম্প্রতি ঢাকা-নারায়ণগঞ্জ-চট্টগ্রামসহ সারা বাংলাদেশে করোনা আক্রান্তের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। সরকারি হিসেবে মৃত্যু হয়েছে ২৭০ জনের মত। আর করোনা সম্পর্কিত বিভিন্ন উপসর্গ নিয়ে গত দুই মাসে মৃত্যু হয়েছে ৯৭৫ জনের মত। যেখানে আমাদের পার্শ্ববর্তী ভুটান কিংবা মালদ্বীপে ১০ লাখ লোকের বিপরীতে ১১০০০ হাজার টেস্ট করেছে। সেখানে আমরা মাত্র করতে পারছি ৬০০ থেকে ৭০০ জনের। সুতরাং এই মুহূর্তে দায়িত্বশীলদের এই ধরনের উক্তি জনসাধারণের সাথে রসিকতা ছাড়া আর কিছুই নয়।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে বাদশা মিয়া রোডের নিজ বাসভবনের সামনে ৩৮ নম্বর দক্ষিণ মধ্যম হালিশহর ও ৩৭ নং উত্তর মধ্যম হালিশহর ওয়ার্ডের এবং সিএনজি চালক দলের অসহায় দরিদ্রদের জন্য ৬ শতাধিক পরিবারের জন্য ত্রাণসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।
এতে উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপির সভাপতি ও কাউন্সিলর প্রার্থী হাজী হানিফ সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল হাসান, মহানগর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. সেলিম, বন্দর থানা বিএনপির যুগ্ম সম্পাদক ও কাউন্সিলর প্রার্থী মো. হারুন, বন্দর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলর প্রার্থী মো. ওসমান, ৩৭নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক মো. মহিলা সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী সাহিদা খানম, ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আলী আহসান, যুগ্ম সম্পাদক মোহাম্মদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি

বন্দি জীবনে মুক্তির স্বাদ

ফুলকির ছাত্রছাত্রীদের অনলাইনে ক্লাস দেয়া হচ্ছে

বর্তমান সময়ে করোনা জীবাণু সংকটকালে শিশু-কিশোরদের বন্দি জীবনে মুক্তির স্বাদ দিতে সম্প্রতি ফুলকির আয়োজনে ৬-১৫ বছরের শিশু কিশোরদের জন্য অনলাইনে শুরু হলো জীবনশৈলী ও সাংস্কৃতিক পাঠের আয়োজন। যেখানে থাকছে মনীষীদের পরিচয়, সভ্যতার কথা, বিজ্ঞানের টুকরো খবর, গান শেখা ও শোনা, ছবি আঁকা ও কারুকলা, আবৃত্তি ও সাহিত্য পাঠ, শরীরচর্চা ও অন্তরঙ্গন খেলা এবং অবশ্যই জীবনবোধ। এই গভীর অসুখ থেকে পরবর্তীতে পৃথিবীকে সুস্থ রাখতে হয়তো এই শিশুকিশোররাই চেষ্টা করবে পৃথিবীর সকল সৃষ্টিকে তার যথাযথ অধিকারটুকু বুঝিয়ে দিয়ে সহবস্থান করতে।
বয়স ভিত্তিতে জয়ধ্বনি, জয়মাল্য, জয়জয়ন্তী এই তিন দলে ভাগ হয়ে প্রায় ৮০ জন শিশু-কিশোর অনলাইনে যুক্ত হয়েছে। শুধু ফুলকির শিক্ষার্থী নয় এটি ৬-১৫ বছরের সকল শিশু-কিশোরদের জন্য বিনামূল্যে উন্মুক্ত একটি আয়োজন। প্রথম দিন কবিগুরুর ১৫৯ তম জন্মদিন উপলক্ষে ছিল তারই কণ্ঠে গান ও আবৃত্তি শোনা, রবীন্দ্রনাথ এর নিজের ও তার আঁকা দুর্লভ ছবি দেখা, তার সম্পর্কে অজানা ও মজার তথ্য জানা, তাকে নিয়ে শিক্ষকদের সাথে ভাবনা, আঁকা, নানা কিছু সেইসাথে ৮ বছরের শিশুরা জেনেছে নানা দেশের নববর্ষ সম্পর্কে। ক্লাসে যোগদান করতে শিক্ষার্থীর নাম, বয়স, একটি হোয়াটসঅ্যাপস নম্বর লিখে পাঠাতে হবে [email protected] এই ঠিকানায়। বিজ্ঞপ্তি

১০০ পরিবারকে খাদ্যসামগ্রী দিলো এপেক্স বাংলাদেশ ফাউন্ডেশন

এপেক্স বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করেন সংগঠনের সদস্যরা

এপেক্স বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষে চট্টগ্রামেও করোনায় ক্ষতিগ্রস্ত ও পবিত্র মাহে রমজান উপলক্ষে ১০০ পরিবারকে সম্প্রতি খাদ্যসামগ্রী সহায়তা প্রদান করা হয়েছে। এপেক্স বাংলাদেশ ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান মহিউদ্দিন শাহ আলম নিপুর তত্ত্বাবধানে পরিবারগুলোর নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
খাদ্রসামগ্রী বিতরণের সময় এপেক্স বাংলাদেশ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন শাহ আলম নিপু, পেট্রন ইয়াছিন চৌধুরী ও লাইফ মেম্বার ইলিয়াছ জসীম উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

করোনাভাইরাস: রোহিঙ্গা ক্যাম্পে প্রথম রোগী শনাক্ত

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প

সুপ্রভাত ডেস্ক :

রোহিঙ্গা ক্যাম্পে দু’জন শরণার্থীকে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। প্রায় দশ লাখ রোহিঙ্গার আবাসস্থল শরণার্থী শিবিরগুলোতে এই প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেলো।

রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের স্বাস্থ্য সমন্বয়ক ডা. তোয়াহা ভুঁইয়া  জানিয়েছেন যে আজ ৩৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এবং ওই পরীক্ষায় দু’জন করোনাভাইরাস পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।

আক্রান্ত দু’জনের সংস্পর্শে এসেছিলেন বলে ধারণা করা হচ্ছে, এমন প্রায় এক হাজার ৯০০ জনকে এখন আলাদা করার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

অন্যদিকে আক্রান্ত দু’জনের একজনকে আন্তর্জাতিক সংস্থা মেডিসিন উইদাউট বর্ডারস এবং অন্যকে আন্তর্জাতিক শরণার্থী সংস্থার তত্ত্বাবধানে আইসোলেশনে রাখা হয়েছে।

করোনাভাইরাস সংক্রমণের শুরুতেই স্বাস্থ্য বিশেষজ্ঞরা রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছিলেন।

ক্যাম্পে অনেক ছোট জায়গায় প্রায় দশ লাখ রোহিঙ্গার বসবাসের কারণেই এ উদ্বেগ তৈরি হয়েছিলো।

এ উদ্বেগ থেকেই গত ৪ঠা মার্চ ক্যাম্প আংশিক ও ১৪ই মার্চ থেকে পুরোপুরি লকডাউন করে দেয়া হয় বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

 

রাশিয়ায় নতুন আক্রান্তের সংখ্যা ১০ হাজারের নিচে

সুপ্রভাত ডেস্ক :

রাশিয়ায় গত প্রায় দুই সপ্তাহের মধ্যে এই প্রথমবারের মতো মহামারি করোনাভাইরাসে নতুন করে আক্রান্তের সংখ্যা হ্রাস পেয়ে ১০ হাজারের নিচে নেমে এসেছে। খবর এএফপি’র।

স্বাস্থ্য কর্মকর্তারা জানান, দেশটিতে গত ২৪ ঘণ্টায় মোট ৯ হাজার ৯৭৪ জন কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছে। এনিয়ে রাশিয়ায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ২ লাখ ৫২ হাজার ২৪৫ জনে দাঁড়ালো।

খবরে বলা হয়, এ সপ্তাহে প্রতিদিনের হিসাবে রাশিয়ায় নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যার কয়েক দফা অবনতি ঘটে। ৩ মে’র পর থেকে এই প্রথমবারের মতো বৃহস্পতিবার দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ১০ হাজারের নিচে নামলো।

রাশিয়ায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ধারাবাহিকভাবে দ্রুত গতিতে বেড়ে চলায় এ সপ্তাহে দেশটি কোভিড-১৯ ভাইরাসে সংক্রমণের দিক থেকে বিশ্বে দ্বিতীয় স্থানে চলে এসেছে। এদিক থেকে প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র।

এদিকে দেশটিতে করোনা রোগী সনাক্তে ব্যাপক পরীক্ষা চালানো হচ্ছে। এ পর্যন্ত প্রায় ৬০ লাখ মানুষের করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে। তবে সরকারি হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইতালি ও স্পেনের মতো দেশগুলোর তুলনায় রাশিয়ায় করোনায় মৃত্যুর হার অনেক কম।

রাশিয়ার স্বাস্থ্য কর্মকর্তারা জানান, গত ২৪ ঘণ্টায় দেশটিতে কোভিড-১৯ ভাইরাসে নতুন করে আরো ৯৩ জন প্রাণ হারিয়েছে। এনিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে মোট ২ হাজার ৩০৫ জনে দাঁড়ালো।
রাশিয়ায় ধারাবাহিকভাবে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি সত্ত্বেও ক্রেমলিন করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে আরোপ করা লকডাউন এ সপ্তাহে শিথিল করা শুরু করেছে।

‘গুলাবো সিতাবো’ মুক্তি পাবে অনলাইনে

সুপ্রভাত ডেস্ক :
সুজিত সরকার পরিচালিত বহু প্রতিক্ষিত ছবি ‘গুলাবো সিতাবো’ আগামী ১২ জুন মুক্তি পাচ্ছে আমাজন প্রাইম ভিডিওতে। অমিতাভ বচ্চন এবং আয়ুষ্মান খুরানা অভিনীত এই ভিন্নধারার কমেডি ছবি ২০০টি দেশজুড়ে প্রিমিয়ার হওয়ার কথা ঘোষণা করা হয়েছে। কভিড-১৯-এর জেরে দেশজুড়ে যখন লকডাউন, তখন ওটিটি প্ল্যাটফর্মের দিকেই ঝুঁকছেন পরিচালক এবং প্রযোজকরা। ‘গুলাবো সিতাবো’র পাশাপাশি শোনা যাচ্ছে, অক্ষয় কুমার অভিনীত ‘লক্ষ্মী বম্ব’, রাজকুমার রাও অভিনীত ছবি ‘লুডো’, জাহ্নবী কাপুর অভিনীত ‘গুঞ্জন সাক্সেনা’-সহ আরও বেশ কিছু ছবি নাকি ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাবে।
ওয়েব প্ল্যাটফর্মে ছবিমুক্তি প্রসঙ্গে পরিচালক সুজিত সরকার জানালেন, ‘ভারতীয় বিনোদনের জন্য একটি নতুন যুগের সূচনা হল বলা যেতে পারে। আমি ভীষণ খুশি যে বিশ্বব্যাপী দর্শক আমাদের এই নাটকীয় কৌতুকপূর্ণ ছবি ‘গুলাবো সিতাবো’ দেখতে পাবেন এবং এই ছবিটা উপভোগ করতে পারবেন। ‘গুলাবো সিতাবো’ আদ্যোপান্ত ভিন্ন স্বাদের কমেডি সিনেমা, যা পরিবারের সবার সঙ্গে দেখতে পারবেন দর্শকরা। মিস্টার অমিতাভ বচ্চন এবং আয়ুষ্মান খুরানার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তো সব সময়েই দুর্দান্ত।
এবিষয়ে বিগ বি জানালেন, ‘গুলাবো সিতাবো’ হল এক টুকরো জীবন। সুজিত যখন প্রথমবার আমাকে এই ছবির কথা জানিয়েছিলেন তখন থেকেই আমি আমার চরিত্রটি নিয়ে বেশ আগ্রহী ছিলাম। ক্যারেক্টারের লুক আনতে প্রতিদিন তিন ঘণ্টা মেকআপ করে শটে যেতে হত। এই ছবিতে কাজ করার সময় আমার প্রতিভাবান সহশিল্পী আয়ুষ্মান খুরানার সঙ্গেও দুর্দান্ত সময় কাটিয়েছি। আমরা ছবিতে প্রতিনিয়ত খুনসুটি করেছি। এবং ওর সঙ্গে প্রথমবার কাজ করাও খুবই উপভোগ করেছি। এই পারিবারিক বিনোদনমূলক ছবিটির ভৌগলিক সীমানা ছাড়িয়ে যাওয়ার ক্ষমতা আছে এবং আমরা ‘গুলাবো সিতাবো’কে বিশ্বজুড়ে দর্শকের সামনে আনতে পেরে সন্তুষ্ট।
খবর : সংবাদপ্রতিদিন’র।

যে কারণে বিয়ে ভাঙে অক্ষয়-কারিশমার

সুপ্রভাত ডেস্ক :
কারিশমা কাপুর। নামের মধ্যেই ক্যারিশ্মা লুকিয়ে রয়েছে তার। কাপুর পরিবারের আদরের লোলো। জীবনে তার প্রেম এসেছে বহু বার। কখনও অজয় দেবগণ, কখনও অভিষেক বচ্চন আবার কখনও অক্ষয় খান্নার সঙ্গে তার প্রেমের খবরে এক সময় সরগরম থেকেছে পেজ-থ্রির হেডলাইন। সুপারস্টার বিনোদ খান্নার ছেলে অক্ষয় খান্নার সঙ্গে তার প্রেম এতটাই মাখোমাখো ছিল যে, জল গড়িয়েছিল প্রায় ছাদনাতলা পর্যন্ত। কিন্তু শেষ মুহূর্তে সব ওলটপালট হয়ে যায়। ইন্ডাস্ট্রির গুঞ্জন, এর পিছনে মূল কলকাঠি নেড়েছিলেন কাপুর পরিবারেরই এক প্রভাবশালী ব্যক্তি। কে তিনি?
নব্বইয়ের দশকের শেষ দিক। কারিশমা তখন সুপারহিট নায়িকা। কিছু দিন আগেই অজয় দেবগণের সঙ্গে তার প্রেম ভেঙেছে। অজয়ের মন তখন মজেছে কাজলে। কারিশমা তখন একেবারে সিঙ্গল। ঠিক এই সময়েই তার আলাপ হয় অক্ষয় খান্নার সঙ্গে।
মিষ্টি হাসির অক্ষয়কে দেখে অচিরেই প্রেমে পড়ে যান কারিশমা। সাড়া দেন অক্ষয়ও। বলিপাড়াতেও তাদের প্রেমের গসিপ আগুনের মতো ছড়িয়ে পড়তে থাকে।
আগুনে ঘি পড়ে যখন এক ম্যাগাজিনের ফ্রন্ট পেজ শুটে ঘনিষ্ঠ অবস্থায় প্রথম বার ক্যামেরার সামনে ধরা দেন কারিশমা এবং অক্ষয়। ইন্ডাস্ট্রি বুঝে নেয় প্রেম করছেন তারা। দুই পরিবারেও গোটা ব্যাপারটি জানাজানি হয়।
শোনা যায়, কারিশমার বাবা রণধীর কাপুর প্রথম বিনোদ খান্নাকে চার হাত এক হওয়ার প্রস্তাব দেন। বিনোদও খুশি মনে সব কিছু মেনে নেন। ঘরের বউ হিসাবে কারিশমাকে পছন্দ ছিল বিনোদেরও।
সব প্রায় ঠিকঠাক। বিয়ের কথাও পাকা। ঠিক এমন সময়েই কাপুর পরিবারের মধ্যে থেকেই ওঠে আপত্তি। কারিশমা এবং অক্ষয়ের বিয়ে যাতে না হয় সে জন্য উঠে পড়ে লাগেন তিনি। কে সেই ব্যক্তি।
শুনলে অবাক হবেন, তিনি আর কেউ নন, কাপুর পরিবারের পুত্রবধু এবং কারিশমা-করিনার মা ববিতা। কিন্তু কেন?
ববিতার রাজি না হওয়ার পিছনে যুক্তি ছিল বড়ই অদ্ভুত। সে সময় সাফল্যের দিক দিয়ে কারিশমা বেশ ভাল জায়গাতেই ছিলেন। অন্য দিকে অক্ষয় যাত্রা শুরু করলেও সে ভাবে নাম করতে পারেননি। চেষ্টা চালিয়ে যাচ্ছেন পায়ের নিচে মাটি শক্ত করার। অপেক্ষাকৃত কম সফল এক জনের হাতে মেয়েকে তুলে দিতে নারাজ ছিলেন ববিতা।
মায়ের সিদ্ধান্তে কোনও দিনই না বলেননি কারিশমা। তাই বুকে পাথর রেখে নিজের জীবন থেকে সরিয়ে দিয়েছিলেন অক্ষয়কে। আর অক্ষয়?
তিনিও এই ব্যাপারে আজ অবধি মুখ খোলেননি । মেনে নিয়েছিলেন কারিশমার সিদ্ধান্ত। সরে গিয়েছিলেন তার জীবন থেকে।
মায়ের জন্য বিয়ের সিদ্ধান্ত থেকে সরে আসার ঘটনা আরও রয়েছে কারিশমার জীবনে। অভিষেক বচ্চনের সঙ্গে তার বাগদানের কথা তো কারও অজানা নয়। কিন্তু সেখানেও একই কারণ দেখিয়ে মেয়েকে বচ্চন পরিবারের পুত্রবধূ হতে দেননি ববিতা।
মায়ের পছন্দ করা ছেলের গলাতেই মালা দিয়েছিলেন কারিশমা। কিন্তু সে বিয়েও সুখের হয়নি। ২০১৬ সালে স্বামী সঞ্জয় কাপুরের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় তার। বর্তমানে দুই সন্তানকে নিয়ে আলাদাই থাকেন কারিশমা।
অন্য দিনে তার প্রাক্তন প্রেমিকদের মধ্যে অজয় বিয়ে করেছেন কাজলকে। তাদের ভরা সংসার। ঐশ্বর্য, আরাধ্যাকে নিয়ে অভিষেক বচ্চনও সুখে দিন কাটাচ্ছেন। কিন্তু অক্ষয়! আজও তিনি অবিবাহিত।
খবর : আনন্দবাজার’র।

সুমির নথ, ইমনের মেন্ডোলিন ও পাভেলের ড্রামস বিক্রি ১০ লাখে

সুপ্রভাত ডেস্ক :
চিরকুট ব্যান্ডের সুমির নথ, ইমনের মেন্ডোলিন ও পাভেলের ড্রামস নিলামে ১০ লাখ টাকায় বিক্রি হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাতে চিরকুট ব্যান্ডের তিন সদস্যের ব্যবহার করা এ জিনিসগুলো ১০ লাখ টাকায় নিলামে কিনে নেয় অস্ট্রেলিয়াপ্রবাসী জায়েদি সজীবের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান।
বিড ৩ লাখ টাকা থেকে শুরু হলেও প্রথমেই এটার দাম এক লাফে ৩ লাখ ৩৩ হাজার অফার করেন আমেরিকান প্রবাসী তারেক নামের এক ভদ্রলোক। তিনি জানান, এই সুযোগে তিনি বিদেশের মাটিতে বসে দেশের জন্য কিছু একটা করার সুযোগ মিস করতে চান না।
১ ঘণ্টার এই পর্বে প্রতি মুহূর্তে বিড বাড়তে থাকে। দুবাই থেকে দিদার নামের একজন তার বোনের জন্য এই প্যাকেজটি কেনার তাগিদে ৪ লাখ টাকা বিড করেন। তারপর আস্তে আস্তে সেই বিড বাড়তেই থাকে। অসংখ্য প্রাইভেট বিডার ছাড়াও একটি ইউনিভার্সিটির একটি স্টুডেন্ট ক্লাব এবং একটা গার্মেন্টস প্রতিষ্ঠানও অংশগ্রহণ করেন এই বিডে। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া প্রবাসী জায়েদি সজীব এর স্বত্বাধিকারী প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে ১০ লাখ টাকায় বিডটা ক্লোজ করেন।
সুমীর নথটি তিনি ২০১৬ সালে কিনেছিলেন। শখের এই নথ পরে কনসার্ট ও টেলিভিশনের অনুষ্ঠানে হাজির হন তিনি। স্কটল্যান্ড থেকে আনা পাভেল আরীনের কাস্টম মেইড ড্রামস কিট। ইমনের প্রিয় মেন্ডোলিন, যা দিয়ে ‘আয়নাবাজি’ সিনেমার ‘না বুঝি দুনিয়া’সহ অসংখ্য জনপ্রিয় গান করেছেন এবং গত ৫ বছরে দেশ-বিদেশের অসংখ্য কনসার্টে বাজিয়েছেন। ‘অকশন ফর অ্যাকশন’ ফেসবুক পেজ থেকে বুধবার দিবাগত রাতের এই নিলাম কার্যক্রমের লাইভ আয়োজনটি করা হয়।
খবর : আরটিভিঅনলাইন’র।

কানের সিনেমা দেখানো হবে অন্য উৎসবে

সুপ্রভাত ডেস্ক :
বিশ্ব সিনেমায় কান উৎসবের গুরুত্ব ও জনপ্রিয়তা নতুন করে বলার কিছু নেই। প্রতি বছর একবার করে আয়োজন করা হয় বিখ্যাত এই চলচ্চিত্র উৎসবের। শিল্পের দেশ ফ্রান্সের কানে অনুষ্ঠিত হওয়া উৎসবটি এবার ভেস্তে গেল করোনার প্রকোপে।
এদিকে কান চলচ্চিত্র উত্সবের আয়োজকদের পক্ষ থেকে এক বিবৃতিতে জানিয়ে দেওয়া হয়েছে, ‘ভাবা হয়েছিল, ৭৩তম কান চলচ্চিত্র উৎসব জুনের শেষে বা জুলাইয়ের শুরুতে আয়োজন করা যাবে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তার আর কোনো অবকাশ থাকছে না।’
তবে ইঙ্গিত দেওয়া হল বছরের শেষের দিকে যে সব আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের সঙ্গে যৌথভাবে চলচ্চিত্র প্রদর্শন করতে পারেন কানের আয়োজকরা।
সম্প্রতি উৎসবের এক মুখপাত্র একটি সাক্ষাত্কারে জানিয়েছেন প্রাথমিক অফিসিয়াল মনোনয়ন পর্ব জুনের শুরুতেই সেরে ফেলবেন তারা। তবে ভার্চুয়াল ফেস্টিভ্যালের বদলে কানের বাইরে ফল সেশনের কোনো চলচ্চিত্র উৎসবের সঙ্গে গাঁটছড়া বাঁধা হবে।
এরই মধ্যে বছরের শেষের দিকে আগামী বছরের উত্সবের জন্যে ছবি বাছাই পর্ব শুরু করা হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে। এমন বেশ কিছু ছবি রয়েছে যাদের মুক্তি ২০২০ থেকে পিছিয়ে ২০২১ করা হয়েছে।
সব দিক ঠিক থাকলে বছরের শেষের দিকে টোরোন্টো, দিওভিল, আংগৌলেম, সান সেবাস্তিয়ান, নিউইয়র্ক, বুসান এবং লুমের উৎসবে দেখানো হবে কান চলচ্চিত্র উৎসবের বাছাই করা কিছু ছবি।
খবর : জাগোনিউজ’র।

এ মুহূর্তের সংবাদ

সমাজ সমকালের কবি ইকবাল

গোপালগঞ্জের সাধারণ মানুষকে মুজিববাদ থেকে মুক্ত করব : নাহিদ ইসলাম

কার্ফিউয়ের সময় বাড়লো গোপালগঞ্জে

গোপালগঞ্জে সহিংসতায় ৪ জন নিহত, অর্ধশতাধিক আহত: পুলিশ প্রতিবেদন

আনোয়ারায় পুকুর ঘাটের নিচে মিলল অস্ত্র ও টাকা, আটক ১

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুঃসাহস মোকাবেলা করতে হবে: গোলাম পরওয়ার

সর্বশেষ

‘আমাকে বাঁচাতে কেউ আসছে না’

‘এই জয় তরুণ প্রজন্মকে উজ্জীবিত করবে’

সমাজ সমকালের কবি ইকবাল

কবিতা

যাযাবর

গোপালগঞ্জের সাধারণ মানুষকে মুজিববাদ থেকে মুক্ত করব : নাহিদ ইসলাম

বিনোদন

‘আমাকে বাঁচাতে কেউ আসছে না’

খেলা

‘এই জয় তরুণ প্রজন্মকে উজ্জীবিত করবে’

এ মুহূর্তের সংবাদ

সমাজ সমকালের কবি ইকবাল