নিজস্ব ক্রীড়া প্রতিবেদক »
চট্টগ্রাম আবাহনীর উদ্যোগে এ পর্যন্ত তিন দফা চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে শেখ কামাল গোল্ডকাপ আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্ট। করোনার জন্য সম্ভব না হলেও আগামী ২০২৩ সালের অক্টোবরে আবারো চট্টগ্রামেই আয়োজন করা হবে সাড়া জাগানো এ ফুটবল আসর। চট্টগ্রাম বন্দরের শীর্ষ কন্টেইনার টার্মিনাল অপারেটর সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও দেশের বিশিষ্ট ক্রীড়া সংগঠক তরফদার মো. রুহুল আমিন গতকাল সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়ার উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দেন। আগের মত এবারও চট্টগ্রাম আবাহনীর ব্যানারেই হবে এ আসর। উল্লেখ্য ক্রীড়া ব্যক্তিত্ব তরফদার মো. রুহুল আমিন চট্টগ্রাম আবাহনীর ফুটবল কমিটির চেয়ারম্যান। অনুষ্ঠানে তিনি আরো বলেন, দেশের অর্থনীতির মেরুদন্ড হচ্ছে চট্টগ্রাম বন্দর। দেশের শতকরা ৯০ ভাগ পণ্য আমদানি-রপ্তানী হয় এই বন্দরের মাধ্যমে। তাই দেশের অর্থনীতি সচল রাখতে চট্টগ্রাম বন্দরকে অবশ্যই সচল রাখতে হবে। ইতোমধ্যে চট্টগ্রামকে ঘিরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার বঙ্গবন্ধু টানেল, মাতারবাড়ি, বে-টার্মিনাল ছাড়াও চট্টগ্রাম বন্দরকে বিশ্বের সাথে প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে ব্যাপক উন্নয়ন কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছে। চট্টগ্রামের উন্নয়ন মানে দেশের উন্নয়ন। কোনো অশুভ শক্তি যাতে এই উন্নয়ন কর্মকা-ে বাঁধা হয়ে না দাঁড়ায়, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। দেশের সামগ্রিক উন্নয়নের ধারা অব্যাহত রেখে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য।
ক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাব সাধারণ ফরিদ উদ্দিন চৌধুরী। ধন্যবাদ জ্ঞাপন করেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সালাহউদ্দিন মো. রেজা। যুগ্ম-সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি শহীদ উল আলম এবং ক্লাবের ক্রীড়া সম্পাদক দেবাশীষ বড়–য়া দেবু।
চট্টগ্রাম প্রেস ক্লাবের আজীবন দাতা সদস্য তরফদার মো. রুহুল আমিন বলেন, চট্টগ্রাম আবাহনী লিমিটেডের ব্যানারে ২০১৫ সাল থেকে ক্যাপ্টেন শেখ কামাল ফুটবল টুর্নামেন্ট করেছি। ৩ বছর চলার পর করোনার কারণে বন্ধ থাকলেও আগামী ২০২৩ সাল থেকে চট্টগ্রামে আবার এ খেলা শুরু হবে। তিনি বলেন, ইতোমধ্যে জাতীয় প্রেস ক্লাবে জিম করে দিয়েছি। চট্টগ্রাম প্রেস ক্লাবের আগামী দিনের বার্ষিক ক্রীড়ায় ধারাবাহিকভাবে সহযোগিতাসহ আগামী ডিসেম্বরে ফ্যামিলিনাইটে সাথে থাকার ঘোষণা দেন।
চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি ক্রীড়াঙ্গনের উন্নয়নেও তরফদার মো. রুহুল আমিনের অবদান অগ্রগণ্য। বাংলাদেশের ফুটবলকে প্রান্তিক থেকে বিভাগীয় হয়ে জাতীয় পর্যায়ে সমৃদ্ধ করতে নিরলসভাবে কাজ করে চলেছেন তিনি। ইতোমধ্যে বাংলাদেশের ৪৪টি জেলায় ফুটবলের উন্নয়নে ৮ কোটি টাকার বেশি ব্যয় করেছেন। এর আগে প্রধান অতিথিকে প্রেস ক্লাবরে পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। এ সময় চট্টগ্রাম প্রেস ক্লাবের সহ সভাপতি স ম ইব্রাহীম, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, গ্রন্থাগার সম্পাদক মিন্টু চৌধুরী, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক মো. আইয়ুব আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলীউর রহমান, কার্যকরী সদস্য শহীদুল্লাহ শাহরিয়ার, দেবদুলাল ভৌমিক, মনজুর কাদের মনজু, সাইফ পাওয়ারটেক লিমিটেডের পরিচালক (বিজনেস ডেভেলপমেন্ট) নিজাম উদ্দিন মাহমুদ, ম্যানেজার (এইচআর) ইঞ্জিনিয়ার রেজাউল করিম, ডেপুটি ম্যানেজার সাইফুল আলমসহ বিপুল সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন। দাবার ঘুটি চালের মাধ্যমে চট্টগ্রাম প্রেস ক্লাব-সাইফ পাওয়ারটেক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি তরফদার রুহুল আমিন এবং প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস। মাসব্যাপী এ প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে ক্লাবের সদস্যদের পাশাপাশি তাদের পরিবারের ৫ শতাধিক সদস্যরাও অংশ নেবেন।