Blog Page 2747

ভূমি উন্নয়ন কর পরিশোধের সময়সীমা বাড়ল

সুপ্রভাত ডেস্ক :

অনাদায়ী ভূমি উন্নয়ন কর পরিশোধের সময়সীমা আরও এক মাস বৃদ্ধি করা হয়েছে। আগামী ১৫ জুলাই ২০২০ পর্যন্ত এই ভূমি উন্নয়ন কর পরিশোধ করা যাবে।
ভূমি মন্ত্রণালয় থেকে আজ বুধবার এ নির্দেশ জারি করা হয়েছে।

এতে বলা হয়, সাধারণ ও সংস্থা নির্বিশেষে সকল শ্রেণির ভূমি উন্নয়ন কর আদায় ও পরিশোধের সুবিধার্থে আগামী ১ আষাঢ়, ১৪২৭ বঙ্গাব্দ মোতাবেক ১৫ জুন ২০২০ খ্রিষ্টাব্দ পর্যন্ত ভূমি উন্নয়ন কর আদায়ের সময়সীমা পুনঃবর্ধিত করেছে ভূমি মন্ত্রণালয়।

উল্লেখ্য, প্রচলিত বিধি অনুযায়ী প্রতি বাংলা বছরের ৩০ চৈত্র তারিখের মধ্যে ভূমি উন্নয়ন কর পরিশোধের বাধ্যবাধকতা রয়েছে। করোনাভাইরাসের প্রভাবে দেশে উদ্ভূত পরিস্থিতির বিষয়টি বিবেচনা করে গত ৯ এপ্রিল অনাদায়ী ভূমি উন্নয়ন কর পরিশোধের সময়সীমা এক মাস করেছিল ভূমি মন্ত্রণালয়। অর্থাৎ, আজ বুধবার (১৩ মে) ছিল বর্ধিত এ সময়সীমার শেষ দিন।

পোশাক শিল্প : যুক্তরাষ্ট্রে দু’বছর শুল্কমুক্ত প্রবেশাধিকার চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

সুপ্রভাত ডেস্ক :

বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের জন্য আগামী দু’বছর শুল্কমুক্ত প্রবেশাধিকার প্রদানের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।
মঙ্গলবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহকারী ম্যাথিউ পটিনজারের সাথে ফোনে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী এ আহ্বান জানান।

বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ক্রেতারা যেন বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের ক্রয়াদেশ বাতিল না করে সে জন্য যুক্তরাষ্ট্র সরকারের সহায়তা চান ড. মোমেন।
এসময় করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সহকারী। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সমুদ্রে ভাসমান মিয়ানমারের অধিবাসী রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ম্যাথিউ পটিনজার।

সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার দায়িত্ব কেবল বাংলাদেশের নয়। অন্যান্য দেশেরও উচিত তাদের আশ্রয় দেওয়া এবং দায়িত্ব ভাগ করে নেওয়া। বাংলাদেশে আশ্রয় নেওয়া ১১ লক্ষ রোহিঙ্গা জনগোষ্ঠীকে বিভিন্ন দেশে নিয়ে যাওয়ারও আহ্বান জানান তিনি।

এছাড়া ড. মোমেন বাংলাদেশে অবস্থানরত মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রত্যাবর্তনে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য বন্ধুরাষ্ট্রসমূহের জোরালো ভূমিকা পালনেরও আহ্বান জানান। করোনা পরিস্থিতির কারণে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের জন্য বিশেষ বরাদ্দ প্রদানেরও অনুরোধ করেন পররাষ্ট্রমন্ত্রী।
বাংলাদেশের বিনিয়োগের পরিবেশ ভালো উল্লেখ করে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান ড. মোমেন। তিনি দেশের ১০০টি অর্থনৈতিক জোনের মধ্যে কয়েকটি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক জোন হিসেবে প্রতিষ্ঠিত করার অনুরোধ করেন। তাছাড়া, বাংলাদেশে ২৮টি আইটি পার্ক তৈরি হচ্ছে এবং বাংলাদেশের পরিশ্রমী ও মেধাবী যুবকদের জন্য আইটি সেক্টরকে সম্ভাবনাময় উল্লেখ করে তিনি এ খাতেও যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানান।

ডিজিটাল নিরাপত্তা আইন বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যারা ভুল তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্তকরে, হিংসাত্মক এবং ধর্মীয় উস্কানিমূলক প্রচারণা চালায়, কেবল তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। বাংলাদেশের গণমাধ্যম অন্য যেকোন দেশের চেয়ে মুক্তভাবে মত প্রকাশের স্বাধীনতা ভোগ করে।
পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশে এখন পিপিই ও মাস্ক তৈরি হচ্ছে এবং যুক্তরাষ্ট্র প্রয়োজনে বাংলাদেশ থেকে এ সমস্ত চিকিৎসা সামগ্রী আরো বেশি পরিমাণ আমদানি করতে পারবে। বাংলাদেশের ঔষধ সামগ্রী যুক্তরাষ্ট্রে আমদানি করতে পররাষ্ট্রমন্ত্রী অনুরোধ করেন।
এসময় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী বিষয়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রেরিত এক পত্রের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন হোয়াইট হাউসের এই মুখপাত্র।

 

টেকনাফে নির্মিত হচ্ছে ৩০০ শয্যার দুটি আইসোলেশন হাসপাতাল

টেফনাফে নির্মিত হচ্ছে হাসপাতাল

জিয়াবুল হক, টেকনাফ :

কক্সবাজারের টেকনাফে পৃথকভাবে নির্মিত হচ্ছে ৩০০ শয্যা বিশিষ্ট দুটি আইসোলেশন হাসপাতাল। আপাতত করোনা রোগীদের এই দুই হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হবে। জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএমের অর্থায়নে ১০০ শয্যা বিশিষ্ট ও আইসিডিডিআর’বির অর্থায়নে ২০০ শয্যা বিশিষ্ট পৃথক দুটি আইসোলেশন হাসপাতাল নির্মাণ করা হচ্ছে।

আইওএম কতৃক হাসপাতালটি তৈরি হচ্ছে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদার অস্থায়ী রোহিঙ্গা শিবিরে। অপরদিকে আইসিডিডিআর’বির কতৃক হাসপাতালটি তৈরি হচ্ছে উপজেলার আইসিডিডিআর’বির ডায়রিয়া হাসপাতাল কমপ্লেক্সে।

হাসপাতাল দুটির অবকাঠামোর কাজ চলছে । ইতিমধ্যে আইওএম কতৃক নির্মাণাধীন হাসপাতালের কাজ এই মাসের শেষের দিকে শেষ হবে। আগামী মাসের শুরু থেকে পুরোদমে চিকিৎসা সেবা চলবে। অপরদিকে আইসিডিডিআর’বি কর্তৃক হাসপাতালের কাজও চলছে । আগামী মাসের মাঝামাঝি সময়ে এই হাসপাতালের কাজ শেষ হতে পারে।

 

টেকনাফ উপজেলা নির্বাহি অফিসার সাইফুল ইসলাম সাইফ বলেন, টেকনাফের বিপুল স্থানীয় ও রোহিঙ্গা জনগোষ্ঠীর ভবিষ্যৎ চিন্তা করে পৃথকভাবে ৩০০ শয্যা বিশিষ্ট দুটি আইসোলেশন হাসপাতাল তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয়ও রোহিঙ্গা জনগোষ্ঠী উভয়কে চিকিৎসা সেবা দেওয়া হবে পৃথক এই দুই হাসপাতালে।

 

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল বলেন, টেকনাফের রোহিঙ্গা শিবিরে এখনও পর্যন্ত কোন রোহিঙ্গা করোনায় আক্রান্ত হয়নি। তবে উপজেলাতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭ জন। করোনা ভাইরাস প্রাদুর্ভাবের ভবিষৎ চিন্তা করে টেকনাফে পৃথক দুটি আইসোলেশন হাসপাতাল নির্মাণ করা হচ্ছে।

লেদা রোহিঙ্গা শিবিরে আইওএম কতৃক নির্মিত ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে রোহিঙ্গা জনগোষ্টি ছাড়া শিবির সংলগ্ন পার্শ্ববর্তী স্থানীয় জনগোষ্ঠীদের চিকিৎসা সেবা দেওয়া হবে। অপরদিকে আইসিডিডিআর’বি কতৃক নির্মিত ২০০ শয্যা বিশিষ্ট আইসোলেশন হাসপাতালে উপজেলার স্থানীয়দের চিকিৎসা সেবা দেওয়া হবে।

 

রাঙামাটি শহরে মগদেশ্বরী সেবাখোলায় প্রতিমা ভাংচুর

নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
রাঙামাটি শহরের ‘সিম্বল অব রাঙামাটি’ খ্যাত ফিশারি সংযোগ সড়কের মধ্যবর্তী স্থানে সড়কের পাশে অবস্থিত হিন্দু ধর্মাবলম্বীদের একটি তীর্থস্থানে প্রতিমা ও ঘট ভাংচুর এবং দানবাক্স লুটের ঘটনা ঘটেছে। বৃক্ষদেবতা শ্রী শ্রী মগদেশ্বরী সেবাখোলা মন্দির নামের এই ধর্মীয় প্রতিষ্ঠানে এহেন অনভিপ্রেত ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন রাঙামাটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
রাঙামাটি পূজা উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ খোকন কুমার দে জানিয়েছেন, ‘মঙ্গলবার রাতের কোন একসময় এই ঘটনা ঘটলেও বুধবার সকালে ফিশারি সংযোগ সড়কে হাঁটতে যাওয়া পথচারিরা শ্রী শ্রী মগদেশ্বরী সেবাখোলা মন্দির নামের এই মন্দিরের প্রতিমা বাইরে পড়ে থাকতে দেখে মন্দিরের সেবায়াতদের ফোন করে। সেবায়াতরা আমাদের জানালে আমরা তাৎক্ষণিকভাবে সেখানে ছুটে যাই। গিয়ে দেখি যে প্রতীমা কয়েক টুকরো হয়ে আছে, পূজোর ঘটগুলো ভাঙ্গা ও এলোমেলো পড়ে আছে এবং মন্দিরের দানবাক্স ভাঙ্গা। এসময় মন্দির চত্বরে রাঙামাটি শহরের কুটুমবাড়ি হোটেলের একটি খাবারের প্যাকেট এবং একটি পানির বোতল পড়ে থাকতে দেখা যায়। আমরা সাথে সাথে বিষয়টি কোতয়ালী থানা পুলিশকে জানালে,পুলিশ ঘটনাস্থলে আসে।’
খোকন কুমার দে বলেন, আমরা ধারণা করছি যে সাম্প্রদায়িক গোষ্ঠিটি দেশব্যাপি অরাজকতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে,তারাই হয়তো এই কাজটি করেছে। আমরা এই ঘটনার সাথে যে বা যারাই জড়িত থাকুক না কেনো,তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’
বৃক্ষদেবতা শ্রী শ্রী মগদেশ্বরী সেবাখোলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি বাবুল মজুমদার জানিয়েছেন, আমরা ঠিক বুঝতে পারছি না কে বা কারা এই অপকর্মটি করেছে। থানায় অভিযোগ দিচ্ছি। আশা করছি আইনশৃংখলাবাহিনী তদন্ত করে দায়িদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন। হামলায় মন্দিরের প্রতিমা, ঘট ও তালা ভাংচুর এবং দানবাক্স লুট হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
রাঙামাটির কোতয়ালী থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানিয়েছেন, ‘আমি খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে গেছি এবং আলামত সংগ্রহ করেছি। এর সাথে যে বা যারাই জড়িত থাকুক না কেনো তাদের খুঁজে বের করা হবে।’
রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ জানিয়েছেন, ‘বিষয়টি আমি জেনেছি এবং সাথে সাথেই এসপি’র সাথে কথা বলেছি। পুলিশ ঘটনাস্থলে গেছে এবং তদন্ত শুরু করেছে। এই ঘটনার কারণ ও কারা জড়িত সেটা খুঁজে বের করার চেষ্টা করছি আমরা।’

বাড়ছে করোনা রোগী, বাড়ছে মৃত্যু একদিনে সর্বোচ্চ সংক্রমণ

সৃপ্রভাত ডেস্ক :

বাংলাদেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে যে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১৬২ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন।

আর এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১৯ জন।

এ নিয়ে বাংলাদেশে মোট আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৭,৮২২ জন। আর এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা ২৬৯ জন।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ২১৪ জন। ফলে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩,৩৬১ জন।

নিয়মিত প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা এসব তথ্য জানিয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৯০০টি নমুনা পরীক্ষা করে এসব ফলাফল পাওয়া যায় বলে তিনি জানান।

বাংলাদেশে এখন পর্যন্ত ৪১টি প্রতিষ্ঠানে কোভিড-১৯ পরীক্ষা করা হচ্ছে।

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দিনে ১০,০০০ নমুনা পরীক্ষার টার্গেট করা হলেও তা এখনও বাস্তবায়ন করা যায়নি।

কর্মকর্তারা বলেছেন, নমুনা সংগ্রহ থেকে শুরু করে লোকবলের সমস্যার কারণে পরীক্ষার সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে বিলম্ব হচ্ছে।

বিশেষজ্ঞদের অনেকে বলেছেন, বাংলাদেশে এই পরীক্ষা শুরুর পর দুই মাসেও এর সংখ্যা বাড়াতে না পারলে সংক্রমণের সঠিক পরিস্থিতি বোঝা যাবে না।

বাংলাদেশে প্রথম করোনাভাইরাস রোগী শনাক্তের কথা জানানো হয় ৮ই মার্চ। তবে কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর কথা ঘোষণা করা হয় ১৮ই মার্চ।

 

কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল মাছ বিক্রেতার

নিজস্ব প্রতিবেদক :
নগরীর কর্নেলহাট ফুটওভার ব্রিজের নিচে রাস্তা পারাপারের সময় কাভার্ডভ্যান দুর্ঘটনায় মারা গেলেন এক মাছ বিক্রেতা। মঙ্গলবার রাত ১১ নাগাদ এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে স্থানীয় জুয়েল সিদ্দিকী জানান, তিনি কর্নেলহাট এলাকায় ওষুধ কিনতে এসে দুর্ঘটনাটির সংবাদ পেয়ে ঘটনাস্থলে যান। তিনি দেখতে পান একজন লোকের মৃতদেহ রাস্তার উপর পড়ে আছে।
ঘটনাস্থলের উপস্থিত কয়েকজনের সাথে আলাপ করে তিনি জানতে পারেন, লোকটি রাস্তা পারাপারের সময় একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দিয়ে চলে যায়। কাভার্ডভ্যানের ধাক্কায় লোকটি ঘটনাস্থলেই মারা যান। প্রাথমিক অবস্থায় লোকটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে লোকটির পরিচয় জানতে পারেন জুয়েল সিদ্দিকী। তিনি বলেন, লোকটি কৈবল্যধামের মালিপাড়া এলাকায় ভ্যানে করে মাছ বিক্রি করতেন।

পরবর্তীতে আকবরশাহ থানা পুলিশ লাশটিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রেরণ করে। তার পরিচয় প্রসঙ্গে এখনও বিস্তারিত জানা যায়নি বলে জানান আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুস্তাফিজুর রহমান।

যেভাবে সময় কাটাচ্ছেন আইসোলেশনের রোগীরা

চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের আইসোলেশন শয্যা- সুপ্রভাত

সরেজমিন: বিআইটিআইডি ও ফিল্ড হাসপাতাল

শুভ্রজিৎ বড়ুয়া :
‘আমরা যদি সময়ের যত্ন নিই, তবে সময় আমাদের জীবনের যত্ন নেবে।’ বিখ্যাত আইরিশ লেখিকা মারিয়া এজগ্রোথের এ উক্তিটির মর্মার্থ যেন হাসপাতালের আইসোলেশনে থাকা রোগীরাই বুঝতে পারছেন। তাদের আশপাশে কোনো স্বজন নেই, নেই তাদের প্রিয়মুখ। একটি বদ্ধ কক্ষে নিজেকে সুস্থ করার চেষ্টায় তারা আজ ব্যস্ত। ফৌজদারহাটের বিআইটিআইডি হাসপাতাল ও চট্টগ্রাম ফিল্ড হাসপাতালে তাদের আইসোলেশনের দিনগুলো কীভাবে কাটছে?
বিআইটিআইডি’র আইসোলেশন ইউনিট সরেজমিন পরিদর্শন করে দেখা যায়, প্রতিটি কক্ষে নিরাপদ দূরত্বে সাজানো আছে চারটি শয্যা। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ একটি কক্ষে আইসোলেট করে রেখেছে তিনজন রোগী। রোগীদের সেবা দেয়ার জন্য ডাক্তার নার্সসহ অন্যান্য স্বাস্থ্যকর্মী নিজেদের সুরক্ষা নিশ্চিত করে রোগীদের পাশে যাচ্ছেন এবং সেবা দিচ্ছেন। এছাড়া রোগীদের পাশে অন্য কারো যাওয়ার কোন নিয়ম না থাকায় তারা পরিবার-পরিজনদের সাথে দেখা করতে পারছেন না। তারা মুঠোফোনে পরিবারের সাথে কথা বলছেন এবং জানাচ্ছেন তাদের শারীরিক অবস্থার কথা।
অন্যদিকে ফিল্ড হাসপাতালের আইসোলেশনে রোগীরা একটি সজ্জিত কক্ষে নিরাপদ দূরত্বে অবস্থান করছেন। তাদেরও একই অবস্থা। রোগীদের মধ্যে বন্ধুত্বও হচ্ছে। একে অন্যের সাথে পরিচিত হয়ে, গল্প করে করে এবং নিজেদের শারীরিক ও মানসিক অবস্থার কথা ভাগাভাগি করছে কাটছে সময়।
বিআইটিআইডি হাসপাতালের কনসালটেন্ট ডা. ফারজানা আক্তারের কাছে জানতে চাওয়া হয় আইসোলেট রোগীদের দিন কিভাবে যাচ্ছে। তিনি বলেন, ‘বিআইটিআইডিতে আমরা একটি কক্ষে তিনজন রেখেছি। তারা যখন শারীরিকভাবে সুস্থ থাকেন একে অপরের সাথে গল্প করছেন। এছাড়া মোবাইলে তাদের ঘরের মানুষদের সাথে কথা বলেন। তাদের কক্ষ থেকে বের হওয়ার নিয়ম না থাকলেও অনেকে বের হয়ে যেতে চান। সেক্ষেত্রে আমরা তাদের বের না হওয়াটা নিশ্চিত করছি।’
তাদের কিভাবে সেবা দেয়া হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা তাদেরকে সার্বক্ষণিকভাবে নজরে রাখছি। তাদের জন্য যা যা প্রয়োজন তা করার চেষ্টা করছি। আপনারা জানেন বিআইটিআইডি হাসপাতালটি এ করোনা আসার কারণে পুরোদমে চালু হয়েছে। তাই এতে সুযোগ সুবিধার পরিমাণ আনুপাতিকভাবে কম। এরপরেও আমরা আমাদের সাধ্যমত তাদের সেবা নিশ্চিত করছি। তাদের দৈনন্দিন ওষুধগুলো আমাদের সিস্টাররা নিয়ম করে তাদের দিচ্ছেন। এছাড়া ওয়ার্ড বয় ও ক্লিনাররা নিয়মিত তাদের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও তাদের প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করছেন। এছাড়া তাদের শারীরিক অবস্থার উন্নতি নিশ্চিত করার জন্য আমরা (চিকিৎসকরা) কাজ করছি।’
একই প্রশ্নে ফিল্ড হাসপাতালের প্রধান উদ্যোক্তা ডা. বিদ্যুৎ বড়–য়া বলেন, ‘আমরা রোগীদের সেবা নিশ্চিত করার জন্য তাদের প্রোপারলি মনিটর করছি। আমাদের ভোলান্টিয়াররা স্বেচ্ছায় তাদের সেবা দিচ্ছেন। রোগীরা নিজেদের মধ্যে গল্পগুজব করছেন। আমাদের হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর অনেক রোগী আমাদের এমনও জানিয়েছেন, তারা ঘরের চেয়ে বেশি সেবা আমাদের কাছে পেয়েছেন। অনেক রোগী যাওয়ার সময় কান্না করছেন, তা দেখে আমাদেরও খারাপ লাগছে। কিন্তু আমরা তো চাই আমাদের কাছে কেউ না থাকুক, সকলে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাক।’

চট্টগ্রামে বাড়ছে করোনা রোগী, একদিনেই সর্বোচ্চ কোভিড ১৯ শনাক্ত

মহানগরীতে ৭৮ জন, উপজেলায় ৭ জন

নিজস্ব প্রতিবেদক :

বাড়ছে পরীড়্গা, বাড়ছে করোনা রোগীর সংখ্যা।  মঙ্গলবার একদিনে চট্টগ্রামে ৮৫ জন করোনা শনাক্ত হয়েছেন। এরমধ্যে মহানগরীর ৭৮ জন ও বিভিন্ন উপজেলার ৭ জন। নতুনভাবে আক্রানত্মদের মধ্যে

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী হাসিনা মহিউদ্দিন রয়েছেন এবং একজন সংবাদকর্মীও রয়েছেন। চট্টগ্রামের ফৌজদারহাটের বিআইটিআইডি, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও কবক্সবাজার মেডিক্যাল কলেজে অনুষ্ঠিত পরীড়্গায় চট্টগ্রামের এসব রোগী করোনা পজিটিভ হয়েছেন।

এদিকে গতকাল নতুন করে ৮৫ জন শনাক্ত হওয়ায় চট্টগ্রামে করোনা আক্রানত্ম রোগীর সংখ্যা ৪১৯ জন হয়েছে। এদের মধ্যে সুস’ হয়ে বাড়ি গেছেন ৭৯ জন এবং মারা গেছেন ২২ জন।

এদিকে গতকাল রোববার চট্টগ্রামের ফৌজদারহাট বিআইটিআইডিতে ২৪৮টি নমুনার মধ্যে ৩১টি পজিটিভ পাওয়া গেছে। এই ৩১টি পজিটিভের মধ্যে চট্টগ্রামের ২৭টি ও অন্যজেলার ৪টি। ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে গত ১১ মে সোমবারের ৭০টি নমুনার মধ্যে ১৮টি করোনা পজিটিভ পাওয়া গেছে।

এই ১৮টির মধ্যে চট্টগ্রাম মহানগরীর দুজন এবং ফেনীর দুই জন, লড়্গীপুরের ১৫ জন ও নোয়াখালীর একজন রয়েছে। অপরদিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ১২২টি নমুনার মধ্যে ৫৩ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এই ৫৩ জনের মধ্যে নগরীর ৪৮ জনের, উপজেলার চার জনের এবং অন্য জেলার এক জনের। কিন’ নগরীর ৪৮ জনের মধ্যে একজন পুরাতন রোগী, দ্বিতীয়বার পরীড়্গায় পজিটিভ এসেছে। সেই হিসেবে নগরীতে নতুন আক্রানত্ম ৪৭ জন। এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজে চট্টগ্রামের ৩৮টি নমুনায় লোহাগাড়ার চার জন ও সাতকানিয়ার একজনের করোনা পজিটিভ পাওয়া গেছে বলে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী তা নিশ্চিত করেন।

এদিকে ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে গত ১১মে সোমবারের রিপোর্টে সিটি গেইট এলাকার ২৪ বছর বয়সী যুবক একজন ও দামপাড়ার ৩০ বছর বয়সী পুলিশ সদস্য রয়েছে একজন। কক্সবাজার মেডিক্যাল কলেজে চট্টগ্রামের ৫ জনের মধ্যে লোহাগাড়ার ২২ বছর বয়সী যুবক, লোহাগাড়ার ৩২ বছর বয়সী অপর যুবক, একই উপজেলার ২০ বছর বয়সী বালিকা ও ৩২ বছর বয়সী যুবক রয়েছেন, সাতকানিয়ার ৪০ বছর বয়সী এক পুরম্নষ রয়েছেন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজের রিপোর্টে মহানগরীর ৪৭ জনের মধ্যে ব্যাটারি গলির একজন, বন্দর এলাকার তিন জন, আকবরশাহ এলাকার একজন বউবাজার এলাকার দুইজন, কোতোয়ালী এলাকার ৫ জন, হালিশহরের দুজন, নিমতলা বিশ্বরোড এলাকার একজন, অক্সিজেন এলাকার একজন, পাথরঘাটা এলাকার দুজন, ষোলশহর দুই নম্বর গেট আলফালাহগলি এলাকার একজন, খাতুনগঞ্জ এলাকার একজন, ডবলমুড়িংয়ের সাতজন, আগ্রাবাদের দুজন, ফকিরহাট এলাকার একজন, পাঁচলাইশ আবাসিক এলাকার দুজন, বদরপট্টি এলাকার একজন, পাহাড়তলীর একজন, সাগরিকার দুই জন, দেওয়ানহাটের সাতজন, পতেঙ্গার একজন, বায়েজীদের একজন, ইপিজেডের একজন ও বাকলিয়ার একজন। এছাড়া উপজেলার মধ্যে হাটহাজারির একজন, পটিয়ার দুজন ও সন্দ্বীপের একজন রয়েছে।

অপরদিকে বিআইটিআইডিতে চট্টগ্রামের ২৭ জনের মধ্যে সীতাকু-ের ৩৫ বছর বয়সী পুরম্নষ ও রাঙ্গুনিয়া এসিল্যান্ড অফিসের দুই বছর বয়সী একটি শিশু রয়েছে। নগরীর ২৫ জনের মধ্যে পাঁচলাইশের পুরম্নষ একজন, মেয়র গলির ৬৫ বছর বয়সী নারী, একই গলির ১৮ বছর বয়সী বালিকা ও ৫৬ বছর বয়সী পুরম্নষ, ঠিকানাবিহনী ৪০ বছর বয়সী এক পুরম্নষ, হালিশহরের ২৮ বছর বয়সী যুবক, হালিশহর নয়াবাজার এলাকার ২৮ বছর বয়সী যুবক, অলংকার এলাকার ৫২ বছর বয়সী পুরম্নষ, দামপাড়া পুলিশ লাইনের ৪৪ বছর বয়সী পুরম্নষ, কর্ণেলহাটের ৩৮ বছর বয়সী পুরম্নষ, পাথরঘাটার ৫৭ বছর বয়সী পুরম্নষ, ঝাউতলার ৪৬ বয়সী নারী, ঝাউতলার ২৮ বছর বয়সী যুবক, রিয়াজউদ্দিন বাজারের ২৩ বছরের যুবক, ষোলশহর দুই নম্বর গেইট এলাকার ৩৫ বছরের যুবক, বন্দরটিলার ৪০ বছর বয়সী নারী ও ২৫ বছর বয়সী পুরম্নষ, নেভিগেইট এলাকার ৫৭ বছরের পুরম্নষ, লাভলেনের ৫৭ বছরের পুরম্নষ, চেরাগিপাহাড়ের ২১ বছরের যুবক, দারম্নস সালাম মসজিদ এলাকার ২৬ বছরের যুবক, কর্ণেল হাটের ৬৫ বছর বয়সী বৃদ্ধ, আকবরশাহ এলাকার ৩২ বছরের যুবক, দামপাড়া পুলিশ লাইনের ৫০ বছর বয়সী পুরম্নষ ও একই এলাকার ৪৮ বছর বয়সী পুরম্নষ।

এদিকে নতুন করে ৮৫ জন করোনায় শনাক্ত হওয়ায় মোট রোগীর সংখ্যা হলো ৪১৯ জন। এনিয়ে চট্টগ্রামে করোনায় মৃতের সংখ্যা ২২ জনে দাঁড়ালো। এছাড়া সুস’ হয়ে বাড়ি গেছেন ৭৯ জন।

 

এবার করোনায় আক্রান্ত হাসিনা মহিউদ্দিন

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছোট ছেলে বোরহানুল হাসান চৌধুরী সালেহীনের পর এবার তার মা হাসিনা মহিউদ্দিনসহ তাদের বাসার কাজের এক ছেলে ও এক মেয়ে করোনা আক্রান্ত।

সিভিল সার্জন সূত্রে জানা যায়, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ল্যাবে ১২২ নমুনা পরীক্ষায় নগরীর বিভিন্ন জায়গায় ৪৭ জন নতুন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে।

তারমধ্যে নগরীর নাসিরাবাদ এলাকার মেয়র গলিতে তিনজনের কোভিড-১৯ পজেটিভ আসে। এ তথ্য অনুসন্ধানে জানা যায়, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছোট ছেলে সালেহীন গত রবিবার কোভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়।

শনাক্ত হওয়ার পর থেকে তিনি তাদের নিজ ভবনের তিন তলার একটি কক্ষে নিজেকে আইসোলেট করে রেখেছেন। বর্তমানে তার কোন ধরনের শারীরিক সমস্যা নেই।

গতকাল (মঙ্গলবার) চমকের রিপোর্ট পেয়ে খোঁজ নিয়ে জানা যায়, মেয়র গলির আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়া তিনজন একই ভবনের। তারমধ্যে একজন মহিউদ্দিন চৌধুরীর সহধর্মিনী এবং অন্য দু’জন হলো তাদের বাসার কাজের ছেলে ও এক মেয়ে।

জানা যায়, গত ১০ মে সালেহীনের করোনা শনাক্ত হওয়ার পর ১১ মে চৌধুরী পরিবারের চট্টগ্রামের বাসা থেকে ৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। তার মধ্যে তিন জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হলো। তাদের একজন মহিউদ্দিন চৌধুরীর সহধর্মিনী হাসিনা মহিউদ্দিন এবং অন্য দু’জন হলো তাদের বাসার কাজের ছেলে হারাধন ও এক মেয়ে শাকি।

অপরদিকে মঙ্গলবার (১২ মে) বিকেলে আইইডিসিআর থেকে পাঠানো রিপোর্টে উপমন্ত্রী নওফেল, তাঁর স্ত্রী, সন্তান, গাড়িচালক, গানম্যানসহ সবার করোনা নেগেটিভ এসেছে।

পাশাপাশি বোরহানুল হাসান চৌধুরী সলেহীনের স্ত্রী, নবজাত সন্তান, শ্বশুর-শাশুড়িসহ পরিবারের ১২ সদস্যেও পরীক্ষাও নেগেটিভ এসেছে।

তাদের পরিবারিক সূত্রে জানা যায়, ঢাকায় অবস্থানরত তাদের অন্যান্য সদস্যদের শরীরে করোনা শনাক্ত না হলেও তাঁদের ১০ দিন হোম কোয়ারেন্টানে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

ছাদ থেকে লাফ দিয়েও পালাতে পারেনি রকি

চমেক হাসপাতালে চিকিৎসাধীন আহত রকি বড়ুয়া- সুপ্রভাত

জামায়াত নেতা সাঈদীকে মুক্ত করতে দেশে ‘অস্থিতিশীল পরিস্থিতি’ তৈরির চেষ্টার অভিযোগ #

নিজস্ব প্রতিবেদক :
কারাবন্দি জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে মুক্ত করতে দেশে ‘অস্থিতিশীল পরিস্থিতি’ তৈরির চেষ্টার অভিযোগে রকি বড়ুয়া নামে এক যুবকসহ ৬ সহযোগীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী একাত্তরের মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদ-প্রাপ্ত হয়ে কারাগারে বন্দি আছেন।
গতকাল মঙ্গলবার ভোরে নগরের পাঁচলাইশ এলাকার একটি বাসা থেকে রকিকে আহত অবস্থায় গ্রেফতার করা হয়। পরে তার তথ্যের ভিত্তিতে আরও ছয় সহযোগীকে গ্রেফতার করে র‌্যাব। র‌্যাবের চট্টগ্রাম জোনের প্রধান লে. কর্নেল মশিউর রহমান জুয়েল বলেন, ‘রকি বড়ুয়া মূলত একজন প্রতারক। জাতীয় ও আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠতার তথ্য প্রচার করে তিনি প্রতারণা করেন। সম্প্রতি তিনি সাজাপ্রাপ্ত মানবতাবিরোধী অপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলের সঙ্গে বৈঠকও করেন।
র‌্যাবের এ কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে পাঁচলাইশ এলাকায় বাসায় অভিযানে গেলে ছাদ থেকে লাফ দেন রকি। পরে আহত অবস্থায় তাকে গ্রেফতার করা হয়। এসময় তার বাসায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও পিস্তল উদ্ধার করা হয়। পালাতে গিয়ে রকি তার দুই পায়ে গুরুতর আঘাত পেয়েছেন। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গ্রেফতার হওয়া ছয় সহযোগীর মধ্যে এক নারীও আছেন। তারা রকি বড়ুয়ার আস্তানায় থাকতেন। ওই আস্তানা থেকে স্ট্যাম্প-সিল, গেরুয়া পোশাক এবং জাতীয় ও আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠকের ছবি জব্দ করা হয়েছে।
র‌্যাব জানায়, দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদীর এবং সাম্প্রতিক সময়ে আলোচিত ধর্মীয় বক্তা তারেক মনোয়ারের সঙ্গে রকি বড়ুয়ার বৈঠকের কিছু ছবি গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পায়।
জানা গেছে, গত ১ এপ্রিল মাসুদ সাঈদী ও তারেক মনোয়ারের সঙ্গে লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের পশ্চিম বিবিরবিলা গ্রামে নিজ বাড়িতে রকি বড়ুয়া বৈঠক করেন। ওই বৈঠকে সাঈদীকে মুক্ত করার জন্য গুরুত্বপূর্ণ দু’টি দেশের সরকারের সঙ্গে যোগাযোগের পাশাপাশি দেশে অস্থিতিশীল পরিস্থিতির তৈরির পরিকল্পনা হয় বলে তথ্য পায় র‌্যাব।
বৈঠকের পর ২ মে অনলাইনে ছাত্রশিবির সাঈদীর মুক্তির দাবিতে সরব প্রচারণা চালায়। ৩ মে লোহাগাড়া এলাকায় রকি বড়ুয়ার বাড়ির পাশে একটি বৌদ্ধমন্দির ভাঙচুরের ঘটনা ঘটে। এরপর থেকে তাকে গ্রেফতারের জন্য খুঁজছিলেন র‌্যাব কর্মকর্তারা।
রকি বড়ুয়ার বিরুদ্ধে নগরীর পাঁচলাইশ থানায় সন্ত্রাসবিরোধী আইনে এবং অস্ত্র ও মাদক আইনে পৃথক তিনটি মামলা দায়ের করা হচ্ছে বলে জানিয়েছেন র‌্যাব-৭ এর প্রধান লে. কর্নেল মশিউর রহমান জুয়েল।

এ মুহূর্তের সংবাদ

তারেক রহমান ও মির্জা ফখরুলকে ট্যাগ করে যা বললেন সারজিস

গুমের ঘটনায় সেনা সদস্যের সংশ্লিষ্টতা প্রমাণিত হলে ব্যবস্থা

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা মাউশির

টেলিকম নীতিমালায় সরকারের তড়িঘড়ি সিদ্ধান্তে বিএনপির উদ্বেগ

সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

পটিয়া থানার ওসিকে প্রত্যাহার

সর্বশেষ

তারেক রহমান ও মির্জা ফখরুলকে ট্যাগ করে যা বললেন সারজিস

গুমের ঘটনায় সেনা সদস্যের সংশ্লিষ্টতা প্রমাণিত হলে ব্যবস্থা

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা মাউশির

তিন বিমানবন্দরে ১৬ প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে আজ রাতে

টেলিকম নীতিমালায় সরকারের তড়িঘড়ি সিদ্ধান্তে বিএনপির উদ্বেগ

সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি