ছন : একসময় শুধু নিম্নআয়ের লোকদের ঘরবাড়ি নির্মাণে ছনের ব্যবহার ছিলো। কিন্তু সময়ের ব্যবধানে এই ছনের কদর আরো বেড়েছে। সৌখিন লোকজন এই ছন দিয়েই বৈঠকখানা তৈরি করছেন। আবার কেউ গ্রীষ্মকালে তীব্র তাপদাহ থেকে বাঁচতে টিনের চালের ওপর ছনের ছাউনি দিয়ে থাকেন। গতকাল সকালে চাঁদের গাড়িতে করে ছন নিয়ে যাওয়ার মাইনি ব্রিজ থেকে এ ছবিটি তুলেছেন দীঘিনালা প্রতিনিধি
সুপ্রভাত গ্যালারি