নিজস্ব প্রতিবেদক :
আপেল ভর্তি ৮০০ কনটেইনার পড়ে আছে বন্দর ইয়ার্ডে। করোনায় বাজারে দাম কমে যাওয়ায় আমদানিকারক ডেলিভারি নিচ্ছে না আপেল। বন্দর কর্তৃপক্ষ এসব হিমায়িত কনটেইনারে (রেফার কনটেইনার) বিদ্যুৎ সংযোগ দিয়ে ঠিক রাখছে মাসের পর মাস। কিন্তু কতোদিন? এসব কনটেইনার এখন নিলামে তোলার উদ্যোগ নিচ্ছে বন্দর কর্তৃপক্ষ।
বন্দরের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, বন্দরে রেফার কনটেইনার রাখার পয়েন্ট রয়েছে ১৬০০টি। কিন্তু সাম্প্রতিক সময়ে করোনার কারণে কনটেইনার ডেলিভারি কমে যাওয়ায় আরো এক হাজার পয়েন্ট বাড়ানো হয়েছে। এখন ২৬০০ রেফার কনটেইনার রাখার ব্যবস্থা করা হয়েছে। এসব কনটেইনারের কারণে বন্দরে জটের সৃষ্টি হলেও ডেলিভারি নেয়া হচ্ছে না। এতে বিপাকে পড়েছে বন্দর কর্তৃপক্ষ।
প্রতিদিন জাহাজে করে আসছে রেফার করটেইনার। এসব কনটেইনারে রয়েছে বিভিন্ন পচনশীল দ্রব্য পেঁয়াজ, রসুন, আদা, হিমায়িত মাছ, আপেল, কমলা, আঙ্গুর, মাল্টা, বিভিন্ন ধরনের ওষুধ ও গরমে নষ্ট হয়ে যায় এসব পণ্য। এখন বন্দরের ইয়ার্ডে জায়গা না থাকায় রেফার কনটেইনার নিয়ে জাহাজ ভাসছে নদী-সাগরে। এই অবস্থায় বন্দরের ইয়ার্ডে জমে থাকা কনটেইনার ১৬ মে মধ্যে ডেলিভারি না নিলে চারগুণ স্টোররেন্ট (মাশুল) আদায় করা হবে বলে বিজ্ঞপ্তি দেয় বন্দর কর্তৃপক্ষ।
ইয়ার্ডে থাকা বেশিরভাগ পণ্যের মধ্যে কী রয়েছে জানতে চাইলে বন্দরের ট্রাফিক বিভাগের এক সদস্য জানান, ৮০০ কনটেইনারে রয়েছে আপেল। সম্ভবত বাজারে আপেলের দাম কম থাকায় আমদানিকারকরা আপেলগুলো ডেলিভারি নিচ্ছে না। যদি ডেলিভারি না নেয় তাহলে আমরা তা নিলামে বিক্রি করে দেয়ার ব্যবস্থা নেবো।
জানতে চাইলে চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর বলেন, ‘এসব আপেলের বেশিরভাগ দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিল থেকে এসেছে। কিন্তু করোনার কারণে বিমান চলাচল স্বাভাবিক না থাকায় আপেলের আমদানি কাগজপত্র এখনো আসতে পারেনি। তাই এগুলো বন্দর থেকে ডেলিভারি নেয়া যাচ্ছে না।’
বাজারে আপেলের দাম কম থাকায় ডেলিভারি নিচ্ছে, এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, বাজারে আপেলের দাম কমে গেছে সত্যি। ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হবে। কিন্তু কেউ ইচ্ছে করে ডেলিভারি নিচ্ছে না কথাটি সত্য নয়।
বন্দর সূত্রে জানা যায়, ৩০ দিনের বেশি কোনো পণ্য বন্দরের ইয়ার্ডে থাকলে বন্দর কর্তৃপক্ষ তা নিলামে তুলতে পারবে। নিলামকৃত দর দিয়ে বিদ্যুৎ বিলের টাকা পরিশোধ করা হবে।
উল্লেখ্য, বাজারে এখন প্রতিকেজি আপেল বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৫০ টাকার মধ্যে। করোনায় মাল্টার চাহিদা বেড়ে যাওয়ায় মানুষ আপেল কম খাচ্ছে। আর এসব মালামাল নিজের গুদামে রাখলেও বিদ্যুৎ বিল আসবে অনেক টাকা। এর চাইতে বন্দরের ইয়ার্ডে থাকলে ব্যবসায়ীদের ক্ষতি কম। বাজারে দাম বাড়লে ডেলিভারি নিয়ে বিদ্যুৎ বিলের টাকা পরিশোধ করা যাবে। এতে ব্যবসায়ীদের গুদাম হিসেবে ব্যবহৃত হবে বন্দর।
৮০০ কনটেইনার আপেল ডেলিভারি নিচ্ছে না ব্যবসায়ীরা
মিরসরাইয়ে ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ১
নিজস্ব প্রতিনিধি, মিরসরাই :
মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যানের হেলপার (চালকের সহকারী) নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর চারটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাদামতলী এলাকায় দুর্ঘটনা ঘটে। মহাসড়কে আগে থেকে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রম্নতগামী কাভার্ডভ্যান ধাক্কা দিলে প্রাণ হারান কাভার্ডভ্যানের সহকারী (২২)। নিহতের পরিচয় পাওয়া যায়নি।
এ ঘটনার পর পালিয়ে যায় চালক। খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা উদ্ধার অভিযান পরিচালনা করেছেন।
মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন ম্যানেজার তানভীর হোসেন জানান, চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। দুর্ঘটনায় ঘটনাস’লেই কাভার্ডভ্যান চালকের সহকারী নিহত হয়েছেন।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফিরোজ হোসেন দুর্ঘটনার কথা স্বীকার করে বলেন, নিহতের বাড়ি ফেনী বলে জানা গেছে। তবে পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বাঁশখালীতে ৩ খুনের ঘটনায় দুই মামলা
গ্রেফতার ৩
পুলিশ পরিদর্শক মামুন হাসান ক্লোজড
সংবাদদাতা, বাঁশখালী :
বাঁশখালীতে ৩ খুনের ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে দায়িত্ব অবহেলা ও কতিপয় অপরাধীদের সাথে সখ্যতা থাকার অভিযোগে রামদাশ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মামুন হাসানকে ক্লোজড করে চট্টগ্রাম জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
বাহারছড়া ইউনিয়নের ইলশায় ২ মাদ্রাসা ছাত্র খুনের ঘটনায় ২ জনকে এবং দক্ষিণ সাধনপুরের ট্রাক চালক হত্যার ঘটনায় ১ জনকে গ্রেফতার করা হয়েছে।
থানা পুলিশ জানায়, সাধনপুর ইউনিয়নের দক্ষিণ সাধনপুরে গত ১২ মে সকালে অ্যাম্বুলেন্স থামিয়ে ছুরি মেরে খুন করা এবং কয়েকজন আহত হবার ঘটনায় নিহত ট্রাক চালক জহিরুল ইসলাম (৩৭) এর স্ত্রী নুর আয়েশা ডলি বাদি মামলা দায়ের করেছেন।
ওই মামলায় মো. ইলিয়াছকে প্রধান আসামি করে ২৩ জনকে এজাহার নামীয় আসামি করা হয়েছে। পুলিশ ওই মামলার এজাহার নামীয় মৃত আব্দুস ছামাদের পুত্র মো. মুবিনুল হক (৩৫) গ্রেফতার করেছে।
অপর দিকে বাহারছড়া ইউনিয়নের ইলশা গ্রামে গত মঙ্গলবার দিবাগত রাত ১০টায় সন্ত্রাসীদের গুলিতে নিহত দুই মাদ্রাসা ছাত্র মাওলানা মো. খালেদ বিন ওয়ালিদ (২৩) ও মাওলানা হাফেজ ইব্রাহিম (২২) খুনের ঘটনায় এমবিএম ব্রিক ফিল্ডের মালিক দিদারম্নল আলম ঝুন্টু বাদি হয়ে মামলা দায়ের করেছেন।
২৪ জন এজাহার নামীয় মামলার প্রধান আসামি করা হয়েছে মদিনা ব্রিক ফিল্ডের মালিক নুরম্নল আবছারকে। ওই মামলায় এজাহার নামীয় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন মৃত আহম্মদ মিয়ার পুত্র মো. আজিজ আহাম্মদ (৬০) এবং মৃত ফারুক আহাম্মদের পুত্র মো রাসেল উদ্দিন (২০)।
রামদাশ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মামুন হাসানকে ক্লোজড করে চট্টগ্রাম জেলা পুলিশ লাইনে সংযুক্ত করার পর থেকে এলাকায় ভুক্তভোগী অসংখ্য মানুষের মধ্যে স্বসিত্ম ফিরে এসেছে। সাধনপুরের হত্যাকাণ্ডের খুনিদের সাথে সখ্যতার ব্যাপারে এবং এলাকার দাগি অপরাধীদের সাথে জড়িত থাকার বিষয় তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থার দাবি করেছেন গ্রামবাসী।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রেজাউল করিম মজুমদার বলেন, ‘ এলাকার পরিবেশ শান্ত হয়েছে । দুই মামলায় এজাহার নামীয় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। খুনিদের গ্রেফতার করতে নানা কৌশলে পুলিশের অভিযান চলছে।’
বান্দরবানে রাস্তার পাশে পড়ে থাকা বৃদ্ধের লাশ উদ্ধার
সংবাদদাতা, বান্দরবান :
বান্দরবানে অধীর সেন (৭০) নামে রাস্তার পাশে পড়ে থাকা এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে শহরের ডনবস্কো স্কুল এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শহরের ৫ নম্বরের ওয়ার্ডের উজানি পাড়া মারমা স্টুডেন্টস কাউন্সিল (বিএমএসসি) লাইব্রেরির সামনে সকালে একটি অজ্ঞাত লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ও স্বাস্থ্য বিভাগের কর্মীরা তার লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।
এসময় ওই লাশের করোনা পরীড়্গার জন্য নমুনাও সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ।
পুলিশের ধারণা অতিরিক্ত মদপানে বিষক্রিয়া হয়ে রাতের কোনো সময় তিনি মারা গেছেন। তার বাড়ি কক্সবাজার জেলার খুরুসকুল এলাকায়। তিনি শহরের একটি চা দোকানে চাকরি করতেন বলে জানায় পুলিশ।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
দেশে করোনা আক্রান্তের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে : ডা. শাহাদাত
মহানগর বিএনপির সভাপতি ও বিএনপি’র মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিদের দায়িত্বহীন উক্তির কারণে দেশে করোনা আক্রান্তের পরিমাণ খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। জনগণের পাঁচটি মৌলিক অধিকারের বর্তমান সবচেয়ে খারাপ অবস্থা স্বাস্থ্যসেবা ব্যবস্থার। বর্তমান স্বাস্থ্যমন্ত্রী যখন বলেন, করোনা ভাইরাসের কারণে দেশে তেমন মৃত্যু ঘটছে না। স্বাভাবিকভাবে সাধারণ মানুষ উৎসাহিত হয়ে সমস্ত লকডাউন ভেঙ্গে রাস্তায় নামার জন্য সম্প্রতি ঢাকা-নারায়ণগঞ্জ-চট্টগ্রামসহ সারা বাংলাদেশে করোনা আক্রান্তের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। সরকারি হিসেবে মৃত্যু হয়েছে ২৭০ জনের মত। আর করোনা সম্পর্কিত বিভিন্ন উপসর্গ নিয়ে গত দুই মাসে মৃত্যু হয়েছে ৯৭৫ জনের মত। যেখানে আমাদের পার্শ্ববর্তী ভুটান কিংবা মালদ্বীপে ১০ লাখ লোকের বিপরীতে ১১০০০ হাজার টেস্ট করেছে। সেখানে আমরা মাত্র করতে পারছি ৬০০ থেকে ৭০০ জনের। সুতরাং এই মুহূর্তে দায়িত্বশীলদের এই ধরনের উক্তি জনসাধারণের সাথে রসিকতা ছাড়া আর কিছুই নয়।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে বাদশা মিয়া রোডের নিজ বাসভবনের সামনে ৩৮ নম্বর দক্ষিণ মধ্যম হালিশহর ও ৩৭ নং উত্তর মধ্যম হালিশহর ওয়ার্ডের এবং সিএনজি চালক দলের অসহায় দরিদ্রদের জন্য ৬ শতাধিক পরিবারের জন্য ত্রাণসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।
এতে উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপির সভাপতি ও কাউন্সিলর প্রার্থী হাজী হানিফ সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল হাসান, মহানগর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. সেলিম, বন্দর থানা বিএনপির যুগ্ম সম্পাদক ও কাউন্সিলর প্রার্থী মো. হারুন, বন্দর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলর প্রার্থী মো. ওসমান, ৩৭নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক মো. মহিলা সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী সাহিদা খানম, ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আলী আহসান, যুগ্ম সম্পাদক মোহাম্মদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি
বন্দি জীবনে মুক্তির স্বাদ
বর্তমান সময়ে করোনা জীবাণু সংকটকালে শিশু-কিশোরদের বন্দি জীবনে মুক্তির স্বাদ দিতে সম্প্রতি ফুলকির আয়োজনে ৬-১৫ বছরের শিশু কিশোরদের জন্য অনলাইনে শুরু হলো জীবনশৈলী ও সাংস্কৃতিক পাঠের আয়োজন। যেখানে থাকছে মনীষীদের পরিচয়, সভ্যতার কথা, বিজ্ঞানের টুকরো খবর, গান শেখা ও শোনা, ছবি আঁকা ও কারুকলা, আবৃত্তি ও সাহিত্য পাঠ, শরীরচর্চা ও অন্তরঙ্গন খেলা এবং অবশ্যই জীবনবোধ। এই গভীর অসুখ থেকে পরবর্তীতে পৃথিবীকে সুস্থ রাখতে হয়তো এই শিশুকিশোররাই চেষ্টা করবে পৃথিবীর সকল সৃষ্টিকে তার যথাযথ অধিকারটুকু বুঝিয়ে দিয়ে সহবস্থান করতে।
বয়স ভিত্তিতে জয়ধ্বনি, জয়মাল্য, জয়জয়ন্তী এই তিন দলে ভাগ হয়ে প্রায় ৮০ জন শিশু-কিশোর অনলাইনে যুক্ত হয়েছে। শুধু ফুলকির শিক্ষার্থী নয় এটি ৬-১৫ বছরের সকল শিশু-কিশোরদের জন্য বিনামূল্যে উন্মুক্ত একটি আয়োজন। প্রথম দিন কবিগুরুর ১৫৯ তম জন্মদিন উপলক্ষে ছিল তারই কণ্ঠে গান ও আবৃত্তি শোনা, রবীন্দ্রনাথ এর নিজের ও তার আঁকা দুর্লভ ছবি দেখা, তার সম্পর্কে অজানা ও মজার তথ্য জানা, তাকে নিয়ে শিক্ষকদের সাথে ভাবনা, আঁকা, নানা কিছু সেইসাথে ৮ বছরের শিশুরা জেনেছে নানা দেশের নববর্ষ সম্পর্কে। ক্লাসে যোগদান করতে শিক্ষার্থীর নাম, বয়স, একটি হোয়াটসঅ্যাপস নম্বর লিখে পাঠাতে হবে [email protected] এই ঠিকানায়। বিজ্ঞপ্তি
১০০ পরিবারকে খাদ্যসামগ্রী দিলো এপেক্স বাংলাদেশ ফাউন্ডেশন
এপেক্স বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষে চট্টগ্রামেও করোনায় ক্ষতিগ্রস্ত ও পবিত্র মাহে রমজান উপলক্ষে ১০০ পরিবারকে সম্প্রতি খাদ্যসামগ্রী সহায়তা প্রদান করা হয়েছে। এপেক্স বাংলাদেশ ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান মহিউদ্দিন শাহ আলম নিপুর তত্ত্বাবধানে পরিবারগুলোর নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
খাদ্রসামগ্রী বিতরণের সময় এপেক্স বাংলাদেশ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন শাহ আলম নিপু, পেট্রন ইয়াছিন চৌধুরী ও লাইফ মেম্বার ইলিয়াছ জসীম উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
করোনাভাইরাস: রোহিঙ্গা ক্যাম্পে প্রথম রোগী শনাক্ত
সুপ্রভাত ডেস্ক :
রোহিঙ্গা ক্যাম্পে দু’জন শরণার্থীকে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। প্রায় দশ লাখ রোহিঙ্গার আবাসস্থল শরণার্থী শিবিরগুলোতে এই প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেলো।
রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের স্বাস্থ্য সমন্বয়ক ডা. তোয়াহা ভুঁইয়া জানিয়েছেন যে আজ ৩৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এবং ওই পরীক্ষায় দু’জন করোনাভাইরাস পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।
আক্রান্ত দু’জনের সংস্পর্শে এসেছিলেন বলে ধারণা করা হচ্ছে, এমন প্রায় এক হাজার ৯০০ জনকে এখন আলাদা করার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
অন্যদিকে আক্রান্ত দু’জনের একজনকে আন্তর্জাতিক সংস্থা মেডিসিন উইদাউট বর্ডারস এবং অন্যকে আন্তর্জাতিক শরণার্থী সংস্থার তত্ত্বাবধানে আইসোলেশনে রাখা হয়েছে।
করোনাভাইরাস সংক্রমণের শুরুতেই স্বাস্থ্য বিশেষজ্ঞরা রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছিলেন।
ক্যাম্পে অনেক ছোট জায়গায় প্রায় দশ লাখ রোহিঙ্গার বসবাসের কারণেই এ উদ্বেগ তৈরি হয়েছিলো।
এ উদ্বেগ থেকেই গত ৪ঠা মার্চ ক্যাম্প আংশিক ও ১৪ই মার্চ থেকে পুরোপুরি লকডাউন করে দেয়া হয় বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
রাশিয়ায় নতুন আক্রান্তের সংখ্যা ১০ হাজারের নিচে
সুপ্রভাত ডেস্ক :
রাশিয়ায় গত প্রায় দুই সপ্তাহের মধ্যে এই প্রথমবারের মতো মহামারি করোনাভাইরাসে নতুন করে আক্রান্তের সংখ্যা হ্রাস পেয়ে ১০ হাজারের নিচে নেমে এসেছে। খবর এএফপি’র।
স্বাস্থ্য কর্মকর্তারা জানান, দেশটিতে গত ২৪ ঘণ্টায় মোট ৯ হাজার ৯৭৪ জন কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছে। এনিয়ে রাশিয়ায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ২ লাখ ৫২ হাজার ২৪৫ জনে দাঁড়ালো।
খবরে বলা হয়, এ সপ্তাহে প্রতিদিনের হিসাবে রাশিয়ায় নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যার কয়েক দফা অবনতি ঘটে। ৩ মে’র পর থেকে এই প্রথমবারের মতো বৃহস্পতিবার দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ১০ হাজারের নিচে নামলো।
রাশিয়ায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ধারাবাহিকভাবে দ্রুত গতিতে বেড়ে চলায় এ সপ্তাহে দেশটি কোভিড-১৯ ভাইরাসে সংক্রমণের দিক থেকে বিশ্বে দ্বিতীয় স্থানে চলে এসেছে। এদিক থেকে প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র।
এদিকে দেশটিতে করোনা রোগী সনাক্তে ব্যাপক পরীক্ষা চালানো হচ্ছে। এ পর্যন্ত প্রায় ৬০ লাখ মানুষের করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে। তবে সরকারি হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইতালি ও স্পেনের মতো দেশগুলোর তুলনায় রাশিয়ায় করোনায় মৃত্যুর হার অনেক কম।
রাশিয়ার স্বাস্থ্য কর্মকর্তারা জানান, গত ২৪ ঘণ্টায় দেশটিতে কোভিড-১৯ ভাইরাসে নতুন করে আরো ৯৩ জন প্রাণ হারিয়েছে। এনিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে মোট ২ হাজার ৩০৫ জনে দাঁড়ালো।
রাশিয়ায় ধারাবাহিকভাবে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি সত্ত্বেও ক্রেমলিন করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে আরোপ করা লকডাউন এ সপ্তাহে শিথিল করা শুরু করেছে।
‘গুলাবো সিতাবো’ মুক্তি পাবে অনলাইনে
সুপ্রভাত ডেস্ক :
সুজিত সরকার পরিচালিত বহু প্রতিক্ষিত ছবি ‘গুলাবো সিতাবো’ আগামী ১২ জুন মুক্তি পাচ্ছে আমাজন প্রাইম ভিডিওতে। অমিতাভ বচ্চন এবং আয়ুষ্মান খুরানা অভিনীত এই ভিন্নধারার কমেডি ছবি ২০০টি দেশজুড়ে প্রিমিয়ার হওয়ার কথা ঘোষণা করা হয়েছে। কভিড-১৯-এর জেরে দেশজুড়ে যখন লকডাউন, তখন ওটিটি প্ল্যাটফর্মের দিকেই ঝুঁকছেন পরিচালক এবং প্রযোজকরা। ‘গুলাবো সিতাবো’র পাশাপাশি শোনা যাচ্ছে, অক্ষয় কুমার অভিনীত ‘লক্ষ্মী বম্ব’, রাজকুমার রাও অভিনীত ছবি ‘লুডো’, জাহ্নবী কাপুর অভিনীত ‘গুঞ্জন সাক্সেনা’-সহ আরও বেশ কিছু ছবি নাকি ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাবে।
ওয়েব প্ল্যাটফর্মে ছবিমুক্তি প্রসঙ্গে পরিচালক সুজিত সরকার জানালেন, ‘ভারতীয় বিনোদনের জন্য একটি নতুন যুগের সূচনা হল বলা যেতে পারে। আমি ভীষণ খুশি যে বিশ্বব্যাপী দর্শক আমাদের এই নাটকীয় কৌতুকপূর্ণ ছবি ‘গুলাবো সিতাবো’ দেখতে পাবেন এবং এই ছবিটা উপভোগ করতে পারবেন। ‘গুলাবো সিতাবো’ আদ্যোপান্ত ভিন্ন স্বাদের কমেডি সিনেমা, যা পরিবারের সবার সঙ্গে দেখতে পারবেন দর্শকরা। মিস্টার অমিতাভ বচ্চন এবং আয়ুষ্মান খুরানার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তো সব সময়েই দুর্দান্ত।
এবিষয়ে বিগ বি জানালেন, ‘গুলাবো সিতাবো’ হল এক টুকরো জীবন। সুজিত যখন প্রথমবার আমাকে এই ছবির কথা জানিয়েছিলেন তখন থেকেই আমি আমার চরিত্রটি নিয়ে বেশ আগ্রহী ছিলাম। ক্যারেক্টারের লুক আনতে প্রতিদিন তিন ঘণ্টা মেকআপ করে শটে যেতে হত। এই ছবিতে কাজ করার সময় আমার প্রতিভাবান সহশিল্পী আয়ুষ্মান খুরানার সঙ্গেও দুর্দান্ত সময় কাটিয়েছি। আমরা ছবিতে প্রতিনিয়ত খুনসুটি করেছি। এবং ওর সঙ্গে প্রথমবার কাজ করাও খুবই উপভোগ করেছি। এই পারিবারিক বিনোদনমূলক ছবিটির ভৌগলিক সীমানা ছাড়িয়ে যাওয়ার ক্ষমতা আছে এবং আমরা ‘গুলাবো সিতাবো’কে বিশ্বজুড়ে দর্শকের সামনে আনতে পেরে সন্তুষ্ট।
খবর : সংবাদপ্রতিদিন’র।