সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »
ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের বিপক্ষে শনিবার রাতে ৯-০ গোলের বিশাল ব্যবধানে হারে বোর্নমাউথ। বড় ব্যবধানে হারের পর কোচ স্কট পার্কারকে ছাঁটাই করলো ক্লাবটি।
ম্যাচটিতে লিভারপুলের বিপক্ষে দাঁড়াতেই পারেনি বোর্নমাউথ। প্রথমার্ধে পাঁচ গোল খাওয়ার পর বিরতির পর আরও চার গোল হজম করে দলটি। লজ্জাজনক এই হারের সব দোষ গিয়ে পড়লো কোচের গায়ে। আর তাই চাকরি হারাতে হলো তাকে। খবর বাংলানিউজের।
স্কটকে বিদায় জানিয়ে বোর্নমাউথের মালিক ম্যাক্সিম ডেমিন বলেছেন, ‘দল ও একটা ক্লাব হিসেবে উন্নতির ধারা ধরে রাখতেই এই সিদ্ধান্ত। ’
২০২১ সালের জুনে বোর্নমাউথের দায়িত্বে আসেন স্কট। ওই মৌসুমেই দলটিকে চ্যাম্পিয়নশিপে রানার্সআপ করিয়ে তুলে আনেন প্রিমিয়ার লিগে। মূল প্রতিযোগীতায় এসেই প্রথম ম্যাচে অ্যাস্ট ভিলার বিপক্ষে ২-০ ব্যবধানে জিতে ক্লাবটি। কিন্তু এর পরের তিন ম্যাচ হারতে হয় বাজেভাবে। শেষ ম্যাচে গিয়ে বিশাল ব্যবধানে পরাজয় বরণ করতে হয় তাদের।