নিজস্ব প্রতিবেদক »
কেজি প্রতি ১৬৫ টাকায় মুরগি কিনে ১৯০ টাকায় বিক্রি করছে এক বিক্রেতা। রমজানে নিত্যপণ্যের বাজার তদারকিতে নেমে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নজরে আসে বিষয়টি। পরে দোকানিকে জরিমানা করে দাম কমাতে বাধ্য করে সংস্থাটির কর্মকর্তারা।
গতকাল মঙ্গলবার দুপুরে নগরীর কাজীর দেউড়ি কাঁচা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটির নেতৃত্ব দেয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজুল্লাহ।
অভিযান শেষে তিনি গণমাধ্যমকে বলেন, ‘রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে বিভিন্ন বাজারে ভোক্তা অধিকার অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে কাজীর দেউড়ি বাজারে অভিযান পরিচালনা করা হয়। এতে ক্রয়মূল্যের সঙ্গে বিক্রয়মূল্যে অসঙ্গতি পাওয়ায় এক মুরগি বিক্রেতাকে জরিমানা করা হয়েছে। এছাড়া মাছ এবং সবজি বিক্রেতাদের সতর্ক করা হয়।’
অভিযান প্রসঙ্গে কথা হয় সংস্থাটির সহকারী পরিচালক আনিসুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘অভিযানে দেখা যায়, এক মুরগি বিক্রেতা ১৬৫ টাকায় মুরগি কিনে তার ক্রয়মূল্য জানায় ১৭০ টাকা। তিনি মুরগির কেজি বিক্রি করছিলেন ১৯০ টাকায়। ভাউচারে উল্লেখ করা মূল্য বেশি বলায় তাকে জরিমানা করা হয়েছে। এর পাশাপাশি তাকে দাম কমিয়ে বিক্রি করতে সতর্ক করা হয়।’
ক্রয়মূল্যের চেয়ে কতটুকু লাভ নিয়ে বিক্রয়মূল্য নির্ধারণ করা হয় জানতে চাইলে তিনি বলেন, ‘এ নিয়ে কৃষি বিপণন অধিদফতরের ২০১৮ সালের একটি আইন আছে। তবে আমরা শুধু রপ্তানি ও আমদানি পণ্যের ক্রয়-বিক্রয়মূল্য নিয়ে যে আইন আছে, তা ফলো করি।’
এ বিষয়ে জানতে চাইলে কৃষি বিপণন অধিদফতরের সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা শাহ মোহাম্মদ মোর্শেদ কাদের বলেন, ‘আমাদের অফিসে কোনো ম্যাজিস্ট্রেটও নেই। এ অবস্থায় জেলা প্রশাসনের সঙ্গে অভিযান চালানো ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আমরা জানুয়ারি ও ফেব্রুয়ারিতে জেলা প্রশাসনের সহযোগিতায় কিছু অভিযান চালিয়েছিলাম। এখন আর করা হচ্ছে না। তবে আমরা প্রতিদিন বাজারমূল্য মনিটরিং করছি।’